পাতা:পৃথিবী.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s१S ] সমুদ্রের তলার স্বৈরূপ অধিক চাপ তাহাতে জীব জন্তু কিম্বা কর্দম থাকিতে পারে না, কিন্তু আটলাণ্টিক সাগরের তলা হইতে প্রোণী ও নরম কাদা উঠান হইয়াছে। ইহু ব্যতীত অদ্যান্য প্রত্যক্ষ পরীক্ষা দেখিয়াওরূপ অনুমান যুক্তি সঙ্গত বোধ হয় না। মানুষের আয়ত্তাধীন চাপ প্রয়োগেই সমস্ত বাষ্পীয় পদার্থ যখন জলাকারে পরিণত হইয়াছে তখন এত ভয়ানক চাপে ভূগর্ভে বাষ্প থাকা সম্ভাব্য নহে। এইতে একটি একটি করিয়া চারিটি মত সংক্ষেপে বিবৃত হইল। ইহাদের সকলের সমর্থনকারী যুক্তি সকল দেখিলে মনে হয় ভূগর্ভ যে তরল দ্রবপদার্থপূর্ণ ইহাই সৰ্ব্বাপেক্ষা অধিক সম্ভবপর।

  • ইহা ছাড়া ইতালীয় বৈজ্ঞানিক পালমিয়েরি বলেন,

তিনি ঈটন নামক জালামুখীর গর্ভে জোয়ার ভাট দেখিয়াছেন । কিন্তু এ বিষয়ের সত্যত এখনো নিশ্চিত হয় নাই। এ বিষয়টি সপ্রমাণ হইলে ভূগর্ভের তরলভ সম্পর্কে আর কোন সন্দেহ থাকিবে না । সম্প্রতি পরলোক গত, ইলেণ্ডের রাজকীয় জ্যৈাতিবেৰ্ত্ত। এয়ারি এ বিষয়ে বলেন, যে তাহার মতে ভূগর্ডের অধিकारगडबन ७ खेहः ।

  • “I do think that a large portion of central part of the earth is fluid and hot.”—On the Probable Condition of the Interior of the Earth by Sir George Airy.