পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য পূর্বক জাহাজের কার্যারম্ভ হইল। পূৰ্ব্বে একখানি বড় ফিনিক জাগজ চড়ায় লাগির ইতালীর উপকূলে পড়িয়াছিল। সেই আদর্শ সন্মুখে স্থাপন করিয়া শিল্পিগণ জাহাজনিৰ্ম্মাণ আরম্ভ করিল। বৃক্ষচ্ছেদনের দিন হইতে ৬• দিনের মধ্যে ১৩• খানি জাহাজনির্মিত হইয়া সমুদ্রতরঙ্গে ভাসিল । অবিলম্বে মাঝি, কর্ণধার এবং নাবিক শিক্ষিত হইল। জলপথে রোমের প্রথম রণতরী চলিল । ২৬ খৃঃ পূঃ কন্সল কালিয়াল ১৭ খানি মুসজ্জিত রণতরী লষ্টয়া যুদ্ধযাত্রা করিলেন। কিন্তু তিনি কার্থেজীয়দিগের নিকট লিপার নামক স্থানে সম্পূর্ণরূপে পরাজিত হইয়া বন্দী হইলেন। অন্ত কন্সল ডুইলিয়াস্ অবশিষ্ট রণতরী সজ্জিত করিয়া পুনরায় যুদ্ধযাত্রা করিলেন। তিনি অসামান্ত কৌশলে এক নূতন প্রথা । আবিষ্কার করেন । প্রত্যেক জাহাজে ২৪ হাত লম্বা এক একটা সেতু মাস্কলের সহিত রঙ্গবন্ধ থাকিল। শত্রর জাহাজ সমীপবৰ্ত্তী হইবামাত্র তিনি ঐ সকল সেতুর গ্রন্থি শিথিল করিয়া দিলেন, সেতু সকল লম্বিত হইয়া কার্থেজীয় জাহাজের উপরে সংলগ্ন হইল এবং অবিলম্বে শত শত সুসজ্জিত রোমক-সৈন্ত উক্ত সেতুপথে শক্রর জাহাজে প্রবেশপুৰ্ব্বক কার্থেজীয়দিগকে পরাজিত করিয়া তাহদের সর্বস্ব লুণ্ঠন করিল। মাইলি নামক স্থানের এই প্রসিদ্ধ জলযুদ্ধে ৩১ খানি কার্থেজীয় রণতরী অধিকৃত হইল এবং ১৪ খানি বিধ্বস্ত হইল। অবশিষ্ট্রগুলি পলাইয়া রক্ষা পাইল। ডুইলিয়াস্ মহাড়ম্বরে রোমে প্রবেশ করিলেন। শত শত প্ৰজলিত আলোকস্তম্ভে, বিচিত্র পুষ্পপতাকা শোভিতপথে এবং বীণাদিযন্ত্রে রোম মুখরিত হইল। যুদ্ধে অধিকৃত শত্রুর জাহাজের গলুই দ্বারা গঠিত একটা স্তম্ভ তাহার সন্মানার্থ ফোরামে প্রতিষ্ঠিত হইল। উহার নাম রাষ্ট্রাট স্তম্ভ। রোমের কাপিটোলাইন মিউজিয়মে উহা অস্থাপি রক্ষিত আছে । ইহার কএক বৎসর পরে ২৫৬ খৃঃ পূঃ রোমক কন্সলদ্বয় রেগুলাস এবং মানেলিয়াস্ ৩৩০ খানি রণতরী সজ্জিত করির কার্থেজীর সৈন্তের বিরুদ্ধে যাত্রা করিলেন । ইহার পূৰ্ব্বে প্রাচীনকালে কোন যুদ্ধে সমুদ্রে এত রণতরীর সমাবেশ হয় নাই। পুৰ্ব্বোক্ত সেতুপথের কৌশলে রোমক-সৈন্ত কার্থেজীয় জাহাজ সকলের ধ্বংসসাধন করিল । রোমকদিগের কেবল ২৪ খানি জাহাজ বিনষ্ট হইয়াছিল। কিন্তু তাহার ৬s খানি কার্থেজীয় জাহাজ দ্রব্যসামগ্ৰীসমেত অধিকার করিয়াছিল। যুদ্ধে জয়লাভ করিয়া রোমকগণ কার্থেজীয় নগরাদি লুণ্ঠনপূৰ্ব্বক ধ্বংস করিতে লাগিলেন। এই লুণ্ঠনে তাহারা প্রচুর ধনরত্ন প্রাপ্ত হইলেন। কিছুদিন পরে শীতকালে মানেলিয়াস অৰ্দ্ধেক সৈন্ত লইয়া রোমে প্রত্যাগমন করিলেন। রেগুলাস যুদ্ধক্ষেত্রে থাকিলেন। XVII Աց [ २s ] বন্দী হইয়াছিলেন। রৌম-সাম্রাজ্য রেগুলা প্রতিদিন কার্থেীর মগরাদি, অধিকার পূর্বক প্রবলবেগে কার্থেজের দিকে অগ্রসর হইলেন। কার্থেজীয়গণও হস্তী, অশ্ব এবং পদাতিক লৈষ্ঠে মুসজ্জিত হইয়া যুদ্ধযাত্রা করিল। এই মহাযুদ্ধে রেগুলাস্ জয়লাভ করিলেন। কার্থেজীরগণের ১৫••• সৈন্ত রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করিল এবং ৫••• সৈন্ত ७ sध्रौं श्रौँ शमी झहेण । ८त्व 8शान् गमञ्च ८नन नृ%नপূর্বক কার্থেজের সন্নিহিত হইলেন এবং কার্থেঙ্গ অবরোধের কৌশল উদ্ভাবন করিতে লাগিলেন । তিনি অবিলৰে টিউনিস্ নগর অধিকার করিয়া লুণ্ঠন করিলেন। নিউ মিডিয়গণ এই সুযোগে কার্থেজের অধীনতা অস্বীকার করিয়া স্বাধীনতালাভের চেষ্টা করিতে লাগিল। কার্থেজীয়গণ হতাশ্বাস হইয়া রেগুলাসের নিকট সন্ধির প্রার্থনা জানাইল, কিন্তু জয়মদমত্ত রেগুলাস তাহাতে কৰ্ণপাত করিলেন না । কিন্তু এই সময়ে কার্থেজীয়দিগের ভাগ্য সুপ্রসন্ন হইয়া উঠিল। স্পার্টারাজ জণ্টিপা ৪••• অশ্বারোহী, ১• • হস্তী এবং বহু সহস্র পদাতিক সৈন্ত লইয়া কার্থেজের সাহায্যাৰ্থ আগমন করিলেন। তয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হইল। ৩০০০ রোমক-সৈন্ত রণক্ষেত্রে প্রাণত্যাগ করিল। রেগুলাস্ ৫০০ সৈ’ন্তর সহিত বন্দী হইলেন। অবশিষ্ট ২• • • সৈন্য শিবিরে পলায়ন করিল (২৫৫ খৃঃ পূঃ) । রোমকদিগের দুর্ভাগ্য এখানে শেষ হইল না। অবশিষ্ট রোমক-সৈন্ত সকল জাহাজারোহণে স্বদেশ ফিরিতেছেন, এমন সম্র ভীষণ ঝটিকায় ছিন্ন বিচ্ছিন্ন হইয়া রোমের সমস্ত রণতরী এবং বিরাট সৈন্তদল সমুলে ধ্বংস প্রাপ্ত হইল । ৩৬৪ খানি রণতরীর মধ্যে ৮০ খানি মাত্র কএকদল সৈন্যসহ রোমে পৌছিল । রোমকগণ নিরুৎসাহ না হইয়া পুনৰ্ব্বার রণতরী নিৰ্ম্মাণের উদ্যোগ করিল। তিনমাসে ২২০ খানি তরী নিৰ্ম্মিত হইল। তাহারা পুনরায় জলপথে যুদ্ধযাত্রা করিল। ২৫৩ খৃঃ পুঃ রোমক কন্সলগণ কার্থেজের উপকূল লুণ্ঠন করিতে লাগিলেন। যুদ্ধে জয়ী হইয়া ফিরিতেছেন, এমন সমরে পালিনারাস অন্তরীপের নিকট এক ভীষণ ঝটিকায় রণতরী সকল ধ্বংসপ্রাপ্ত হইল । রোমক লৈষ্ঠ পুনরায় সিসিলিতে যুদ্ধারম্ভ করিলেন। ২০০খৃ: পুঃ রোমক প্রোকাসল মেটেলাস পানামাস নামক স্থানে এক ভীষণ যুদ্ধে জয়লাভ করিলেন। ২• • • • কার্থেজীর সৈন্ত রণস্থলে বিনষ্ট হইল। ১০৪ট হস্তী রোমকদিগের হস্তগত হইল। এই যুদ্ধে জয়লাভ করিয়া রোমকগণ উৎসাহিত হইয়। পুনরায় ২•• রণতরী নিৰ্ম্মাণ করিল। কার্থেজীয়গণ রোমের সহিত সদ্ধি করিতে প্রস্তুত হইল। রেগুলাস পূৰ্ব্বে কার্থেজে রোমক ইতিহাসে তাহার বীরত্ব, সত্যনিষ্ঠত এবং স্বদেশবাৎসল্য স্বর্ণীক্ষরে লিখিত আছে। কার্থে