পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য রোম-সাম্রাজ্য [ ১৯ ] নিরুপায় হইয়া বলিলেন যে, রোমক বঙ্গীদিগকে তিনি ‘সাটাৰ্ণে- (১) রোমবাসী বা রোমনগরস্থ ৩৩টী বিভিন্ন জাতি । mmলিয়া’ বা শনি উৎসৰে যোগদান করিতে অনুমতি প্রদান করি- (২) রোমের উপনিবেশিক অধিবাসিগণ। লেন এবং কহিলেন, “যদি সেনেট সন্ধির প্রস্তাৰে সন্মত না (৩) রোমের অধিকারভুক্ত মিউনিসিপাল ( স্বায়ত্ত-শাসন ) হন, তৰে বন্দিগণ পুনরায় প্রত্যাগমন করিবে।’ সেনেটের সদস্তগণ অবিচলিত ভাবে সন্ধির প্রস্তাব অগ্রাহ করিলেন । উৎসবাৰে রোমকবনিগণ পুনরায় পিরহাসেরশিবিরে গমন করিল। ২৭৯ খৃ: পূ:, পুনরায় যুদ্ধারস্ত হইল। আঙ্গুলাম নামক স্থানের যুদ্ধে রোমক সৈন্ত পুনরায় পরাস্ত হইল। ৬••• রোমক যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করিল। পিয়হাস প্রায় ২•••• সৈন্য হারাইলেন। যুদ্ধে জয়ী হইলেও পিরহাসের ক্ষতি ভিন্ন লাভ হইল না । এই সময় তাহার স্বরাজ্য গলগণ কর্তৃক আক্রান্ত হওয়ায় তিনি বিপদগ্ৰস্ত হইলেন এবং সিসিলীবাসিগণও তাঁহাকে সাহায্যের জন্য এই সময়ে আহবান করিল। পিরহাস রোমক বন্দীদিগকে সসন্মানে প্রত্যৰ্পণ করিয়া সন্ধির প্রার্থনা করিলেন, কিন্তু সেনেট বা মন্ত্রিসভা তাহাতে স্বীকৃত হইলেন না। পিরহস্ সিসিলিতে গমন করিয়া আক্রমণকারী কার্থেজয়দিগকে পরাজিত করিলেন । কিন্তু সিসিলিয়গণ র্তাহার অত্যাচারে ব্যতিব্যস্ত হইল। অনন্তর তিনি ২৭৬ খৃঃ পূঃ পুনরায় ইতালীতে প্রত্যাগমন করিলেন এবং অবিলম্বে রোমকাধিকৃত লেক্রিনগর অধিকার করিয়া অর্থাভাবে পাসিফোন দেবীর মন্দিরন্থ বিপুল ধনরত্ব গ্রহণ করিলেন। তাহাতে তাহার অর্থপূর্ণ একথানি জাহাজ জলমগ্ন হইয়া গেল। পিয়হাস পার্সিফোনের নিগ্ৰহ মনে করিয়া ভগ্নোৎসাহ হইলেন। পরবৎসর কন্সল এম কিউরিয়াস পিরহাসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন। বেলিভেণ্টাম নামক প্রসিদ্ধ স্থানে উভয় সৈন্য সন্মুখীন হইল। পিরহাস নৈশ আক্রমণে জয়লাভের চেষ্টা করিলেন, কিন্তু তাহ বিফল হইল। ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হইল। দুইট হস্তী হত ও চারিট রোমকদিগের হস্তগত হইল । পিরহাসের সৈন্য রণে ভঙ্গ দিয়া পলায়ন করিল। পিরহাস কতিপয় অনুচরসহ গ্রীসে গমন করিলেন । আর্গস নগরাধিকারকালে একটী রমণীর ইষ্টকাঘাতে তাহার মৃত্যু হয় । অল্পকাল মধ্যে টরেন্টাম প্রভৃতি সমস্ত গ্ৰীকনগর রোমের অধিকারভুক্ত হইল। রোম সমস্ত ইতালীর উপরে প্রাধান্ত বিস্তার করিল। তদানীন্তন পাশ্চাত্যপ্রদেশে রোম পরাক্রমশালী বলিয়া খ্যাত হইল। সকলের দৃষ্টি রোমে আকৃষ্ট হইল। মিসরের রাজা টলেমি ফিলাডেলফাস দূত প্রেরণ করিয়া রোমের সহিত সপ্য স্থাপন করিলেন। রাজ্যবিস্তৃতির সঙ্গে সঙ্গে রোমের শাসনপ্রণালীর অনেক পরিবর্তন হইল। রোমের অধিকারস্থ অধিবাসিश्रृं५ ७ cधनैौष्ठ दिछद्ध झहेन् । চালিত নগরসমূহ। 