পাতা:পৃথিবী.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s७२ ] ভ্রম প্রমাণ না করেন ততদিন পৰ্যক্ত ভূবেভাগণ আপনাদিগের প্রত্যক্ষ প্রমাণের বিপক্ষেও হপকিন্স প্রভৃতি গণিতজ্ঞ পণ্ডিতদিগের কখা ঘাড় পাতিয়া লইতে বাধ্য হইয়: লেন । ভূবেত্তাদিগের মধ্যে এক জনও এমন অঙ্ক ও জ্যোতিষ শাস্ত্রবিশারদ ছিলেন না ধিনি হপকিন্স প্রভৃতি অসাধারণ গণিতজ্ঞ পণ্ডিতগণের গণনার ভুল ধরিতে পারেন। ফরাসী পণ্ডিত ডিলনে অঙ্ক ও জ্যোতিষ শাস্ত্রে হপকিন্সদিগের একজন সমকক্ষ ব্যক্তি। তিনি উপরি-উক্ত মতটির সমালোচনা করিয়া তাহার অসারত দেখাইয়। বলিলেন, পৃথিবী দ্রবপদার্থে পূর্ণ হইলে তাহার গতির ব্যতিক্রম ঘটবার কোন সস্তাবনা নাই। তাহ ছাড়া হপূর্কিন্সের দোলক যন্ত্রেব পরীক্ষা পৃথিবীর সম্পর্কে কেমন করিয়া খাটিবে ? প্রথমতঃ দোলকের গোলক লম্বমান দণ্ড অবলম্বন কfরয় দোলে ও পুথিবী নিজের মেরুদণ্ডের চতুৰ্দ্ধিকে আবর্তন কবে, সুতরাং দোলক যন্ত্রের গতির দৃষ্টান্তে পৃথিবীর গতি নিরূপিত হইতে পারে না। দ্বিতীয়তঃ কাচে পারদ যেরূপ অসংলিপ্ত থাকে ভূগর্ভস্থ পদার্থ তাহার উপরিস্থ আবরণের সহিত সেরূপ বিচ্ছিন্ন থাকিলে হপকিনসের সিদ্ধান্ত নিভুল হুইত, কিন্তু প্রকৃত পক্ষে পৃথিবীর আবরণের সহিত ভূগর্ভের পদার্থ এমনি সংলিপ্ত যে তাঁহাদের ভিন্ন ভিন্ন অবস্থা সত্বেও উভয়ে কঠিন-পদার্থনিৰ্ম্মিত একটি বস্তুর ন্যায়ই কাৰ্য্য করে। পৃথিবী কেজ পৰ্যন্ত সংঘাত কঠিন মানিয়া লইলে আর