পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●態 ঢাকার ইতিহাস । | s* १: ত্রয়োদশ রাজ্যাঙ্কের ১৩ই বৈশাখ তারিখে পরমণেীগত পুরোদাস কর্তৃক প্রথম ফলক খান উৎকীর্ণ হইয়াছে । দ্বিতীয় তাম্রশাসন দ্বার দশদ্রোণাধিক ঘটুপাটক পরিমাণ ভূমি কুমার রাজরাজভট্টের আয়ুষ্কামনার্থে বুদ্ধ ধৰ্ম্ম ও সংঘ এই রত্নত্রয়োদেণ্ডে সালিবৰ্দ্ধক বিহারের আচাৰ্য্য সংঘামিত্রকে প্রদান করা হইয়াছে। দেবখড়েগর ত্রয়োদশ রাঙ্গ্যাঙ্কের ২৫শে পৌধ তারিখে লেীগতোপাসক পুরোদাস কর্তৃক উৎ উৎকীর্ণ হইয়াছে। এই তাম্রশাসনোপ্লখিত তালপট্রিক এবং দস্তুগাও স্থানদ্বয় অধুনী রায়পুর থানান্তর্গত তালপাড় এবং দত্তগাও বলিয়া আমরা মনে করি । উক্ত তাম্রশাসনদ্বয় হইতে খড়গ বংশীয় নিম্নলিখিত রাজগনের নাম প্রাপ্ত হওয়া যায়। ১ । খড়েগদ্যম ২। জাত খড়গ (পুত্র ) ৩ । দেব খড়গ (পুত্র ) s I রাজ রাজ ( পুত্র ) চৈতাটি ত্রিস্তর বিশিষ্ট পিরামিডের অনুকরণে নিৰ্ম্মিত এবং ছত্রাচ্ছদিত ছিল। ইহার শীর্ষদেশের চারিপার্থে চারিটা ধ্যানী বুদ্ধমূৰ্ত্তি, তন্নিয়ে অপর বুদ্ধ মূৰ্ত্তি এবং পাদ দেশের প্রত্যেক দিকে তিনটা করিয়া দ্বাদশট মুদ্রাসন-সংবদ্ধ বুদ্ধ মূৰ্ত্তি বিয়াজিত । বেলাব-তাম্রশাসন । বিষ্ণু চক্র সমম্বিত রাজমুদ্রা। ১। ও সিদ্ধি। স্বাস্তুৰ মিছাপত্যং মুনিয়ত্ৰি দি ()ি শেকসাং। তস্ত চল্লাষনং তেজ স্তেনাet ২। সুত চক্ৰমা ॥রেছিণেয়ে বুধস্তন্মাদস্থালৈ পুন্ধঃবাঃ স্বয়ং-বৃত:কীর্তা