পাতা:পৃথিবী.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৫ ] থাক গলাইতে যে উল্কাপ লাগে, দ্বিতীয় থাক গলাইতে তাহা অপেক্ষা অধিক উত্তাপ লাগিবে তৃতীয় থাক গলাইতে ੋ। অধিক, এই রূপ যতই নিয়মর* থাকে আসা *যায় ততই তাহাকে গলাইতে অধিক উত্তাপের আবশ্যক হয়। পৃথিবী,কেন্ধে এত অধিক চাপ যে তথাকার কোন পদার্থকে যে-সে টঙ্কাপ গলাইতে পারে না। যে পরিমাণ উত্তাপে কেন্দ্রস্থ পদার্থ গলিতে পারে ভত প্রেচণ্ড উত্তাপ ভূগর্ভে থাকবার সস্তাবনা নাই, সুতরাং ভূগর্ভ সংঘাতকঠিন। কিন্তু এই সিদ্ধান্থের বিরুদ্ধে অনেক আপত্তি আছে । মোম গন্ধক প্রভৃতি যে সকল পদার্থের উপর পরীক্ষা দ্বার উপরিউক্ত মতটি স্থাপিত, বাস্তবিক পক্ষে, পুথিবী সে সকল পদার্থে নিৰ্ম্মিত নহে । এখন দেখা উচিৎ পৃথিবী যেরূপ পদার্থে নিৰ্ম্মিত সেই রূপ ধাতব ও আকরিক পদার্থে পরীক্ষা করিলে কি ফল দাড়ায় ? সাধু উইলিয়াম টমসন ও হকি পৃষ্ণু আবার ধাতব দ্রব্যে পরীক্ষা করিয়া দেখিলেন, জেমস্ টমসনের মতটি স্কুল দ্রব্যের সম্বন্ধে খাটে না। যে সকল পদার্থ তরল অবস্থা হইতে ঘন অবস্থা পাইবার সময় বিস্তৃত হয় চাপবৃদ্ধি সহকারে সেই সকল বস্তুকে গলাইতে ও.দ্রব অবস্থায় রাখিতে অল্প উত্তাপের আবশ্যক করে, এবং ষে সকল বস্তু ঐরুপ অবস্থা পরিবর্তনের সময় সঙ্কুচিত হয়