পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চালুক্য [ २७२ ] চালুক্য প্রদান ও পত্রবিনিময় হইয়াছিল (৯) । ৫৫৬ শকাব পর্য্যন্ত | গিয়াছে, তাহাও কৃত্রিম (১১) । তবে তৎপুত্র বিনয়াদিত্যের তাহার আধিপত্যের প্রমাণ পাওয়া যায়। সময়কার শকচিহিত খোদিতলিপি পাঠে জানা যায় যে তিনি সত্যাশ্রয়ের মৃত্যুর পর কাঞ্চীর পল্লবরাজ চোল, পাণ্ড্য ও কেরলরাজের সহিত মিলিত হইয়া চালুক্যরাজ্য আক্রমণ করেন । এ সময়ে সত্যাশ্রয়ের পুত্র সম্ভবতঃ চন্দ্রাদিত্য অথবা আদিত্যবৰ্ম্ম কোঙ্কণ ব্যতীত আর সমস্ত জনপদই হারাইয়া ছিলেন । অনুজ বিক্রমাদিত্য বীৰ্য্যপ্রভাবে পল্লবরাজন্তবর্গকে পরাস্ত করিয়া কতক পিতৃরাজ্য উদ্ধার করেন । কিন্তু কিছুকাল পরেই পল্লবগণের হস্তে চালুক্যরাজ নিগৃহীত হন, কিছুদিন পরে বিক্রমাদিত্য যথেষ্ট দলবল সংগ্ৰহ করিয়া পল্লবরাজধানী কাঞ্চীপুর আক্রমণ করিয়া প্রতিশোধ লইলেন। দেবশক্তি প্রভৃতি পরাক্রান্ত সেস্ত্রকরাজগণ র্তাহার মহাসামস্ত ছিলেন । যেৰূরের শিলাফলক অনুসারে ২য় পুলিকেশী বা সত্যাশ্রয়ের পুত্রের নাম নড়মরি, বোধ হয় তাহারই অপর নাম চন্দ্রাদিত্য । এই শিলাফলক মতে নড়মরির পুত্রের নাম আদিত্যবৰ্ম্ম। প্রত্নতত্ত্ববিদ ফ্লিট্‌সাহেব নড়মরি ও আদিত্যবৰ্ম্ম এই দুই নামই কল্পিত বলিয়া উড়াইয়া দিতে চাহেন, তাহার মতে পূৰ্ব্বতন শিলালিপিতে ঐ দুই নাম দৃষ্ট হয় না। বিক্রমাদিত্যের খোদিত লিপি পাঠে বোধ হয় যে, তিনিই পুলিকেশী সত্যাশ্রয়ের পর সিংহাসনে আরোহণ করেন, কারণ তাহা হইলে বিক্রমাদিত্যের সময়ে উৎকীর্ণ লিপিতে তৎপূৰ্ব্ববৰ্ত্তী “অন্ত কোন চালুক্যরাজের নাম থাকিত । কিন্তু মহাত্মা ফ্লিটের এই মত আমাদের সমীচীন বলিয়া বোধ হইল না । বিজয় মহাদেবীর তাম্রশাসনে পুলিকেশী সত্যাশ্রয়ের পুত্র বিজয়মহাদেবীর স্বামী চন্দ্রাদিত্য মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত হইয়াছেন (১০)। ঐ তাম্রশাসনে বিক্রমাদিত্যের নামও আছে । ইহাতে এইরূপ বোধ হয় যে, চন্দ্রাদিত্যের অল্পকাল রাজ্যভোগের পর তাহার মৃত্যু হইলে অনুজ আদিত্যবৰ্ম্ম অল্প বয়সেই রাজ্যলাভ করিয়া ছিলেন, তৎকালে মহিষী বিজয়-মহাদেবী তাহার অভিভাবক স্বরূপ রাজকাৰ্য্য পৰ্য্যালোচনা করিতে ছিলেন, কিছুকাল পরে আদিত্যবৰ্ম্মার মৃত্যু