পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । రిe : পেয়েছে। শিক্ষা দ্বারা নয়, অনুভব-উপলব্ধি দিয়ে নয়, যেন চোখ দিয়ে অর্থ-টাকে সোজা দেখতে পাচ্চে । আশুবাবু খুসি হইয়া বলিলেন, ঠিক এই জিনিসটি আমারও অনেকবার মনে হয়েছে । তাই ওর যেমন কথা, তেমনি কাজ I ও যদি মিথ্যে বুঝেও থাকে, তবু সে-মিথ্যের গৌরব আছে। একটু থামিয়া বলিলেন, দেখ হরেন, এ একপ্রকার ভালই হয়েছে যে পাষণ্ড চলে গেছে । ওকে চিরদিন আচ্ছন্ন কোরে থাকলে দ্যায়ের মর্য্যাদা থাকতে না । শূয়োরের গলায় মুক্তোর মালার মত অপরাধ হোতো । হরেন্দ্র বলিল, আবার আর একদিকে এমুনি মায়ামমতা যে, এক বৌদি ছাড়া কোন মেয়েকে তার সমান দেখিনি। সেবায় যেন লক্ষ্মী। হয়ত, পুরুষদের চেয়ে অনেক দিকে অনেক বড় বলেই নিজেকে তাদের কাছে এমুনি সামান্ত করে রাখে যে, সে এক আশ্চৰ্য্য ব্যাপার। মন গলে গিয়ে যেন পায়ে পড়তে চায়। নীলিমা সহাস্তে কহিলা%াকুরপো, তুমি বোধ হয় পূৰ্ব্বজন্মে কোন রাজরাণীর স্বতিপাঠক ছিলে, এ-জন্মে তার সংস্কার ঘোচেনি । ছেলে-পড়ানো ছেড়ে এ ব্যবসা ধরলে যে ঢের স্বরাহা হোতো। হরেন্দ্রও হাসিল, কহিল, কি কোরব বৌদি, আমি সরল সোজা মানুষ, যা’ ভাবি তাই বলে ফেলি। কিন্তু, জিজ্ঞেস করুণ দিকি অজিতবাবুকে, এক্ষুনি উনি হাতের আস্তিন গুটিয়ে মারতে উদ্যত হবেন। - তা হোক, কিন্তু বেঁচে থাকুলে দেখতে পাবেন একদিন । অজিত ক্রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, আঃ—কি করেন হরেনবাবু। আপনার আশ্রম থেকে দেখচি চলে যেতে হবে একদিন । , 幌 হরেন্দ্র বলিল, হবে একদিন সে আমি জানি। কিন্তু ইতিমধ্যের দিন ক'টা একটু সহ করে থাকুন।