পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য [ २8 স্পষ্ট উত্তর দিলেন না। দ্বিতীয়বারে রোমক-দূত কিউ-ফেবিয়াস তাহার শিরাণ খুলিয়া হানিবলকে বলিলেন, “তোমরা শান্তি । বা যুদ্ধ, ইছার ভিতর কি ইচ্ছা কর”। হানিবল কছিলেন, “তুমি যাৰ ইচ্ছ। তাই দাও"। তাহাতে কেৰিয়াস বললেন, “তাৰ । যুদ্ধ লও”। তখন কার্থেজীয়গণ সোৎসাহে বলিয়া উঠিল, “আমরা { আনদের সহিত ইহাই গ্রহণ করিলাম।” এইরূপে তীিয় | পিউনিক যুদ্ধের স্বত্রপাত হইল। হানিবল সেগাস্টাম অধিকার করিয়া শীতকালের । জন্তু নিউকার্থেজে প্রত্যাগমন করিলেন এবং ২১৮ খৃ: পূ: i প্রারস্তুে বিরাট সৈন্যদল লইয়া পরাক্রান্ত | दिउँौग्न उिनिक पूक রোমরাজ্যের ধ্বংস সাধনের নিমিত্ত २०४-२०४ ५: ': স্থলপথে যাত্রা করিলেন। যুদ্ধযাত্রার | পূৰ্ব্বে তিনি স্পেন এবং কার্থেজ রক্ষণের সুন্দর ব্যবস্থা করিয়াছিলেন। স্বীয় সহোদর হাসদ্রবলকে স্পেন-রক্ষার ভার | দিয়া একদল সৈন্ত কার্থেজ রক্ষার্থ আফ্রিকায় প্রেরণ করিলেন। এই সমস্ত ব্যবস্থা করিয়া তিনি ২১৮ খৃঃ পূঃ বসন্তকালে ৯•••• । পদাতিক, ১২• • • অশ্বারোহী ও কতকগুলি হস্তী লষ্টয়া | ইতালী যাত্র করিলেন এবং ৫ মাসের মধ্যে পিরিনী পৰ্ব্বত । অতিক্রম করিয়া রোণ-নদীতীরে উপস্থিত হইলেন। পিরিনীজ পৰ্ব্বতে অসভ্য জাতি সকলের সহিত যুদ্ধে তাহার অনেক সৈন্ত । হ্রাস হইয়াছিল। রোমকগণ হানিবলের যুদ্ধযাত্রা শুনিয়া অবিলম্বে একদল সৈন্যসহ কন্সল পি-কালিয়াস সিপিওকে হানিবলের পথ অবরোধ করিতে পাঠালেন। কিন্তু সিপিও ! মেসালিয়া পৌছবার পূর্কেষ্ট হানিবল রোণ নদী উত্তীর্ণ হষ্টয় | আল্পস্ পৰ্ব্বতের সন্নিহিত হইলেন। সিপিও হানিবলকে সেই স্থানে রোধ করা অসম্ভব বুঝিয়া রোমে প্রত্যাগমন করিলেন । এবং তাছার সহোদর নেসিয়াস সিপিওকে স্পেন অধিকার করতে পাঠাইলেন। এই কৌশলেই পরবর্তী কালে রোম হানিবলের হস্ত হইতে রক্ষা পাইয়াছিল। কারণ হানিবল স্পেন । হইতে সাহায্য পাইলে রোমনগর সমূলে ধ্বংস করিতে পারিতেন । হানিবল বিরাট সৈন্যদলসহ নিৰ্ভীকত্বদয়ে দুরারোহ শৈলমাল । এবং নিবিড় বনাচ্ছাদিত আল্পস্ পৰ্ব্বতের মধ্য দিয়া দ্রুতবেগে | ইতালীর অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন এবং অনতি i বিলৰে সিসামাইন গলে আসিয়া পৰ্ব্বত হইতে উপতাকা । অবতরণ করিলেন। তাছার অতর্কিত ক্ষিপ্ৰ আগমনে রোমকগণ বিস্মিত এবং উীক্ত হইলেন। আল্পস্ পৰ্ব্বতের দুর্গম পথে । গমনকালে হানবলের বহসৈন্য ক্ষয় প্রাপ্ত হইল। যখন তিনি । উপত্যকায় আসিয়া সৈন্য সমাবেশ করিলেন, তখন তাহার | বিরাট সৈন্যদলের কেবল ২• • • • পদাতিক এবং ৬• • • অশ্বা l রোম-সাম্রাজ্য cब्रांशै जबभिटे झिण । किडूर्तिन तिथाभ कब्रिग्ना ङिनि हेगना দিগের পথশ্রান্তি অপনোদন করিলেন। এদিকে রোমক-সৈন্ত অগ্রসর হইয় তাহার সন্মুখীন হইল। টিশিনাশ, এবং ট্রেবির নামক স্থানে দুইটা ভীষণ যুদ্ধ ঘটিল। হানিবলের নিউমিডিয়া অশ্বারোহীর ভীমবিক্রমে রোমক সৈন্ত ছিন্ন বিচ্ছিন্ন হইয় পরাজিত হইল ; সিপিও গুরুতররূপে আহত হইলেন। সিপিও পিস্থাইয়া প্লাসণ্টিয়ার প্রাচীর মধ্যে আশ্রয় লইলেন। হানিবল পোনদী উত্তীর্ণ হইয়া যুদ্ধার্থ উপস্থিত হইলেন, কিন্তু রোমক-সৈন্য যুদ্ধে পরায়ুথ হইল । সেই সময়ে সেম্প্রোনিয়াস্ নামক অন্যতর কন্সল সসৈন্যে সিপিওর সাহায্যাৰ্থ আগমন করিলেন । রোমক-সৈন্য সমরসজ্জায় সজ্জিত হইয়া হানিবলকে আহবান করিল। উভয় পক্ষে তুমুল সংগ্রাম চলিতে লাগিল। হানিবলের রণনৈপুণ্যে বিশাল রোমক-সৈন্য সম্পূর্ণরূপে পরাজিত হইল। কিন্তু শীতকাল আগত হওয়ায়, হানিবল রোমের দিকে অগ্রসর হইতে পারিলেন না। দারুণ শীতের প্রকোপে তাছার বহুসৈন্য বিনষ্ট হইল। একটা ব্যতীত সমস্ত হস্তী মৃত্যুমুখে পতিত হইল । হানিবলের চক্ষুর পীড়া হইয়া একট চক্ষু নষ্ট হইল। তখন তিনি শীত কাটাইবার জন্য ফিসালি নগরে গমন করিলেন । সার্ভিয়াস্ এবং ফ্লেমিনিয়াস এই বৎসর রোমের কন্সল নিযুক্ত হইলেন। ফ্লেমিনিয়াস পুনরায় সৈন্য লইয়া হানিবলের বিরুদ্ধে যাত্রা করিলেন। কিন্তু হানিবলের কৌশলে তিনি সসৈন্যে একটা গিরিসঙ্কটে বদ্ধ হইলেন, একটী ক্ষুদ্র পথের সন্ধান পাইয়া তিনি ট্রাসিমিন হ্রদের তীরে সৈন্য সমাবেশ করিলেন। কিন্তু পশ্চাৎ হইতে শত্রর অস্ত্রাঘাতে সহস্ৰ সহস্র রোমক-সৈন্য প্রাণত্যাগ করিল। কন্সলও প্রাণ হারাইলেন। বহুসহস্র সৈন্য হ্রদের জলে নিমগ্ন হইল। এই যুদ্ধে হানিবল ১৫০০০ রোমকসৈন্য বন্দী করিলেন, কিন্তু তাহার পক্ষে কেবল ১৫০০ সৈন্য বিনষ্ট হইল। হানিবল কেবল রোমের অধিবাসীদিগকে কারারুদ্ধ করিয়া অন্যান্য ইতালীয় সৈন্যদিগকে সসন্মানে মুক্তিদান করিলেন। তাহার উদ্দেশু ছিল যে, তিনি অন্যান্য জাতিদিগের সহানুভূতি লাভ করিয়া রোমের উচ্ছেদসাধন করবেন, তৰ্জ্জন্যই তিনি এই নীতি অবলম্বন করিলেন । প্রকৃত প্রস্তাবে বহু জাতীয় লোক হানিবলের প্রতিভা এবং বীরত্ব দেখিয়া তাহার পক্ষপাতী হইল। কিন্তু অনেক বৈদেশিক আক্রমণকারীর প্রতি বিশেষ আশাস্থাপন করিল না। এই যুদ্ধে জয়লাভ করিয়া হানিবল অবিলম্বে রোম আক্রমণ করিতে পারিতেন, কিন্তু তাহার অন্য উদেশ্ব ছিল। তিনি পূৰ্ব্বাভিমুখে অগ্রসর হইয়া তরবারি এবং অগ্নিদ্বারা বহনগর ধ্বংসসাৎ করিতে লাগিলেন।