পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২ ) ছেথ হইতে মম দেশ দূর অতিশয় । । বেষ্টিত পর্ব্বত সিন্ধু নাছি তথা ভয় ॥ প্রচুর-জন্মিছে শস্য অতি সুশোভিত । বন্থ ফল বহু সৈন্য অতি মনোনীত । স্বেচ্ছা করি হেথা মোর আসেছি সকল । কেবল তোমার হয়ে দিতে প্রতিফল ॥ টয়ে আসিয়াছি সবে ওহে রুতঘণ ; কেবল তোমার ভ্রাতার তোমার কারণ { ఫ్శి రి এই কি হইল ফল রণশ্রম পরে। যারে সেবি সেই ক্ষতি অপমান করে । তস্তর্জন গর্জন কর লৈতে মম ধন। মমাহ হয়েছে যাহা করি বহু রণ II তোমাপেক্ষ যত লঘু প্রাপ্তি হে আমার ! তত লঘু আমাপেক্ষ বীরত্ব তোমার । জয় হৈলে উত্তম ধনের হও স্বামী । রণক্লেশ বিপদের ভাগী মাত্র আমি । , নিকৃষ্ট তোষ্ট্য মম তরিতে লয়ে যাই । কেবল কথায় তোষ পুরস্কার নাই ।। ২২০ তব দাস নছি আর দাম্ভিক রাজন।