পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^br( শেষ প্রশ্ন কমল কহিল, ভুল হয়ত তখন তত করেননি যেমন এখন করতে যাচ্চেন। ভাব চেন শিবনাথবাবুকে বাচানোটা প্রকারাস্তরে আমাকেই বঁাচানো,—আমাকেই অনুগ্রহ করা । কিন্তু তা’ নয়। এর পরে আপনি যেমন ইচ্ছে ব্যবস্থা করুন আমার আপত্তি নেই। আশুবাবু মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, এমনি রাগই হয় বটে কমল ; এ তোমার অস্বভাবিকও নয়, অন্যায়ও নয়। বেশ, আমি শিবনাথকেই বাচাতে যাচ্চি, তোমাকে অনুগ্রহ করচিনে । এ হলে হবে তো ? কমলের মুখে বিরক্তি প্রকাশ পাইল । কহিল, না, হবেনা। আপনাকে যখন আমি বোঝাতে পারবনা তখন আমার উপায় নেই। ওঁকে হাসপাতালে পাঠাতে না চান, হরেন্দ্রবাবুর আশ্রমে '! দিন । তারা অনেকের সেবা করেন, এরও করবেন। আপনার যা’ খরচ করবার তা’ সেখানেই করবেন। আমি নিজেও বড় ক্লান্ত, এখন উঠি । এই বলিয়া সে যথার্থ-ই উঠিবার উপক্রম করিল। তাহার কথায় ও আচরণে আশুবাবু মনে মনে ক্রুদ্ধ হইলেন, বলিলেন, এ তোমার বাড়াবাড়ি কমল । উভয়ের কল্যাণের জন্যে যা করতে যাচ্চি তাকে তুমি অকারণে বিকৃত করে দেখুচ। একদিক দিয়ে যে আমার লজ্জার অবধি নেই এবং এ কদাচার অস্কুরে বিনাশ না করলে যে আমার গ্লানির সীমা থাকৃবেনা সে অামি জানি, কিন্তু আমার কন্যা সংশ্লিষ্ট বলেই যে আমি কোনমুতে একটা পথ খুজে বেড়াচ্চি তাও সত্য নয়। শিবনাথকে আমি নানামতেই বাচাতে পারি, কিন্তু কেবল সেটুকুই আঁষুি চাইনি। যাতে দুঃখের দিনে তোমার• অন্তরের সেবা দিয়ে তাকে তেমনি কোরেই আবার ফিরে পাও, সেই কামনা করেই আমি এ প্রস্তাব করেচি, নিছক স্বার্থপরতা বশেই করিনি।