পাতা:পৃথিবী.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৭৯ ] কিন্তু ঐরুপ একটি প্রত্নাক্ষ কারণ বৈজ্ঞানিকেরা নিৰ্দ্ধারিভ করিতে পারিয়াছেন । मभूर्लब জলের এক প্রকার গতি আছে যাহাকে আমরা জোয়ার ভাট বলি। এই জোয়ার ভাট পৃথিবীর গতি অপহরণকরি তাহার প্রাণ বিনাশে যত্নশীল। পৃথিবীর স্থলীয় ও জলীয় অংশের উপর চলের আকর্ষণের বৈষম্যই (Differential attraction) gÈ Gfātā šİĞİH GỌIII কারণ। স্বৰ্য্য এত দূরে অবস্থিত যে তাহার জল ও স্থলের উপর প্রায় সমানই আকর্ষণ, তাহার বৈষম্য অতি কম ; সেই জন্য স্বর্ষ্যের সহিত জোয়ার ভাটার গৌণ সম্পর্ক। * চন্দ্র জলরাশিকে আকর্ষণ দ্বারা ফঁপাইয়া তোলে,

  • আকর্ষক ও আকৃষ্ট বস্তুর মধ্যে দূরত্ব বাড়িলে আকর্ষণের প্রভাব হ্রাস হয়, এবং তরল বস্তুর কোন এক অংশ অপর অংশ হইতে সহজেই বিচ্ছিন্ন হয় কিন্তু দৃঢ় বস্ত্রর সে রকম হয় না। এই কারণে কোন তরল বস্তু আকৃষ্ট হইলে, তাহার উপরিভাগেই আকর্ষণের কার্ষ্য আরম্ভ হইয় সে তরল বস্তুকে সহজে স্বীত করে, এবং দৃঢ় বস্তু আকৃষ্ট হইলে তাহার কেন্দ্রে আকর্ষণের কার্য্য আরম্ভ হইয় তাহার সমুদায় অংশকে এক সময়ে সমানচাবে (as a whole) আকর্ষণ করে । কিন্তু জলের উপরিভাগ হইতে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ৪০০০ মাইল লিয়া জল অপেক্ষ স্থল ভাগের উপর চন্দ্রের আকর্ষণের প্রভাব কম হয়, সেই জন্ত স্থল অপেক্ষ জলভাগ অধিক ফীত হইয়া উঠে। স্বর্ঘ্য হইতে পৃথিবীর দূরত্ব এত অধিক