পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y A & ভারতবর্ষের ইতিহাস । রাজা খণ্ড খণ্ড হইয়া উহার পুত্র ও পৌত্ৰগণের মধ্যে বিভক্ত হইয়াছিল । বাবরের পিস্তা ওমার সের্থ প্রথ4 মতঃ কাবুল রাজ্য পাইয়াছিলেন, তৎপর্ক্সে তিনি শুৎপরিবর্তে ফরগনা রাজ্য প্রাপ্ত হয়েন । বাবর দ্বাদর্শ, বৎসর বয়সে পিতৃহীন হইয়া, ১৪৯৪ খৃষ্টাদ অবধি নান। প্রকার যুদ্ধে প্রৱন্ত ছিলেন । তদনন্তর তিনি কাবুল রাজ্য অধিকার করেন, এবং আপনাকে তৈমুর লঙ্গের গোষ্ঠী বা প্রতিনিধি এবং তারতবর্ষকে আপনার পৈতৃক রাজ্য জ্ঞান করিয়া তাহী অধিকারের আকাঙ্গণ করিতেন, অতএব দৌলত খী উtহাঁকে আহবান করিক্তে তিনি মহtহলাদে পঞ্জাৰে অসিয়া সংগ্রাম আরম্ভ কৱিলেন, এবং লাহোর ও আর কয়েকট নগর অধিকার করিয়া দিল্লীতে যাত্রা করিলেন । মধ্যে বাখ রাজ্যে বিদ্রোহ উপস্থিত হইয়াছিল, তাহাভে তিনি কাবুলৈ । খাইয়। ঐ উপদ্রব শান্তি করিলেন । তৎপরে ভারতবর্ক্সেআসিয়া পানিপতে দিল্লীপতির সহিত যুদ্ধ করিলেন '. ঐ যুদ্ধে দিল্লীশ্বর এক লক্ষ সেন এবং এক সহস্র র* মাতঙ্ক লইয়। গিয়াছিলেন । বাবরের কেবল দ্বাদশ সহজ পদাতি সেন ছিল । অতএব তিনি স্বয়ং আঙ্ক মণ করিতে না চারি দিকে বক্ষঃপ্রমাণ উ স্কৃত্তিকার প্রাচীয় দিয়া সৈন্যগণকে তন্মধ্যে রাখিলেন, এবং কামানসকল চৰ্ম্মশ্বখল বন্ধন করিয়া সম্মুখে সারী