পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లివె(t শেষ প্রশ্ন সুকোচ কাটাইয়া ঝাণ্ডবাবু মুখ তুলিয়া চাহিলেন। কথাটা তাহার গলায় একবার বাধিল, তারপরে ধীরে ধীরে বলিলেন, হয়ত, আর কখনো আমুরে দেখা হবেনা, তোমরা উভয়েই আমার স্নেহের বস্তু, যদি তোমাদের বিবাহ হোতে আমি দেখে যেতে পেতাম । ..অজিত সহসা যেন ফুল দেখিতে পাইল ব্যগ্র কণ্ঠে বুয়ো উঠিল— এজিনিস আমি চাইনি আগুবাবু, এ আমার ভাবনার অতীত। বিবাহের কথা বারবার বলেচি, বারবার মাথা নেড়ে কমল অস্বীকার করেছে। নিজের যাবতীয় সম্পদ,—যা কিছু আমার আছে,—সমস্ত লিখে দিয়ে নিজেকে শক্ত কোরে ধরা দিতে গেছি, কমল কিছুতে সম্মত হয়নি। আজ এদের সুমুখে তোমাকে আবার মিনতি করি কমল তুমি রাজী হও । आबादू সৰ্ব্বস্ব তোমাকে দিয়ে ফেলে বাচি। কুঁকির কলঙ্ক.থেকে নিষ্কৃতি পাই। • নীলিমা অবাকৃ হইয়া চাহিয়া রছিল। • অজিত স্বভাবতঃ লাজুক প্রকৃতির, সৰ্ব্ব সমক্ষে তাহার এইgপরিমেয় ব্যকুিলতায় সকলের বিস্ময়ের সীমা রহিলুন। আজ সে আপনাকে নিঃস্ব করিয়া দিতে চায় । • নিজের বলিয়া হাতে রাখিবার আজ তাহার আর এতটুকু প্রয়োজন নাই । - কমল তাহার মুখের প্রতি চাহিয়া, কাহল, কেন, তোমার এত ভয় কিসের ? ভয় আজ না থাকৃ, কিন্তু— কিন্তুবুদিন আগে তো জামুৰ্ক , এলে যে তুমি কিছুই নেবেনা জানি । Q কমল হাসিয়া বলিল, জানো ? তাহলে সেইটেই হবে তোমার সবচেয়ে শক্ত বায়ুন -