পাতা:পৃথিবী.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪৩ ৷ ] এই জন্য অ্যাডহিমার বলেন, উত্তরাদ্ধ স্বৰ্য্য হইতে শীতে যখন দূরে পড়িয়ছিল তখন ইয়োরোপ এই ভীষণ শীত তু। ইয়োরোপের এই প্রচণ্ড শীতে জীব জগতে বিনাশ অ}রস্তু হইলুং, সমস্ত নদ নদী, হ্রদ সমুদ্র, হিমশৈলাকারে জমাট বাধী গেল। মূৰ্ত্তিমান মৃত্যু সমস্ত ইয়োরোপকে অধিকার করল। শত শত হস্তী গণ্ডার ইত্যাদি জীব একেবারে যে লোপ পাইল আর ইয়োরোপে সে জাত জন্মাইল না। কত দন ধরিয়৷ এই দারুণ শীত ইয়োরোপের অধিকাংশ স্থান হিমশৈলাবৃত করিয়া রাখিয়াছিল নিৰ্দ্ধারিত করা সুসম্ভব। মনুষ্যের জন্ম ও আসিয়ার বন্য। ঠিক কোন সময়ে যে মনুষ্য জন্মিয়াছে তাঙ্গ নির্ণয় করা বড় দুঃসাধ্য। ভূতত্ত্ববিৎ পণ্ডিতগণ অনেক যত্ন করিয়াও এবিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই। তবে মনুষ্য যে হিমশৈলকালের পরবর্তী এই মতটিই সাধারণতঃ अत्रिशूशैड । কিন্তু কোন কোন গুহায় মৃত জন্তু-দেহ রাশির

  • দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর গতি প্রণালীতে ক্রান্তিপাতের গতি দেখ ।