পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চালুক্য উক্ত বিজয়াদিত্যের পুত্র অন্ম ১ম বা স্থাজমহেন্দ্র বিষ্ণুবৰ্দ্ধন (৬) ৮৪১ হইতে ৮৪৮ শঙ্ক পৰ্য্যন্ত ৭ বর্ষ রাজত্ব করেন । ইহার জাতি সামৰগণ ইহার বিরুদ্ধে রাষ্ট্রকূটদিগের সহিত যোগ দান করেন। ইনি উভয় শক্রদল নিপাত করিয়াছিলেন। ইহারই সময়ে রাজমহেন্দ্রপুর (বর্তমান রাজমহেশ্রী) চালুক্যরাজ্যভূক্ত এবং পুনরায় রাজমহেঞ্জ মামে चप्रडिश्ऊि झहेष्ठ थां८क । তৎপরে জন্মের জ্যেষ্ঠপুত্র ( &ম ) বিজয়াদিত্য অপর নাম ৰেন্ত একপক্ষ মাত্র রাজত্ব করেন । ২য় অন্মের তাম্রশাসনে লিখিত আছে যে, বেত বিজয়াদিত্য যুদ্ধমল্লের পুত্র তাড়প কর্তৃক রাজ্যচু্যত ও ৰন্দী হইয়াছিলেন (২) । পিটুপুরের শিলাফলকে ও গোদাবরী হইতে আবিষ্কৃত তাম্রশাসন পাঠে বোধ ছয় যে, তাড়প বেত ৰিজয়াদিত্যকে বন্দী করিয়া সিংহাসন অধিকার করিলে বেতের পুত্ৰগণ বেঙ্গী অঞ্চলে পলায়ন করেন । বোধ হয় তৎকালে রাজমহেন্দ্রীতেই রাজপানী ছিল । বেঙ্গীতে গিয়া ৰেতের পুত্ৰগণ প্রথমে সামান্তভাবে থাকিয়া অবশেষে তথাকার শাসন-কর্তৃত্ব গ্রহণ করেন । কারণ, ১১২৪ শকে ঐ বংশীয় মল্পবিষ্ণুবৰ্দ্ধন “বেঙ্গদেশব মুন্ধরেশ” নামে অভিহিত হইয়াছেন । [ ২৬৮ পৃষ্ঠার প্রাচ্যচালুক্যবংশীবলীতে মল্পবিষ্ণুবৰ্দ্ধনের পূৰ্ব্বপুরুষের বংশাবলী দ্রষ্টব্য। ] যুদ্ধমল্লপুত্র তাড়পের ভাগ্যেও বেশীদিন রাজপদ ভোগ করিতে হয় নাই, তিনি ১ মাস রাজত্ব করিতে না করিতে চালুক্যভীমের পুত্র (২য় ) বিক্রমাদিত্য তাছাকে বিনাশ করিয়া রাজপদ গ্রহণ করেন, তিনিও ১১ মাস ত্রিকলিঙ্গ ও বেঙ্গীমগুল শাসন করেন। তৎপরে ১ম অন্মের আর এক পুত্র ভীম (৩য় ) যুদ্ধে ৰিক্ৰমাদিত্যকে পরাস্ত করিয়া ৮ মাস মাত্র রাজ্যলক্ষ্মী উপভোগ করেন। তাড়পের পুত্র ২য় যুদ্ধমল্ল ভীমকে মারিয়া ৮৫০ শক হইতে ৮৫৭ শক পর্য্যন্ত ৭ বর্ষ রাজ্যসম্ভোগ করেন । তৎপরে ৪র্থ বিক্রমাদিত্যের পুত্র ও ১ম অন্মের বৈমাত্রেয় (২য়) চালুক্যতীম বা (৭ম ) বিষ্ণুবৰ্দ্ধন ৮৫৭ শক হইতে ৮৬৮ श्वक प्रर्षrङ्ख्छु ४२ बर्षकोंठ द्रांखा पयधिकांग्न करड्रन ॥ २ग्न अझ यां ৬ষ্ঠ বিজয়াদিত্যের একখানি অপ্রকাশিত তাম্রশাসনে লিখিত আছে—যে মহারাজাধিরাজ দ্বিতীয় চালুক্যতীম শ্রীরাজমৰ্য্য, মহাবীর ধলগ স্ব ৰলগ, দুৰ্দ্ধৰ্ব তাতবিঙ্কি বা তাতবিক্যন, রণহম্মদ বিজ, ছৰ্দাত্ত অধ্যপঞ্জ, ঢোলরাজ লোবৰিঙ্কি, যুদ্ধস্বল্পী [ ২৬৯ '] (A) Ind. Ant, XIII, p. 248 • প্রতীচ্যগজৰংশীয় ৰেগুরের শিলালিপিবৰ্ণিত স্বযাপদেষ। Epigraphia Indica, vol. I, p. 347f.

