পাতা:পৃথিবী.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s $68 ) কেবল মাত্র নোয় এবং তাহার সহিত আর যাহার নৌকায় ছিল তাহারাই বঁচিল"। ২৪। এবং ১৫০ দিন পৰ্য্যন্ত জল পৃথিবীর উপর রহিল।” যে সময় মুম্ব এই সকল কথা লিখিতেছেন তার ১৫০০ কি ১৪০০ বৎসর আগে বন্যা হইয়াছিল বলিয়া বাইবেলে লিখিত আছে। আলেকজাণ্ডারের সমসাময়িক ক্যালডিয়ান ইতিহাস লেখক বিরোসাসের মতে পৃথিবীব্যাপী এই বন্য নাইনাস (Winus) রাজার পিতা বেলাসের (Belus) রাজত্বের ঠিক পূৰ্ব্বে । বিখ্যাত চীন জ্ঞানী কংফুংসে যিনি খৃষ্টর ৫ ১ে বৎসর পূৰ্ব্বে জন্মিয় ছিলেন তিনি চীনের ইতিহাসে লিখি য়াছেন—বন্যার জ্বল আকাশসমান উচ্চ হইয় অত্যুচ্চপৰ্ব্বতচরণ ধৌত করিয়া অল্প উচ্চ পাহাড় ও সমস্ত স্থল, মগ্ন করিল। পরে চীন সম্রাট জাদের আজ্ঞায় সেই জল সরিয়া পড়িল । এইরূপ আসিয়ার প্রত্যেক জাতিতেই এই, বন্যার উল্লেখ দেখিতে পাওয়া যায়! আরারট পৰ্ব্বত নিম্নস্থ ভূপৃষ্ঠ ফাটিয়া উত্তপ্ত পদার্থ নির্গত হওয়াতে, প্রথমে আধুনিক আরারট পৰ্ব্বত সন্নিহিত প্রদেশেই বন্য। আরস্তু হইয়া, সেখান হইতে ক্রমে দূর দূরান্তর পর্যন্ত জল ব্যাপ্ত হইল।