পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য [ ৫১ ] রোম-সাম্রাজ্য এবং বহুসংখ্যক সুশিক্ষিত সৈন্ত ও নাবিক লইয়া অত্যন্ত পরাক্রাস্ত হইয়া উঠে। ইহার এই সময়ে অষ্টিয়া বন্দরে কএকখানি রোমক জাহাজ দগ্ধ করায় এবং আন্টোনিয়াসের কন্যা ও পুত্রকে হরণ করায় মার্ডিলিয়াস্ ইহাদিগের সহিত যুদ্ধ করিতে রোম হইতে প্রেরিত হইলেন। ৬৭ খৃ: পূ: টিবিউন গেবিনিয়াস "লেক্স-গেবিনিয়া” নামক এক আইন প্রবর্তন করিয়া ভূমধ্যসাগরের যুদ্ধাদি নিৰ্ব্বাহের জন্য একজন সর্বময় শাসনকর্তা নিয়োগের নিয়ম করিলেন। তদনুসারে ২•• রণতর যুদ্ধার্থ সজ্জিত হইল। পম্পি এই সমস্ত রণতরীর অধিনায়ক হষ্টয়া যুদ্ধার্থ গমন করিলেন এবং ৩ মাসের মধ্যে জলদস্যগণকে সম্পূর্ণরূপে পরাস্ত করিলেন। ২•••• জলদস্থ্য বন্দী হইল— কিন্তু পম্পি ইহাদিগকে বধ না করিয়া এসিয়া মাইনর ও অন্তান্ত স্থানে উপনিবেশ স্থাপন করাইলেন। তৎপরে পম্পি সিলিসিয়া নামক স্থানে জলদস্থ্যগণের সুরক্ষিত দুর্ভেদ্য দুর্গ সকল ধ্বংস করিলেন। ৬৬ খৃঃ পূঃ ট্ৰিবিউন মানিলিয়াস লেক্স মানিলিয়া নামক আইন প্রবর্তন করিয়া পম্পিকে মিথি দেতিক যুদ্ধের অধ্যক্ষতা অর্পণ করিলেন। সিসিরো এবং জুলিয়াস সিজর পম্পির পক্ষ সমর্থন করিয়াছিলেন। সংবাদপ্রাপ্তি মাত্র-পম্পি এসিয়ায় যাইয়া লুকালাসের নিকট হইতে সেনাপতিত্ব গ্রহণ করিলেন এবং কৌশলে পার্থিব নরপতিকে হস্তগত করিয়া সসৈন্তে মিথি দেতিসের বিরুদ্ধে স্থলপথে যাত্রা করিলেন। মিথি দেতিস্ সন্ধির প্রার্থনা করিলেন। কিন্তু পম্পি সন্ধির প্রস্তাবে সম্মত হইলেন না। তখন মিথি দেতি আৰ্ম্মেণিয়ায় পলায়ন করিলেন, এবং পম্পি কর্তৃক সম্পূর্ণরূপে পরাজিত হইলেন। পরে সিনোরিয়াসের দুর্ভে দুর্গে থাকিয়া তিনি পুনরায় সৈন্তসংগ্ৰহ করিলেন । কিন্তু এইবার জামাতা টাইগ্রেনস, তাহার সাহায্য করিলেন না। মিথি দেতিস, সৈন্তসহ বস্ফোরসের নিকটবর্তী স্বীয় রাজ্যে oপলায়ন করিলেন । পম্পি তাহার অনুসরণ না করিয়া টাইগেনস কে আক্রমণ করিলেন। টাইগ্রেসের পুত্র পিতার বিরুদ্ধে বিদ্রোহী হইয়া পম্পির পক্ষ অবলম্বন করিলেন। সেই সঙ্গে আৰ্ম্মেণিয়ার নগর সকল পম্পির বগুতাস্বীকার করিল। নিরুপায় টাইগ্রেন্স পম্পির নিকট আত্মসমর্পণ করিলেন। পম্পি