পাতা:পৃথিবী.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S७१ ] দেখিতে হইবে পৃথিব৯যে পদার্থে নিৰ্ম্মিত তাহা উক্তরূপে নিমগ্ন হইয়ু গেলে আবার তরল হইয়া উপরে উঠবে কিম্বা নিয়ে পড়িয়া ক্রমশঃ সেখানে গাঢ়তর হইতে থাকিবে ? ' যে বস্তু তরল হইতে দৃঢ় অবস্থা পাইবার সময় বিস্তৃত হয় তাহাই লঘু হইয়া একবার নীচে ডুবিয়া গেলেও আবার তরল হইয়া উপরে উঠে এবং যাহা পূৰ্ব্বেক্তরূপ অবস্থা পরিবর্তনের সময় সঙ্কুচিত্ত হয় তাহ আর উপরে উঠে না। মৃতরাং দেখা আবশ্যক, পৃথিবী যে পদার্থে নিৰ্ম্মিত তাহা পূৰ্ব্বোক্তরূপ অবস্থা পরিবর্তনের সময় বিস্তৃত কিম্বা সঙ্কুচিত হয়। যদি বা সঙ্কুচিত হয়, সে সঙ্কোচনের পরিমণি, কত ? সঙ্কোচনের মাত্র। যত কম হইবে, ততই কোন বস্তুকে গলাইবার জন্য কম উত্তাপের আবশ্যক । বিসকত্ব পরীক্ষা দ্বারা স্থির করেন পৃথিবীর পদার্থ তরল হইতে ঘন হইবার সময় শতকরা ২০ ভাগ সঙ্কুচিত হয়। এই পরীক্ষার উপরে গণনা করিয়াই সার উইলিয়ম টমসন বলেন,ভূগৰ্ভ কুঠিন । কিন্তু ম্যালেট বড় বড় লেটুহের কারখানায় দেখিয়াছেন মৃত্তিকা প্রভৃতি পদার্থ শতকরা ৬ ভাগ সঙ্কুচিত হয়। সাইমেনস্ বলেন তিনি তাহার ভ্রাতার ড্রেস্ডেন নগরস্থ কাচের কারখানায় দেখিয়াছেন যে দ্রব কাচ শীতল হইবার সময় প্রথম খুব সঙ্কুচিত হয় কিন্তু কিছু পরে তাহার সঙ্কোচনের মাত্রা কমিয়া যায়, এমন কি বোধ হয় শেষে দৃঢ় হইবার মুহূর্ভে তাহ বিস্তৃত হইয়া