পাতা:শেষ প্রশ্ন.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏSఏ শেষ প্রশ্ন কমল বলিল, তার কারণ আপনি যে সত্যিকার বড়মানুষ কাকাবাবু। আপনি তো এদের মত মিথ্যে নয়। কিন্তু আমারও সময় বয়ে যায়, আমি চোল্লাম। এই বলিয়া সে তাই পায়ের কুছে আসিয়া হেট হইয়া প্রণাম করিল। প্রণাম সে সচরাচর কাহাকেও করে না, এই অভাবনীয় আচরণে আশুবাবু ব্যতি-ব্যস্ত হইয়া উঠিলেন। আশীৰ্ব্বাদ করিয়া "কহিলেন, আবার কবে আসবে মr? , আর হয়ত আমি আস্বনা কাকাবাবু। এই বলিয়া সে ঘরের বাহির হইয়া গেল। আগুবাবু সেইদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিলেন। をー আগ্রার নূতন ম্যাজিষ্ট্রেট সাহেবের স্ত্রীর নাম মালি । র্তাহারই যত্নে এবং তাহারই গৃহে নারী-কল্যাণ-সমিতি প্রতিষ্ঠিত হইল। প্রথম অধিবেশনের উদ্যোগটা একটু ঘটা করিয়াই হইয়াছিল, কিন্তু জিনিসটা সুসম্পন্ন তো হইলই না, বরঞ্চ কেমন যেন বিশৃঙ্খল হইয়া গেল । ব্যাপারটা মুখ্যতঃ, মেয়েদের জন্যই বটে, কিন্তু পুরুষদের যোগ দেওয়ার নিষেধ ছিল না। বস্তুতঃ, এ আয়োজনে তাহার একটু বিশেষ করিয়াই নিমন্ত্রিত হইয়াছিলেন । * ভার ছিল,অবিনাশের উপর , চিন্তাশীল লেখক, বলিয়া অক্ষয়ের নাম ছিল ; লেখার দায়িত্ব তিনিই গ্রহণ করিয়াছিলেন। অতএব, র্তাহারই পরামর্শ মত একা.শিবনাথ ব্যতীত আর কাহাকেও বাদ দেওয়া হয় নাই। অবিনাশের ছোট শালী নীলিমা