পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষয়িত্ব এবং প্রতীচ্য বাণিজ্যের মিলয় কার্থেজ এই দুই বাণিজ্যপ্রধান নগর রোমকগগকর্তৃক বিমষ্ট হইল। এই সময় হইতেই রোম বিজিতদেশ সঙ্কলে সাম্রাজ্যের স্বত্রপাত করিতে লাগিলেন । " এই সময়ে স্পেনক্ষেণের শাসনকর্তা সেম্প্রোনিয়াস গ্রাঙ্কাসের সদ্ব্যবহার ও মুশাসনে তথায় শান্তিময় শাসন প্রবর্তিত হইয়াছিল। কিন্তু ১৫৩ খৃঃ পূঃ সেগেড মগরের অধিবাসিগণ নগর প্রাচীর নিৰ্ম্মাণ আরম্ভ করিলে রোমকগণ তাহাতে స్సి বাধা প্রদান করিলেন। তজক স্পেনে বছৰৰৰ্যাপী যুদ্ধের সূত্রপাত ইহল। কেন্টেবেরিয়গণ লেগেড়ার পক্ষাবলম্বন করিল। কালৰিয়াস নোবিলিওর যুদ্ধে তাহাদিগের কিছু করিতে পারিলেন মা। পরে ক্লডিয়াস মার্সেলাস তাহাদিগকে পরাজিত করিয়া সন্ধিস্থাপন করিলেন। তৎপরে সালপিসিয়াস গলা লিউসিটানিয়া আক্রমণ করিলেন, কিন্তু তিনি স্পেনিয়ার্ডগণকর্তৃক বিশেষরূপে পরাজিত হইলেন। পরে লিউসিনিয়াস্ লুকালাস তাহার সহযোগী হইয়া পুনরায় লিউসিটানিয়া আক্রমণ করিলেন । কিন্তু তাহারা সন্ধির জন্য গলার নিকটে দূত প্রেরণ করিলেন। তখন গলবা লিউসিটানিয়দিগকে অভয়ানপূর্বক সপরিবারে তাহার শিবিরে আলিতে আদেশ দিলেন। তাহারা তাহার কথায় বিশ্বস্ত হইয়া সপরিবারে আগমন করেন । তাহারা শিবিরে পৌছবামাত্র গলা বিশ্বাসঘাতকতাপূৰ্ব্বক অমানুষিক অত্যাচারে তাহাদিগকে সপরিবারে তরবারিমুখে প্রেরণ করিলেন। বহুসংখ্যক নির্দয়ৰূপে হত হইল। কেবল ভিরিয়েথাস ও অন্যান্য কএকজন পলাইয়া প্রাণরক্ষা করিল। ভিরিয়েথাস্ রোমকদিগের এই নৃশংসব্যবহার ও বিশ্বাসঘাতকতার প্রতিশোধ লইতে বন্ধপরিকর হইলেন । তিনি প্রথমে মেষপালক ছিলেন, পরে ডাকাতি করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতেন। কিন্তু রোমকদিগের এই অত্যাচারে তিনি স্বদেশবাৎসল্যে প্রণোদিত হইয়া উঠিলেন। লক্ষ লক্ষ ব্যক্তি র্তাহার অধীনে যুদ্ধ করিতে প্রস্তুত হইল । ভিরিয়েথাস রোমকদিগের সহিত প্রকাগু যুদ্ধ পরিত্যাগ করিয়া গুপ্ত যুদ্ধ আরম্ভ করিলেন, র্তাহার বিক্রমে রোমকসৈন্ত বহুযুদ্ধে পরাজিত হইল। পরে ১৪৫ খৃঃ পূঃ রোম হইতে ফেবিয়াস মাস্কিমাস তাঁহাদের সহিত যুদ্ধার্থে প্রেরিত হইলেন । তিনি ভিরিয়েথাসকে বিশেষরূপে পরাজিত করিলেন। এই যুদ্ধ নিউমাস্টিয়ান যুদ্ধ সামে খ্যাত। যাহা হউক, তাহাতেও যুদ্ধের বিরাম ছইল না, একদল রোমক-সৈন্ত উত্তর-স্পেমে কেন্টিব্রিহ্মদিগের সহিত এবং অস্ত দল দক্ষিণ-স্পেনে ভিরিয়োদও পিউবিটেনিয়ার