朝 মিউনিসিপাল নগররাসিগণের সদস্ত মনোনয়নে সম্পূর্ণ অধিকার ছিল এবং তাহার রোমবাসীর সহিত বাণিজ্য ও অন্তর্বিবাহের অধিকারী ছিলেন। এতদ্ভিন্ন মিত্র ও সহযোগী ক্ষুদ্র রাজ্যগুলিও রোমকশাসনের সুবিধা প্রাপ্ত হইয়াছিল। চতুর্দিকে স্বাধীন রাজগণের সহিতও রোমকগণ সখ্যহত্রে আবদ্ধ হইয়া রাজ্যশাসন দৃঢ়তর ভিত্তির উপর সংস্থাপন করিল। সামাজিক বিধিব্যবস্থাও অনেকাংশে সংস্থতপ্রণালী ক্রমে প্রতিষ্ঠিত হইল। শিল্পী এবং লাবসারিগণ নিৰ্ব্বাচন বিষয়ে মতামত প্রকাশ করিবার অধিকার পাইল। ক্রীতদাসগণকে কোন কোন বিষয়ে সুবিধা দেওয়া হইল। এই সময়ে আইনসংক্রান্ত এবং সরকার কাৰ্য্যের আমূল পরিবর্তন হষ্টতে লাগিল। তৎপূৰ্ব্বে পুরোহিত শ্রেণীই কেবল আইন প্রণয়ন এবং ধৰ্ম্মশাস্ত্রের অনুশাসন করিতেন। কিন্তু ফ্লেভিয়াস এই সময়ে সরকারী ও সামাজিক কাৰ্য্যের অমুশাসন সংক্রান্ত এক বিধিব্যবস্থা সম্বলিত পুস্তক প্রকাশ করিলেন। ইহাতে কোন কোন দিনে ধৰ্ম্মাধিকরণাদি সরকারী কাৰ্য্য হইবে ও বন্ধ থাকিবে, তাহ সুন্দরস্কপে নির্দিষ্ট থাকিল। পুরোহিতগণের পবিত্র অধিকার মন্দীভূত হইয়া আসিল । রাজ্যবিস্তারের সঙ্গে সঙ্গে চতুর্দিকে উপনিবেশ স্থাপিত হইতে লাগিল। ১২টা নুতন জাতি রোমের শাসনাধীন হইল । লিভি বলেন, ২৭৫ খৃঃ পুঃ মনুষ্য-গণনায় রোমনগরে ৯• • • • পুরুষ ছিল। স্ত্রীলোকের সংখ্যা নির্দিষ্ট নাই। রোমের সমৃদ্ধি শুনিয়া নানাদেশের বিদ্বদ্ববৃন্দ রোমে আমিতে লাগিলেন। ক্রমে ক্রমে লক্ষ্মী বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরস্বতীরও কৃপা হইতে লাগিল । গ্রীক পণ্ডিতগণ রোমে বাস করিতে, লাগিলেন। মিসরীয় বিদ্ধ বুন্দও রোমের উদীয়মান সৌভাগ্যদর্শনে যাত্রা করিলেন। প্রাচীনকালে দেশভ্রমণ বিদ্যাশিক্ষার অঙ্গরূপে নির্দিষ্ট ছিল। এই সময়ে কার্থেঙ্গ রাজ্য প্রথম শ্রেণীর রাজা বলিয়া খ্যাত ছিল। টায়রবাসী ফিনিকীয়গণ ৮২৫ খৃঃ পুঃ আফ্রিকার উত্তরে ভূমধ্যস্থ সাগরোপকূলে এই বাণিজ্যসমৃদ্ধ ঐশ্বৰ্য্যশালী রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন । অধিবাসিগণ সেমিটক জাতীয় ছিলেন। কার্থেজের সমৃদ্ধি সামুদ্রবাণিজ্য হইতে হষ্টয়াছিল। কার্থেজীয়গণ ক্রমে রাজ্যব্যবসায় আরম্ভ করিয়াছিল। র্তাহার স্পেনের কিয়দংশ, কলিকা, সার্ডিনিয়া এবং ইতালী ও গ্রীসের কিয়দংশ অধিকার করিয়াছিল। এতদ্ভিন্ন লাইবিয়া ও আফ্রিকার মান স্থানে তাহদের শাসনদও পরিচালিত হইত।