পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ অঃ } খাল - ๆจ আকালের খাল-মৈকুলীর নিকটবৰ্ত্তী হাস্থানিয়ার বিল হইতে আরম্ভ করির নীপুর, বেহাকৈয়, বরাব, দেওয়ানবাগ, মদনপুর চাদপুর, কাশীপুর ও চাপাতলার পাশ্বদেশ দিয়া কুড়ি পাড়ার নিকটে লাক্ষ্যার সহিত মিলিত হইয়াছে। দ্বাদশ ভৌমিকের অন্ততম ভৌমিক ইতিহাস-প্রসিদ্ধ ঈশা খ৷ মসনদ আলী কর্তৃক এই খালটা খনিত হইয়াছিল। চাপাতলা গ্রামে এই খালের উপর প্রস্তর ও ইষ্টক নিৰ্ম্মিত একটা প্রকাণ্ড সেতু বিদ্যমান আছে। খিজিরপুর হইতে এক রাস্ত এই পুলের উপর দিয়া ঢাকা পৰ্য্যন্ত প্রসারিত আছে । যাত্রা বাড়ীর খাল--এই খাল লাক্ষা নদী হইতে হামছাদী গ্রাম পৰ্য্যন্ত বিস্তৃত। হামছাদী গ্রামের বৈদ্যবংশীয় সুবিখ্যাত কৃষ্ণদেব বকসী কর্তৃক এই খাল অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে খনিত হয় । পাইনার খাল—এই খাল ১৮৮০ খৃঃ অব্দে কৰ্ত্তিত হয়। কালীগঞ্জের নিকটে বুড়িগঙ্গা নদী হইতে বাহির হইয়া শুভড্য ও পাইনার মধ্যদিয়া প্রবাহিত হইয়াছে। আড়ালিয়ার খাল-ব্রহ্মপুত্র হইতে বাহির হইয়া লাক্ষ্য নদীতে পড়িয়াছে।. ত্ৰিবেণীর খাল-সোনাকান্দার নিকটে লাক্ষ্য হইতে বহির্গত হইয়া কাইকারটেকের অপর পাড়ে প্রাচীন ব্রহ্মপুত্রের সহিত সংযুক্ত হইয়াছে। জোলা খালী—বুড়িগঙ্গা হইতে উৎপন্ন হইয়া ব্রাহ্মণকীৰ্ত্তার পাশ্বদেশ দিয়া দক্ষিণাভিমুখে অগ্রসর হইয়াছে। করিম খালী—এই খালট বুড়িগঙ্গা হক্টতে বারি হইয়৷ পারজোয়ারের বক্ষোদেশ ভেদ করতঃ ধলেশ্বরীতে পতিত হইয়াছে ।