পাতা:শেষ প্রশ্ন.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন も。b° পেয়েছি কমল । অনুকরণে মুক্তি আসেন, মুক্তি আসে জ্ঞানে। তাই ভয় হয়, তোমাকে যা মুক্তি এনে দিলে, অজিতকে হয়ত তাই অসম্মানে ডোবাবে। তার থেকে তাকে রক্ষে কোরো মা। আজ ধৈকে সে ভার তোমার | ইঙ্গিতটা কুমল বুঝিল । পুনশ্চ বলিতে লাগিলেন, তোমার কথাই তোমাকে মনে করিয়ে দিই। সেদিন থেকে এ আমি বহুবার ভেবেচি যে ভালোবাসার গুচিতার ইতিহাসই মানুষের সভ্যতার ইতিহাস । তার জীবন । তার ধড় হবার ধারাবাহিক বিবরণ। তবু, শুচিতার সংজ্ঞা নিয়ে যাবার বেলায় আর আমি তর্ক তুলবোনা। আমার ক্ষোভের নিশ্বাসে -তোমাদের বিদায় ক্ষণটিকে মলিন কোরে দেবোনা। কিন্তু বুড়োর এই কথাটি মনে রেখে কমল, আদর্শ, আইডিয়াল, শুধু দু’চার জনের জন্যেই,—তাই তার দাম । তাকে সাধারণ্যে টেনে আনলে সে “হয় পাগলামি, তার শুভ যায় ঘুচে, তীব্ৰ,তার হয় দুঃসহ। বৌদ্ধদের যুগ থেকে আরম্ভ করে বৈষ্ণবদের দিন পর্য্যন্ত এর অনেক দুঃখের নজির পৃথিবীতে ছড়িয়ে আছে। সেই দুঃখের বিপ্লবই কি সংসারে তুমি এনে দেবে মা ? কমল মৃদুকণ্ঠে বলিল, এ যে আমার ধৰ্ম্ম কাকাবাবু। ধৰ্ম্ম ? তোমার ও ধৰ্ম্ম ? ட! কমল কহিল, হঁ। যে দুঃখকে ভয় কুরচেন কাকাবাবু, তারই ভেতর দিয়ে আধার তারও চেয়ে বড় আদর্শ জন্মলাভ করবে, আবার তারও যেদিন কাজ শেষ হবে, সেই মৃত দেহের সার থেকে তার চেয়েও মহত্তর আদর্শের স্বষ্টি হবে। এমনি কোরেই সংসারে শুভ শুভতরের পায়ে আত্ম-বিসর্জন দিয়ে আপন ঋণ পরিশোধ করে। এই তে মানুষের