পাতা:শেষ প্রশ্ন.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|రిన ( • শেষ প্রশ্ন স্বাধীনতা তত্ত্ব বিচারে মেলেনা, ন্যায়-ধর্মের দোহাই পেড়ে মেলেনা, সভায় দাড়িয়ে দল বেঁধে পুরুষের সঙ্গে কোদল ক’রে মেলেনা,—এ কেউ কাউকে দিতে পারেনা,—দেনা-পাওনার বস্তুই এ নয়। কমলকে দেখলেই দেখা যায়, এ নিজের পূর্ণতায়, আত্মার আপন বিস্তারে আপনি আসে। বাইরে থেকে ডিমের খোলা ঠুক্রে ভিজুরের জীবকে মুক্তি দিলে সে মুক্তি পায়না,—মরে। আমাদের সঙ্গে তার তফাৎ ঐখানে । "বেলাকে কহিল, এই যে সে দশ বারোদিন কোথায় চলে গেল, সকলের ভয়ের সীমা রইলনা, কিন্তু এ আশঙ্কা কারও স্বপ্নেও উদয় হোলোনা যে এমন কিছু কাজ কমল করতে পারে যাতে,তার মর্য্যাদা হানি হয়। বলুন ত মানুষের মনে এতখানি বিশ্বাসের জোর আমরা হলে পেতাম কোথায় ? এ গৌরব আমাদের দিতো কে ? পুরুষেও না, মেয়েরাও না । আগুবাবু সুবিস্ময়ে তাহার মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, বাস্তবিকই সত্যি নীলিমা । বেলা প্রশ্ন করিল, কিন্তু তার স্বামী থাকৃলে সে কি কোরতো ? 'নীলিমা বলিল, তার সেবা কোরতো, রাধতো বাড়তো, ঘর-দোর পরিষ্কার-পরিচ্ছন্ন কোরতো, ছেলে হলে তাদের মানুষ কোরতো ; বস্তুতঃ, একলা মানুষ, টাকাকড়ি কম, আমার বোধ হয় সময়ের অভাবে তখন আমাদের সঙ্গে হয়ত একবার,দেখা করতেও পারতোনু। বেলা কহিল, তবে ? {} নীলিমা বলিল, তবে কি ? বলিয়াই হাসিয়া ফেলিয়া কহিল, কাজকুৰ্ম্ম কোরবনা, শোক-দুঃখ অভাব-অভিযোগ থাকবেন, হরদম ঘুরে বেড়াবো এই কি মেয়েদের স্বাধীনতার মানদণ্ড নাকি ? प्रिश् .বিধাতার go