পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য জয়লাভ করিয়াও যুদ্ধার্থ রোমে অগ্রসর হইল না, কারণ দেশ अग्न कब्र ठांशप्तङ्ग $रकश्च श्णि मां 1 किरू गम5 ऐऊांगैौरांनौ উক্তযুদ্ধের সংবাদে ভয়ে কম্পিত্ত হইতে লাগিল। রোমকগণ এই ৰিপদের সময়ে মেরায়াসকে তৃতীয়বার কন্সল নিযুক্ত করিলেন (১১৩ খৃঃ পূঃ)। কিন্তু যাযাবরগণ ইতালীর দিকে অগ্রসর না হইয়া স্পেনে প্রবেশ করিয়া লুণ্ঠন ও বেশধ্বংসে প্রবৃত্ত হইল। এদিকে মেরায়াস এক নূতন সৈন্যদল সংগঠন করিয়া তাহাদিগকে মুশিক্ষিত করিতে লাগিলেন এবং সৈন্তবিতাগে বিবিধ সংস্কার প্রবর্তন করিলেন। পরে ১-২ খৃঃ পূঃ মেরায়াস ৪র্থ বার কন্সল নিযুক্ত হইলেন। এই সময়ে সিদ্ধিগণ পুনরায় গলপ্রদেশে যাত্রা করিল। মেরারাস সসৈন্তে তথায় উপস্থিত হইলেন এবং এই স্থান মুরক্ষিত করিবার জন্ত ভূমধ্যসাগর হইতে এইস্থান পৰ্য্যন্ত একটী খাল খনন করাইলেন। যাযাবরগণ দুইদলে বিভক্ত হইয়া ইতালী যাত্রা করিল। টিউটনসৈন্য মেরায়াসের অভিমুখে ধাবিত হইল। একুই সেক্সটিআই নামক স্থানে ভীষণ যুদ্ধ সংঘটিত হইল। মেরায়াসের সুশিক্ষিত সৈন্যদল পূৰ্ব্বে গুপ্তভাবে লুকায়িত ছিল। টিউটনগণ সেইস্থান দিয়া গমনকালে ভীমবেগে রোমকসৈন্তকর্তৃক আক্রান্ত হইল। নৈদাষস্থৰ্যের প্রখর কিরণে অসভ্যগণ যুদ্ধ করিতে সমর্থ হইল না। নতুবা মেরায়াস সসৈন্ত বিধ্বস্ত হইতেন। রৌদ্রের উত্তাপে টিউটন সৈন্ত পলায়ন করিল। তখন রোমকসৈন্ত তাহাদিগকে বীভৎসভাবে আক্রমণ করিয়া সংহার করিতে লাগিল। যাহার অবশিষ্ট থাকিল, তাহারাও অস্ত্রাঘাতে আত্মহত্যা করিতে লাগিল। গোশকটস্থ তাহাদের রমণীগণ পতিপুত্রের পরাজয় দর্শনে শাণিত অস্ত্রে শিশুসম্ভানদিগকে সংহার করিয়া আত্মহত্যা করিতে লাগিল । নরশোণিতের স্রোত বহুক্রোশ-দূরবর্তী ভূমধ্যসাগরে যাইয় মিলিত হইল। মেরাষ্ট্রাল যুদ্ধ জয় করিয়া শিবিরে ফিরিবেন, এমন সময়ে অশ্বারোহী দূত আসিয়া সংবাদ দিল যে, তিনি ৫ম বার কন্সল নিযুক্ত হইয়াছেন। এদিকে সিদ্ধিগণ বন্যাম্রোতের ষ্ঠায় আল্পস্ পৰ্ব্বত হইতে ইস্তানী অভিমুখে ধাবিত হইল। তাহার টিউটনগণের ধ্বংসবার্তা অজ্ঞাত থাকায় তাহাদের সহিত মিলিত হইবার আশায় মিলানের মাৰী ভাঙ্গেলি নামক স্থানে শিবির সন্নিবেশ করিল। ১•১ খৃঃ পুঃ ৩০এ ফুলাই লোকতয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হইল। মেরায়াসের কূটকৌশলে সিদ্ধিগণ পরাজিত হইল। তাছাদের ১৪••• সৈন্ত রণক্ষেত্রে ধরাশায়ী হইল এবং ৬•••• লৈঙ্ক বর্ণীকৃত হইয়া ক্রীতদাসরূপে বিক্রীত হইল। কিন্তু শৌৰ্য্যশালিনী লিম্বি রমণীগণ প্তাহাজের পতিপুত্রের স্তায় বন্দী হইল না। কটিবন্ধ শাণিত ছুরিকাঘাতে লক্ষ লক্ষ রমণী আত্মহত্যা করিল। মেরায়া এই [ 88 ) রোমসাম্রাজ্য =ত্ৰলক্ষত্ৰ রূপ অসামান্ত প্রতিভাবলে এবং অভূতপূৰ্ব্ব রণকৌশলে রোমের সৌভাগ্য-সূৰ্য্যকে প্লাছগ্রাস হইতে রক্ষা করিলেন। রোমবাসী দেবারাধনাকালে তাহার পূজা ও তর্পণ করিতে বিশ্বত হইল না। তিনি রোমের তৃতীয় উদ্ধারকর্তা বলিয়া লোকমুখে কীৰ্ত্তিত হইলেন। পরে মেরায়াস, অপুর্ব আড়ম্বরে বিয়া সমায়ােহে বিজয়োৎসব সমাধাপূর্বক গৌরব দৃপ্তচিত্তে রোমে প্রবেশ করিলেন এবং ৬ষ্ঠ বারের জন্ত কন্সল নিযুক্ত হইলেন। ইতঃপূৰ্ব্বে এত সন্মান কোন রোমবাসী প্রাপ্ত হন নাই। বড় বড় ঐতিহাসিকগণ বলেন যে, এই যশ সুৰ্য্যের মধ্যাহ্নকালে মেরায়াসের মৃত্যু হইলে বড় ভাল হইত, তাহা হইলে সেই যশোরবির অস্তগমন রূপ ফুর্দিন অবলোকন করিতে হইত না । এই সময়ে সিসিলিতে ভয়ঙ্কর দাসবিদ্রোহ উপস্থিত হইল। চারিবৎসরব্যাপী এই যুদ্ধে দেশের বিষম অনিষ্ট ঘটিল। লুকালাস ও সার্ডিলিয়াস কঙ্কার অধীনে দুইদল রোমকসৈন্ত দাসদিগের দ্বারা পরাজিত হইল। সালডিয়াস নামক এক দৈবজ্ঞ স্বীয় অসামান্ত প্রতিভায় অবিলম্বে ২০০০ • পদাতিক ও ২••• অশ্বারোহী সৈন্ত সুশিক্ষিত করিয়া লইলেন এবং টাইফন নাম ধারণপূর্বক মহাড়ম্বরে রাজ্যাভিষেক সম্পন্ন করিলেন। এদিকে দাসগণ ছুইলে বিভক্ত হইল এবং আথেনিও পশ্চিম দলের রাজা হইয়াও টু ফনের প্রাধান্ত স্বীকার করিলেন । টু ফনের মৃত্যুর পরে আথেনিও দাসরাজ হইলেন। একুইলিয়াস সিসিলিতে প্রেরিত হইলেন। তিনি যুদ্ধে জয়লাভ করিয়া স্বহস্তে আথেনিওকে রোমের আম্ফিথিয়েটারে সিংহশাৰ্দ্দলের সহিত যুদ্ধ করিতে নিযুক্ত করিলেন। কিন্তু তাহার হিংস্ৰজন্তুর সহিত যুদ্ধ করিয়া, নিষ্ঠুর রোমবাসীর চিত্তবিনোদন অপেক্ষ আপনার পরম্পরের অস্ত্রাঘাতে আম্ফিথিয়েটারে বিনষ্ট হইল (৯৯ খৃ: পূ: )। এই সময় রোমের শাসনপ্রণালীতে পুনরায় বিপ্লবের সুচনা উপস্থিত হইল। মেরায়াস শাসন ও সৈন্তবিভাগে श्रीगनकमठ ७ यङ्ङां★द्धि श्रांzो श्शि न । उब्रूछ সাটার্ণিনাস ও মলিয়া নামে দুইজন বাগীকে হস্তগত করিয়া স্বকাৰ্যসাধনে প্রবৃত্ত হইলেন। সাটাণিয়াস, ট্রবিউন পদে নিযুক্ত হইলেন এবং এগ্রিরিয়ান আইন প্রবর্তনপূর্বক গল প্রদেশের ভূমিখণ্ড সকলকে মেরায়াসের সৈন্তগণকে বিভাগ করিয়া দিতে ইচ্ছা করিলেন। এই আইনের একটা সৰ্ব ছিল যে, যদি এই আইন লর্ক্সসন্মতিক্রমে বিধিবদ্ধ হয়, তবে সেনেটের সত্যগণ উন্থ পালন করিতে শপথবদ্ধ হইবেন এবং মিনি অলঙ্কত দ্বিতীয় দাসযুদ্ধ (אי :.९ جه الاسته لا)