পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•©¢ ዓ *শেষ প্রশ্ন তার দাম ? মানুষই যদি তলিয়ে যায়, কি হবে তার তত্বের ਬਿ। প্রতিষ্ঠায় ? নাই বা হোলো ভারতের মতের জয়, মানুষের জয় তো হবে ? তখন মুক্তি পেয়ে এতগুলি নর-নারী ধন্য হয়ে যাবে। চেয়ে দেখুন তো নবীন তুর্কির দিকে। যতদিন সে তার প্রাচীন রীতি-নীতি, আচার-অনুষ্ঠান, পুরুষ-পরম্পরাগত পুরনো পথটাকেই সত্য জেনে অঁাকড়ে ধরেছিল, ততদিনই তার হয়েছে বারম্বার পরাজয় । আজ বিপ্লবের মধ্যে দিয়ে সে সত্যকে পেয়েছে,—তার সমস্ত আবর্জনা ভেলে গেছে—আজ তাকে উপহাস করে সাধ্য কার? অথচ, সেই প্রাচীন মত ও পথই একদিন দিয়েছিল তারে বিজয় দিয়েছিল ঐশ্বৰ্য্য, বল্যৰণ, দিয়েছিল মনুষ্যত্ব। ভেবেছিল, সেই বুঝি চিরন্তন সত্য। ভেবেছিলো, তাকেই প্রাণপণে,আঁকড়ে ধরে বিগত গৌরব আবার ফিরিয়ে আনতে পারবে । মনেও করেনি তারও বিবৰ্ত্তন আছে । আজ সেই মোহ গেল মরে, কিন্তু ওদের মানুষগুলো উঠলো বেঁচে । এমন দৃষ্টান্ত আরও আছে আরো হবে। সতীশবাবু, আত্মবিশ্বাস এবং আত্ম-অহঙ্কার এক বস্ত নয় । সতীশ বলিল, জানি । কিন্তু পশ্চিমের লোকেরাই যে মানুষের প্রশ্নের শেষ জবাব দিয়েছে এও তো না হতে পারে ? তাদের সভ্যতাও একদিন ধ্বংস হয়ে যাবে এও তো সস্তব ? কমল মাথা নাড়িয়া কহিল, হা সম্ভব । আমার বিশ্বাস হবেও । • তবে ? কমল বলিল, তাতে ধিক্কার দেবার কিছু নেই। সতীশবাবু, মন্দ তো ভালেণর শত্রু নয়, ভালোর শত্রু তার চেয়ে যে আরও ভালো,— বুে। এইখানেই ভারতের ভূয়। এবং সেই আরো-ভালো যেদিন উপস্থিত হয়ে প্রশ্নের জবাব চাইবে সেদিন তারই হাতে রাজ-দও তুলে