পাতা:পৃথিবী.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S&S 1 একদিকে বড়, বৃষ্ট, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাৎ অপরদিকে ভয়ঙ্কর হিংস্র জন্তুর দ্বারা স্থান হইতে স্থানান্তরে তাড়িত্ব ভয়ে কম্পমান, বিপদভারে.আক্রান্ত অশিক্ষিউ অসহায় মনুষ্যগণ প্রয়োজনবাধ্য হইয়া আত্মরক্ষার্থে প্রথমে দুরবস্তু পরে পরস্পর সাহায্য লইয়া অস্ত্রশস্ত্র প্রভৃতি আবশ্যক দ্রব্যাদি নিৰ্ম্মাণ, ও বাসস্থান প্রস্তুত করিতে শিক্ষা করিল। সর্জন লবকের আদিম মমুয্য নামক গ্রন্থে এ সম্বন্ধে সবিশেষ জানিতে পারা যায়। মনুষ্য সম্বন্ধে আর একটি প্রশ্ন এই, মনুষ্যজাতি এক পিত মাভ হইতে উৎপন্ন কি না । এ সম্বন্ধে অনেক পুস্তক লিখিত হইয়াছে। অনেক প্রাণীবেহুদিগের মত, যে মনুষ্য এক পিতা মাত হইতে প্রথুমে উৎপন্ন, পরে স্থান ভাব হেতু, সেই মল্লয্যের বংশাবলী যখন পৃথিবীময় ছড়াইয়। পড়িল তখন জল বায়ুর বিভিন্নত বশতঃ সেই এক বংশাবলী ફેરરું ভিন্ন দেশে ভিন্ন জাতির উৎপত্তি । কিন্তু আদিম আমেরিকাবাণী, চীন, কাফু, টুয়োরোপ ও ভাসিয়াবাদী সকলেই বাস্তবিক এক বংশোদ্ভূত দুঃসাধ্য। তবে ভাষার সমালোচনা দ্বারা ইছ নিশ্চয় প্রমাণ হইয়াছে যে ইয়োরোপ ও আসিয়ার অনেক জাতি এক পিতা মাতা সস্তুত। এই একমূল উৎপন্ন জাতিরই আৰ্য নামে আখ্যাত। আসিয়ার শ্যাম শোভাশালী উৰ্ব্বর ভূমি ককেসস পৰ্ব্বতের নিম্ন প্রদেশ মনুষ্য জাতির, অন্ততঃ