পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথায় তীত হইয়া তাহীকে বিচার জন্য তানয়ন করাইলেন, কিন্তু তাহার অসদভিপ্রায় কিছুই প্রমাণ হইল না, তথাপি কে২-কেহ বলিলেন তিনি অগ্নিকুণ্ড প্রবেশ করিয়া আপনার দোষ পরিহার করুন । কিন্তু এই প্রকার পরীক্ষা মুসলমানদিগের ধৰ্ম্ম ও যুক্তি বিরুদ্ধ বলিয়। রাজা তাহার করা স্বাসের অtঞ্জা দিলেন । কিন্তু যখম তাহাঁকে কারাগারে লইয়া যায় তখন রাজার উপদেশমত্তেই হউক বা আপন ইচ্ছাতেই হউক কয়েক জন উদাসীন ভাহীকে রাজসমক্ষে সংহার করিল । জল্লালউদীন শপথ পুৰ্ব্বক বুলিয়াছিলেন ভিনি ইহার কিছুই নিতেন না। যাহাঁহউক হুভাকালে একটা ঘূণীয় বায়ু উত্থিত হইয়াছিল, তাহভে সকলের মহা শঙ্ক৷ হইল কোন দৈব বিপাক হইবে । কিছুদিন পরে রাজার -এই পুত্র পুরশ্লেষ্টংগমন করলেন, এবং ঐ বৎসর অনাৰুটি ও দুর্ভিক্ষ হইল, তৎপরে জলালউদ্দীন স্বয়ং হন্ত “কুইলেন । ইহাভে কালধৰ্ম্মে সকলের এমন প্রতীয়মান হইয়াছিল, সিদ্ধিমেলার মৃত্যুতে এই সকল দুর্ঘটনা ঘটিয়াছে । আলাউদ্দীন। দিল্লীনগরে জলালউদ্দীমের মৃত্যু সংবাদ প্রকাশ