সৈতের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। ১৪১ খৃঃ পূঃ ডিরিগেশ্বাস কেৰিয়াসকে ' { లసి ७कुनै ििनरूरी स रश्र्रिक्षन পথ গন্ধ করিলেন । স্বীকারপূর্বক সন্ধি করিয়া পরিষ্কাশ পাইলো। কিন্তু সেমেট uरे गक् ियार कब्रिहणम भ। शृनब्राह जूरु आङ्गड श्रेण । পড়িল । তৎপরে জুমিয়াদ প্রস্টাস এই সকল ৰামে শান্ধিস্থাপন করিলেন। কিন্তু কেন্টিবেরিলিগের সহিত, তখনও যুদ্ধের নিবৃত্তি হইল না । ১৩৭ খৃঃ পূঃ হাঁটলিয়াল মানসিমাস জিউমাস্টাইল গৈল্পকর্তৃক বেষ্টিত হইলেন, এবং গত্যস্তত্বহীন হইয়া তাহাদের সহিত সন্ধি করিলেন। কিন্তু সেনেট এই সন্ধি অগ্রাহ করিলেন। অবশেষে ১৩৪ খৃঃ পূঃ লিপিও আফ্রিকেলাস স্পেনে প্রেরিত হইলেন । সিপিও তাহাদিগের নগর অবরোধ করিলেন। স্পেনীয়সৈন্য ভীমৰিক্ৰমে নগর রক্ষা করিতে লাগিল। অবশেষে খাস্তাভাৰে বহুসংখ্যক লোক শবমাংস খাইয়া জীবনধারণ করিল এবং পরিশেষে আত্মসমর্পণ করিল। লিপিও মগরপ্রাচীর সমভূমি করিয়া অধিবাসীদিগকে দাসরূপে বিক্রয় করিলেন। নিউমাণ্টাইন যুদ্ধের সময়ে রোমে ভীষণ সমাজ-বিপ্লবের স্বত্রপাত হইল। পুৰ্ব্বে উক্ত হইয়াছে যে, ক্রীতদাসের প্রাচুর্তাবে রোমের কৃষক ও শ্রমজীধি-সমাঙ্ক অধঃপতনের স্রোতে পতিত হইয়াছিল। পক্ষান্তরে ক্রীতদাসগণও নানাপ্রকার নির্দয় ব্যবহারের অধীন হইয়া ধ্বংসপ্রায় হইতেছিল। বিতাড়িত দাসগণের জীবিকার্জনের কোনরূপ উপায় ছিল না । সিসিলিতে দাসসংখ্যা সৰ্ব্বাপেক্ষ অধিক হইয়াছিল। তথায় এর প্রদেশের ভূস্বামী ডেমোফিলাস দাসগণকে অত্যন্ত নির্দয়রপে শাস্তি দিয়াছিলেন। তাহাতে প্রায় ৪০০ ক্রীতদাস ইউনাস নামক এক সিরীয় ক্রীতদাসের নেতৃত্বে মিলিত হইয়া এরা আক্রমণ ও ভীষণ অত্যাচার সহকারে নগরবাসিগণকে নিহত করিল। ইউনাসমস্তকে রাজমুকুট ধারণ করিয়া সিংহাসনে আরোহণ করিলেন। সংবাদ পাইয়া ৭•••• দাস আসিয়া তাহার দলপুষ্ট করিল। রোমক গ্রিটরগণ একদল সৈন্তসহ তাহাজের বিরুদ্ধে ধাবিত হইলেন, কিন্তু দাসগণের বিক্রমে সম্পূর্ণরূপে পরাজিত হইলেন। অবশেষে ১৩৪ খৃঃ পূঃ কন্সল ফালভিয়াস ফ্লেকাস তাহদের সহিত যুদ্ধার্থ প্রেরিত হইলেন। কিন্তু তিনি দাসগণকে পরাজিত ৰঞ্জিতে অসমর্থ হইলেন। অবশেষে ১৩২ খৃঃ পূঃ কন্সল রূপিলিয়াল যুদ্ধে গমনপুৰ্ব্বক টরোমেনিয়াম এবং এরা আক্রমণ করিয়া, বিদ্রোহী দাসগণকে পরাজিত করিলেন। ২•••• স্বাস হত এবং অবশিষ্ট জুশাস্বাতে বিনষ্ট হইল। ইউমাল বন্দী হইয় রোমে প্রেরিত হইলেন । কিন্তু পথিমধ্যে র্তাহার মৃত্যু হয়। . . ' यथम भानपूक . (১৬৪-১৩২ খৃঃ পূঃ)