পাতা:শেষ প্রশ্ন.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు రిసె শেষ প্রশ্ন বোধহয় ওঁদের চেয়ে বেশি পেরেচি । আগুবাবু ইহার উত্তর দিলেননা, বুহুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিতে লাগিলেন, ভুাবে এই সদানন্দ বুড়োলোকটির মত সুখী কেউ নেই। অনেক টাকা, অনেক বিষয় অাশয়— কিন্তু সে তো মিথ্যে নয়। আগুবাক্ট বলিলেন, না, মিথ্যে নয়। অর্থ এবং সম্পত্তি আমার যথেষ্ট আছে! কিন্তু ও মনুষের কতটুকু কমল ? কমল সহাস্তে কহিল, অনেকখানি আগুবাবু। আশুবাবু ঘাY ফিরাইয়া তাহার মুখের প্রতি পেহিলেন, পরে কটুলেন, যদি কিছুমা মনে করে ত তোমাকে একটা কথা বলি,— বলুন। আমি বুড়োমানুষ, আর তুমি আমার মণির লম-বয়সী । তোমার মুখ থেকে আমার নিজের নামটা আমার নিজের কানেই যেন বাধে কমল । তোমার বাধা না থাকে তো আমাকে বরঞ্চ কাকাবাবু বলে ডেকো । \ কমলের বিস্ময়ের সীমা রহিলনা । আগুবাবু কহিতে লাগিলেন, কথায় আছে নেইমামার চেয়ে কান-মামাও ভালো। আমি কানা নই বটে, কিন্তু খোড়া,—বাতে পঙ্গু। বাজারে আশুবদ্যির কেউ কানাকড়ি-দাম দেবেন। এই বলিয়া তিনি সহাস্য কৌতুকে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি আন্দোলিত করিয়া কহিলেন, না-ই দিলে মা, কিন্তু যার বাবা বেঁচে নেই তার অত খুঁতখুতে হলে চলেনা। তার খোড়া-কাকাই, ভালো । অন্ত• পক্ষ হইতে জবাব না পাইয়া ভিঁদিপুনশ্চ কহিলেন, কেউ যদি খোচাই দেয়, কমল, তাকে বিনয় কোরো বোলো, এই আমার ঢের । বোলো, গরীবের রাঙই সোনা ।