হওয়ায় বিক্রমাদিত্য সিংহাসনে অভিষিক্ত হন । তাহার জ্যেষ্ঠ চন্দ্রাদিত্য পল্লবদিগের হস্তে উত্যক্ত ও রাজ্যচ্যুত হইয়াছিলেন বলিয়াই বোধ হয় বিক্রমাদিত্যের শাসনাদিতে র্তাহার নাম দৃষ্ট হয় না। বিক্রমাদিত্যের রাজ্যকালীন শকচিহ্নিত কোন লিপিই এ পর্য্যন্ত আবিষ্কৃত হয় নাই । তুই একখানি যাহাও পাওয়া (>) Journal Royal Asiatic Society, vol. XI, p. 165, (>•) Ind. Ant, vol. VIII, p. 45 (**) Ind. Ant. vol. VII, p. 218. ৬৯১ শকে রাজ্যাভিষিক্ত হইয়াছিলেন (১২) । বেবুরের শিলাফলক মতে—বিক্রমাদিত্যের পুত্রের নাম যুদ্ধমন্ন। ইহার নামান্তর বিনয়াদিত্য । ইহার ৬১১ গতশকাঙ্কিত তাম্রশাসনে লিখিত আছে যে, পল্লবপতি হইতে চালুক্যবংশ নিগৃহীত ও বিলুপ্তপ্রায় হইলে সেই পরবপতিকে বিনয়াদিত্য পিতার আদেশে বন্দী করিয়াছিলেন । এই বিনয়াদিত্যের অপরাপর তাম্রশাসন পাঠে জানা যায়, যে তিনি এক সময়ে প্রবল পরাক্রমে সমস্ত দাক্ষিণাত্যে আধিপত্য বিস্তার করিয়াছিলেন । খেড়া হইতে আবিষ্কৃত ৩৯৪ সম্বদঙ্কিত বিজয়রাজের তাম্রশাসন, নেীসারি হইতে ৪ ২১ ও সুরটের ৪৪৩ সম্বদক্ষিত শিলাদিত্য শ্র্যাশ্রয়ের তাম্রশাসন, বলসার হইতে সংগৃহীত ৬৫৩ শকাঙ্কিত মঙ্গলরাজের তাম্রশাসন এবং নেসারির ৪৯• সম্বদঙ্কিত পুলিকেশি-বল্লভ-জনাশ্রয়ের তাম্রশাসন পাঠে বোধ হয় ষে হৰ্ষবিজেতা পুলিকেশি-সত্যাশ্রয়ের সময় হইতে এই চালুক্যবংশীয় জন কএক রাজা গুজরাট অঞ্চলে রাজত্ব করিতেন । তাছাদের সহিত বিখ্যাত পুলিকেশি-সত্যাশ্রয় প্রভৃতির ও বিশেষ সম্বন্ধ ছিল । নাসিক জেলার নিপন্থ গ্রাম হইতে প্রাপ্ত নাগবন্ধনের

  • তাম্রশাসন ও বিজয়রাজের তাম্রশাসন একত্র করিলে এই

রূপ বংশাবলী দৃষ্ট হয়—(১৩) পুলকেশিবল্লভ [২য়] লগবেঃ (হর্ষবিজত) | | নাগবৰ্দ্ধন ཡཱ་རཱ་ཝཱ་ལཱ་ বিজয়রাজ (৩৯৪ সং) আবার পূৰ্ব্বোক্ত নেীসারি ও বলসারের তাম্রশাসন কয়খানি একত্র করিলে এইরূপ বংশাবলী পাওয়া যায় (১৪) । (**) Indian Ant. vol, WI. 85, VII, 186. (*) Bombay Branch Royal Asiatic Society, vol. II. p. 4 ; and Ind. Ant. vol. VII. p. 252. (>8) Verhandlungen des siebenten Int. Orientalisten Congresses in Wien, Arische Section, p. 21Qf and Jour. Bom, Br. R. As. Soc. vol, XVI. p. 2.