পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ર૭ના কোন দিকে বলুন ত ? আমার দিকে । অজিত হঠাৎ কি একপ্রকার লজ্জায় সঙ্কুচিত হইয়া গেল। আস্তে আস্তে বলিল, কোনদিনই আপনার মুখের পানে আমি খুব বেশি কোরে চেয়ে দেখিনি। • অন্ত সবাই পেরেছে শুধু আমিই কি জানি কেন পেরে উঠিনি । কমল কহিল, অপরের সঙ্গে আপনার প্রভেদ ওইখানে। তারা যে পারতো তার কারণ, তাদের দৃষ্টির মধ্যে আমার প্রতি সন্ত্রম-বোধ ছিলনা। অজিত চুপ করিয়া রহিল। কমল বলিতে লাগিল, আমি স্থির করেছিলাম যেমন করে হোক আপনাকে খুজে বার করবই। আগু বাবুর বাড়ীতে আজই যে দেখা হবে এ অাশা ছিলনা, কিন্তু দৈবাৎ দেখা হয়ে যখন গেল, তখনই জানি ধরে আনবই। খাওয়ানো একটা ছোট্ট উপলক্ষ,—তাই, ওটা শেষ হলেই ছুটি পাবেননা । আজ রাত্রে আপনাকে আমি কোথাও যেতে দেবোনা,—এই বাড়ীতেই বন্ধ করে রাখবো। কিন্তু তাতে আপনার লাভ কি ? ബ কমল কহিল, লাভের কথা পরে বোলুব, কিন্তু আমাকে ‘আপনি’ বলুলে আমি সত্যিই ব্যথা পাই। একদিন তুমি বলে ডাকতেন, সেদিনও বলুতে আমি সাধিনি, নিজে ইচ্ছে করেই ডেকেছিলেন। আজ সেটা বদলে দেবার মত কোন অপরাধও করিনি। অতিমান করে সাড়। যদি না দিই আপনি নিজেও কষ্ট পাবেন। " . অজিত ঘোড় নাড়িয়া বলিল, তা বোধ হয় পাবো । কমল কহিল, বোধহয় নয়, নিশ্চয় পাবেন । আপনি আগ্রায় এসেছিলেন মনোরমার জন্যে । কিন্তু সে যখন অমন কোরে চলে গেলো? তখন সবাই ভাবলে আর একদণ্ডও আপনি এখানে থাকবেননা। কেবল