পাতা:পৃথিবী.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূগর্ভ। অষ্টম অধ্যায়। পৃথিবীর অভ্যন্তর কি প্রকার? আমরা পৃথিবীর উপরিভাগ যেরূপ দেখিতেছি, পৃথিবীর অন্তর-প্রদেশও কি সেইরূপ ? 'প্রত্যক্ষ প্রমাণ দ্বারা এ প্রশ্নের কোন উত্তর পাওয়া যায় না। পৃথিবীর ব্যাসাৰ্দ্ধ ৪ হাজার মাইল বা ২১১২০০০০০ দুই কোটা একাদশ লক্ষ বিষ হাজার ফুট তাহার মধ্যে কেবল ৫০০০ হাজার ফুট মানুষের চক্ষুগোচর হইয়াছে মাত্র। ইহা অপেক্ষ অধিক দূর নিয়ে খনন কবিয়া দেখিবার কোন উপায় এখনো বাহির হয় নাই, সুতরাং কেন্দ্র পর্যন্ত পৃথিবীগর্ভ যে কি পদার্থে নির্কিত তাহা কেহ এখনো নিশ্চয় করিয়া বলিতে পারেন না। তবে যতদু দেখা গিয়াছে ভাঁহারই উপর যুক্তি খাটাইয়া, এবং বৈজ্ঞানিক অনুমান দ্বার সময়ে সময়ে ভিন্ন ভিন্ন পণ্ডিতের ভূগর্ত সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত প্রচার । করিয়াছেন। তাহার মধ্যে নিম্নলিখিত চারটি প্রধান— ১ । পৃথিবীর আবরণ কঠিন কিন্তু নিম্নে কেন্দ্র পর্যন্ত ড্রবর্পদার্থময়। ২। পৃথিবী, কেন্দ্র পর্যন্ত সম্পূর্ণনা হউক প্রায় কটন। ও পৃথিবীর আবরণ যেরূপ কঠিন তাহার কেন্দ্রও ভদ্রপ, কেবল ভূপৃষ্ঠ ও কেন্ত্রের মধ্যবর্তী স্থল দ্রবপদার্থময়।