পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> う> শেষ প্রশ্ন লক্ষ্মীছাড়ার গৃহে একদিন লক্ষ্মীর আবির্ভাব হবে । আমার ছেলেগুলোও দু’টো ভালোমন্দ জিনিস মুখে দিয়ে বাচবে। নীলিমা অভিমানের সুরে বলিল, বেশ তাই হোক্ ঠাকুরপো, আমিও ভবিষ্যতে-খোটার জ্বালা থেকে নিস্তার পাবো । অবিনাশ উঠিয়া বসিয়া বলিলেন, অর্থাৎ, কেলেঙ্কারীর তা হলে আর অবশিষ্ট থাকৃবেনা। কারণ, শিবনাথকে বাদ দিয়ে শুধু তাকে তোমার বাসায় আহবান করে নিয়ে যাবার কোন কৈফিয়তই দেওয়া যাবেন! । তার চেয়ে বরঞ্চ মেয়েরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে চান, এই ঢের ভালো শোনাবে। কথাটা সত্যই যুক্তিসঙ্গত। তাই ইহাই স্থির হইল যে কলেজের ছুটির পরে হরেন্দ্র গাড়ী করিয়া নীলিমাকে লইয়া গিয়া কমলকে নিমন্ত্রণ করিয়া আসিবে । কৈকালে হরেন্দ্র আসিয়া জানাইল, যে কষ্ট করিয়া আর যাবার প্রয়োজন নাই, কাল রাত্রে খাবার কথা তাকে বলা হইয়াছে, তিনি রাজী হইয়াছেন । নীলিমা উৎসুক হইয়া উঠিল । হরেন্দ্র কহিতে লাগিল, ফেরবার পথে হঠাৎ রাস্তার ওপরে দেখা। সঙ্গে মুটের মাথায় একটা মস্ত বাক্স। জিজ্ঞাসা করলাম, কি ওটা ? কোথায় যাচ্চেন ? বললেন, যাচ্চি একটু কাজে। তখন আপনার পরিচয় দিয়ে বোললাম, বৌদি যে কাল সন্ধ্যার পরে আপনাকে নেমতান্ন করেছেন। নিতান্তই মেয়েদের ব্যাপার, যেতে হবে যে একটুধানি চুপ করে থেকে বল্‌লেম, আচ্ছা । বোল্লাম, কথা আছে, আমাকে সঙ্গে নিয়ে বৌদি নিজে গিয়ে আপনাকে যথারীতি বলে আসবেন, কিন্তু তার.আর প্রয়োজন আছে কি ? একটুখানি হেসে বললেন, না । জিজ্ঞাসা কোবুলাম, কিন্তু