পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 *श्र: ] ঐতিহাসিক স্থান। Qiyo, অনন্তরবংশীয় কোনও রাজার বাস হইতে রাজবাড়ী আখ্যt প্রাপ্ত হয়। রাজার প্রদত্ত বলিয় রাজবাড়ী নাম হওয়া সম্ভবপর নছে। রাজা কৃষ্ণদেব, অনেক ব্রাহ্মণ, ভদ্র ও আত্মীয় কুটুম্বাদিকে ও ভদ্রাসন ও সম্পত্ত্বি প্রভৃতি প্রদান করিয়া স্থাপিত করিয়াছেন । কিন্তু কোথাও কাহারও বাড়ী রাজবাড়ী বলিয়া খ্যাত হয় নাই । বৰ্ম্মিয় । ভাওয়ালের অন্তর্গত। ঢাকা হইতে ৩৫ মাইল উত্তর দিকে অবস্থিত। এই স্থানে একটা প্রাচীন বাড়ী, ইষ্টকনিৰ্ম্মিত প্রাচীর ও ইন্দ্বারা আছে। এই বাড়ী পরানগুক ঠাকুরের বাড়ী বলিয়া পরিচিত। মূঞ্জাবংশীয় মোগণ জমিদারের অত্যাচারে প্রপীড়িত হইয় পঃানগুক ঠাকুর ময়মনসিংহ চলিয়া ধান এবং তথার বাসস্থান নিৰ্ম্মাণ করিয়া দশমহাবিদ্যা স্থাপন করিয়াছিলেন। এই দশমহাবিদ্যার পূজা অষ্ঠাপি চলিয়া আদিতেছে । মৃঙ্গ জমিদারগণের বংশধরগণ এখনও বৰ্ম্মিয়াতে বাস করিতেছেন । বাজাসন | ঢাকা হইতে প্রায় ২১ মাইণ উত্তরপশ্চিমে অবস্থিত। স্বয়াপুর গ্রামের পূৱে মায়ার গ্রামের পশ্চিম বাজাসন নামক মৌজায় কৈকুছি বিলের তীরে বহুকালের পতিত “ভিটা ভূমি” দেখিতে পাওয়া যায়। এক সময়ে এই ةRمياه، بعة ফুট উচ্চ এবং উছার প্রসারতাও প্রার অঞ্জ মাইল ব্যাপিয়া ছিল। উহা বাজালনের ভিটা বলিয়া পরিচিত । বঙ্গসাহিত্যে স্থপরিচিত প্রথিতযশা প্রযুক্ত দীনেশ চন্দ্র সেন মহাশয় বলেন, ৰাক্তালন পঙ্ক বজালন শকের অপভ্রংশ। বস্থাপন বৌদ্ধযোগী ও তাৰিকগণের সুপরিচিত আসন । নাগাৰ্জুন প্রবর্তিত মাধ্যমিক মহাবান