পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৭ • শেষ প্রশ্ন সে তাহার সুপরিপুষ্ট শিথিল হাতখানি সস্নেহে নিজের হাতের মধ্যে টানিয়া লইল । () আণ্ডবাবুর মুখ অন্যদিকে ছিল, ঠিক তেমনিই রহিল, একটি কথারও উত্তর দিতে পারিলেননা। wo কমল প্রথমে মনে করল তিনি সম্পূর্ণ মুস্থ হইবার পূর্বেই সে চলিয়া গিয়াছিল এবং এতদিন কোন খোজ লয় নাই,—তাই অতিমান । তাহার মোটা আঙুলগুলির মধ্যে নিজের চাপার কলির মত আঙুলগুলি প্রবিষ্ট করাইয়া দিয়া কানের কাছে মুখ আনিয়া চুপি চুপি কহিল, আমি বলচি আমার দোষ হয়েছে,—আমি ঘাট মানচি। কিন্তু ইহারও উত্তরে যখন তিনি কিছুই বলিলেননা তখন সে সত্যই ভারি পাশ্চৰ্য্য হইল, এবং ভয় পাইল । 鼎 বেলা যাইবার জন্য পা বাড়াইয়াছিল, উঠিয়া দাড়াইয়া বিনয় বচনে কহিল, আপনি আসবেন জানলে মালিনীর নিমন্ত্রণটা আজ কিছুতেই নিতামনা, কিন্তু এখন না গেলে তারা’ভারি হতাশ হবেন। কমল জিজ্ঞাসা করিল, মালিনী কে ? to নীলিমা জবাব দিল, বলিল, এখানকার.ম্যাজিষ্ট্রেট সাহেবের স্ত্রী,— নামটা বোধ হয় তোমার স্মরণ নেই। বেলাকে উদ্দেশ করিয়া কহিল, সত্যিই আপনার যাওয়া উচিত। না গেলে তাদের গানের আসরটা একেবারে মাটি হয়ে যাবে। o না না, মাটি হবেনা—তবে ভরি ক্ষুন্ন হবেন তারা। শুনেচি আরও দু-চার জনকে আহবান করেছেন s আচ্ছা, আজ তাহলে আসি, পীর একদিন আলাপ হবে। নমস্কার। এই বলিয়া সে একটু ব্যগ্রপদেই বাহির হইয়া গেল নীলিম কহিল, ভালই হয়েছে যে আজ ওঁর বাইরে" নিমন্ত্রণ ছিল,