পাতা:পৃথিবী.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $(१० | সম্বন্ধে এক প্রীতিপ্রদ গল্প লিখিয়াছেন । এই মনুষ্য কখন কখন বাগানে নামিয়ায়খন ফোয়ারার এক প্রান্তে বসিয়। জলের দিকে অতি স্থির ভাবে চাহিয়া থাকিত তখন তাহার মুখে একটি অতি গম্ভীর দুঃখের ছায় পড়িত। অনেক ক্ষণ ধরিয়া সে নিস্তন্ধে এইরূপে বসিয়া জল দেখিতে দেখিতে মাঝে মাঝে তাহার উপর ধীরে ধীরে ঘর্স ও শুষ্ক পত্ৰ ভাসাইয়। দিত, রাত্রিতে যখন পরিষ্কার জ্যোৎস তাহার গৃহে প্রবেশ করিত, সে উঠিয়া জানালায় আসিয়া অনেকক্ষণ নিস্তব্ধ-অচল ভাবে ঘাড় নোয়াইয়। এক দৃষ্ঠে সেই জ্যোম্বা-দীপ্ত দৃশ্যের উপর চাহিয়৷ আনন্দজনক চিন্তায় মগ্ন হুইয়া পড়িত।” এই অসভ্য যে মানুষ তাংরি কোম সন্দেহ নাই। এরূপ বুদ্ধি ও স্বপ্নময় ভাব-এরূপ ভাবুকত এক কথায় এরূপ চিন্তাশীলভী বানরের কখনই সস্তুবে ন! } অসভ্য বানরবৎ মন্থয্যের আধুনিক সভ্যতায় আসিতে কত বৎসর লাগিয়াছে তাহা গণনা করিয়া স্থির কর; অসম্ভব। t o সেই আমি উলঙ্গ অসহায় দুৰ্ব্বল মনুষ্যের যে ভয়ঙ্কর হিংস্র-পশু ও প্রকৃতির ক্রোধের সহিত অবিশ্রান্ত সংগ্রাম করিয়া জীবন রক্ষা করিতে হইত, তাহার সন্দেহ নাই । কিন্তু" ট্ররূপ দিন ক্রমে শেষ হইল, সামাজিক-গুণ-সম্পন্ন মনুষ্যগণ পরস্পর স্বার্থলাভে উত্তেজিত ও দলবদ্ধ হইয়। শীঘ্রই প্রকৃতি ও পণ্ডকে দমন করিতে কৃতকার্য হইল ।