পাতা:পৃথিবী.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৯ ] রাধিবার উপযুক্ত প্রচণ্ড উত্তাপ সেখানে নাই, কাজেই তাহা সংঘাত কঠিন। কিন্তু তেমনি কেন্দ্র হইতে যত উপরে আসা যায় তত চাপ কমে, সেই হেতু ক্রমশ অপেক্ষা-. কৃত কম উত্তাপেই তৎস্থানীয় পদার্থ দ্রব হয়, কাজেই কেন্দ্র ও পৃথিবীর আবরণের মধ্য স্থলে যে পরিমাণে উত্তাপেৰ প্রভাব ভাইতেই সেই স্থানের পদার্থ দ্রব হইবে। ভূবেভার উপরি উক্ত মডে কোন আপত্তি করেন না ; সম্পূর্ণ তরল না বলিয়৷ কিছু দূর পর্যন্ত ভূগর্ভ তরল বলিলেই তাহাদের আর কিছু বলিবার থাকে না। কিন্তু উপরি উক্ত মতের যুক্তি সকল এত সামান্য যে তাহার মূল্য বড় কম। ইহা ব্যতীত পৃথিবী যে প্রকারে উৎপন্ন বলিয়া বৈজ্ঞানিক জগতে স্থির ইয়াছে তাহার সহিত এমন্তটা সম্পূর্ণ বিরোধী। সংঘাত হইবার কার্য্য যে পৃথিবীব কেন্দ্র স্থান হইতে আরম্ভ হয় না তাহ পূর্বেই প্রদর্শিত হইয়াছে। চতুর্থ মতানুসারে পৃথিবীর উপরি ভাগ কঠিন, কিন্তু ভূগর্ভ কেন্দ্ৰ পৰ্য্যন্ত বাষ্পময়। ইহার পক্ষপোষক যুক্তি গুলি নিতান্ত আনুমানিক, পূর্বের মতের অপেক্ষ এই গুলি আরো অসার। এ মতের প্রবর্তকের বলেন পৃথিবীর ঘনত্ব (Mean density) জলের ৫ গুণ মাত্র। কিন্তু ভূগর্ভে এত বেশী চাপ, যে পৃথিবীর উপরিস্থ কঠিন পদার্থের ভূমি ভূগর্ভ নির্মিত হইলে চাপের আধিক্য বশতঃ ভূগর্ভস্থ পদার্থ এত ভারী হইত যে গড়ে পৃথিবী জল অপেক্ষ ৫ গুণের অধিক 3 &