  1. ऐनि नष्टषष्ठः २ब्र झालूकसीcभब्र गूर्दषडौं ९इ भूकमन्न ।

VI ૭ના চালুক্য এবং গোবিন্দঃ-প্রেয়িত বিপুল সৈন্তবর্গকে ৰিনাশ করেন । তিনি সৰ্ব্বলোকাশ্ৰয়,গণ্ডমহেশ্র, রাজমাওঁও, কল্পরিঙ্গদাঙ্ক ও বেঙ্গীনাথ প্রভৃতি নামে পরিচয় দিয়া গিয়াছেন। প্রাচ্য চালুক্যরাজগণের মধ্যে ইনি একজন মহা পরাক্রমশালী হইয়া উঠিয়া ছিলেন । ইহার শাসনপত্রে ইনি “মহারাজাধিরাজ পরমেশ্বর পরমভট্টারক” এই উচ্চ উপাধি ও ইহার বরাহলাঞ্ছিত মোছরে ত্রিভুবনাঙ্কুশ নাম খোদিত আছে। कानूकTब्रांप्छद्र জাম্রশাসনে সংলগ্ন মোছয় । ইহার পত্নীর নাম লোকমহাদেবী। তৎপরে ২য় চালুক্যভীমের পুত্র অন্ম ২য় বা ৬ষ্ঠ বিজয়াদিত্য সিংহাসনে অভিষিক্ত হন । ইহার প্রদত্ত অনেক তাম্রশাসন পাওয়া গিয়াছে, তাহাতে ইনি সমস্তভুবনাশ্রয় ও রাজমহেন্দ্র নামে এবং মহারাজাধিরাজ পরমেশ্বর পরমভট্টারক উপাধিতে ভূষিত হইয়াছেন । ইনি ৮৬৮ হইতে ৮৯৪ শক পর্য্যন্ত ২৫ বর্ষ রাজত্ব করেন । তৎপরে তাহার বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা দানার্ণব সিংহাসনে অধিষ্ঠিত হন । তাহার ৩ বর্ষ রাজ্যভোগ হইতে না হইতে চালুক্যরাজ্য অরাজক, বিশৃঙ্খল ও বিপ্লবপূর্ণ হইয়া উঠিল । রাজজ্ঞাতিবর্গ ও প্রতিপক্ষ চোলরাজগণ চালুক্য সিংহাসন গ্রহণ করিবার জন্ত সকলেই উন্মত্ত হইয়া উঠিলেন। কেহ কেহ অনুমান করেন যে, চোলরাজ গঙ্গৈকোগু-কে-রাজরাজ রাজকেশরিবর্শার অব্যবহিত পূৰ্ব্বপুরুষ সমস্ত বেঙ্গীরাজ্য কিছুদিনের জন্য অধিকার করিয়াছিলেন। গোদাবরী জেলাস্থ চোলুরী নামক স্থান হইতে সংগৃহীত তাম্রশাসনে (৩) লিখিত আছে—“প্রায় ২৭ বর্ষ ধরিয়া বেঙ্গীমগুল অরাজক ছিল ।”

  1. aङ्गठचवि९ द्भि६नाtश्व ३६८क ब्राइवूफ़ेबाज ५भ cणाबिम्न वणिका {ं व्र शनिग्नrtश्म ।

(2) Dr. Hultzsch's South Indian Inscriptions, vol.I. р, 94 سمیہ