পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ఏమ8 অরুণালোকে সমস্ত গৃহ আরক্ত হইয়া উঠিয়াছে। বেলা হইল, কিন্তু দাসী আসিল না । অতএব বাসাটা খোজ করিয়া তাহার অসুখের সংবাদ লওয়া প্রয়োজন, এই মনে করিয়া কমল কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া বাহির হইতেছিল, এমনি সময়ে নীচের সিড়িতে পায়ের শব্দ পাইয়া তাহার বুকের মধ্যে ধড়াসূ করিয়া উঠিল। ডাক আসিল, ঘরে আছেন ? আসতে পারি ? আসুন । যিনি প্রবেশ করিলেন তিনি হরেন্দ্র । চৌকি টানিয়া উপবেশন করিয়া বলিলেন, কোথাও বেরুচ্ছিলেন না কি ? ই । যে বুড়ো স্ত্রীলোকটি আমার কাজ করে তার অসুখের খবর পেয়েমি । তাকেই দেখতে যাচ্ছিলাম। বেশ খবর। ও ইনফ্লুয়েঞ্জা ছাড়া কিছু নয়। আগ্রাতেও এপিডেমিক ফর্মেই বোধ করি সুরু হ’ল । বস্তীগুলোতে মরতেও আরম্ভ করেছে। মথুরা-বৃন্দাবনের মত সুরু হলে হয় পালাতে হবে, না হয় মরতে হবে । এ বুড়ী থাকে কোথায় ? ঠিক জানিনে। শুনেচি কাছাকাছি কোথায় থাকে, খোজ ক’রে নিতে হবে । হরেন্দ্ৰ কহিল, বডড ছোয়াচে, একটু সাবধান হবেন। এ দিকের খবর পেয়েছেন বোধ হয় ? কমল ঘাড় নাড়িয়া-বলিল, না । হরেন্দ্র তাহার মুখের প্রতি চাহিয়া এক মুহূৰ্ত্তে চুপ করিয়া থাকিয়৷ বলিল, ভয় পাবেন না, ভয় পাবার মত কিছু নয়। কাল আসতাম, কিন্তু সময় করে উঠতে পারিনি। আমাদের অক্ষয়বাবু কলেজে আসেন নি, শুনলুম তার শরীর খারাপ, আপ্তবাবু বিছানা নিয়েছেন সে তো