র্তাহার প্রতি সদয় ব্যবহার করিয়া ৬••• টলেণ্ট প্রার্থনাপুৰ্ব্বক তাহাকে আৰ্ম্মেণিয়ার রাজা বলিয়া স্বীকার করিতে চাহিলেন । সিরীয়, ফিনিসিয়া, সিলিশিয়া ও কাপাডোকিয়া রোমকদিগের অধিকৃত হইল। পম্পি আৰ্ম্মেণিয়াবিজয় সমাধাপূর্বক উত্তরদিকে মিথিদেতিসের অনুসরণে যাত্রা করিলেন। পথিমধ্যে আইবেরিয়ান জলদসু্যদিগের সহিত যুদ্ধ ও আলবেনিয়ানদিগের সহিত তাহার যুদ্ধ হইল। উভয় জাতিই পরাজিত হইয়া রোমের বহুত স্বীকার করিল (৬৫ খৃ: পূ: )। কিন্তু মিথি দেতিসের অমুসরণ কষ্টসাধ্য ভাবিয়া ফিরিয়া আসিয়া পণ্টাসে রোমকশাসন প্রতিষ্ঠিত করিলেন । তৎপরে পম্পি সিরিয়ারাজ্যের ধ্বংসাবশেষ মধ্যে যে সকল স্বাধীন রাজ্য উদ্ভূত হইয়াছিল, সেই সমস্ত অধিকার করিতে লাগিলেন। অস্তিওকাস এসিয়াটিকাস রাজ্যচ্যুত হইলেন, এবং তাহার রাজ্য অধিকৃত হইল। এই প্রকারে সমস্ত সিরীয় এবং তৎসমীপবর্তী দেশসমূহে রোমকশাসন প্রতিষ্ঠা করিয়া ৬৩ খৃঃ পূঃ পম্পি ফিনিকিয়া ও পালেস্তিন প্রদেশে যাত্রা করিলেন । এই সময়ে হির্কানাস ও অরিষ্টোবুলাস নামক পালেস্তিনের পুরোহিত নরপতিস্বয় অস্তযুদ্ধে ব্যাপৃত ছিলেন। পম্পি হির্কানাসের পক্ষ অবলম্বন করায় অরিঃোবুলাস অবিলম্বে আত্মসমর্পণ করিলেন। কিন্তু রাজা পরাজিত হইলেও জেরুঞ্জেলমবাসী য়িহদী প্রজাবৰ্গ রোমক অধীনতা স্বীকার করিল না । তিন মাস অবরোধের পরে জেরুজেলম অধিকৃত হইল। পম্পি সেই পবিত্রতম মন্দিরে (Holy of Holies) প্রবেশ করিলেন। তৎপূৰ্ব্বে পবিত্র য়িহদী পুরোহিত ব্যতীত কোন মনুষ্য এই স্থানে পদক্ষেপ করিতে পারে নাই। পম্পি হির্কানাসকে পুরোহিত-সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়া অরিষ্টবুলাসকে বন্দী করিয়া রোমে যাত্রা করিলেন। এই সময়ে তিনি মিথি দেতিসের মৃত্যুসংবাদ পাইলেন। মিথি দেতিস মৃত্যুর পূৰ্ব্বে বিরাটু সৈন্যদল সংগঠন করিয়া হানিবলের ছায় ইতালী আক্রমণের সঙ্কর করিতেছিলেন, এমন সময়ে তাহার মৃত্যু হইল। তাহার পুত্র ফার্ণাসেস কিছু দিন বিপক্ষত করিয়াছিলেন। পরে তিনি বস্ফোরাসের রাজা হইয়া রোমক অধীনতা স্বীকার করিলেন, ডিওটেরাস গ্যালেশিয়ার, এবং এরিও বার্জেনাস্ কাপাডোকিয়ার করদ রাজা হইলেন । পম্পি বিজিত প্রদেশে ৩৯টা নুতন নগর প্রতিষ্ঠিত করিলেন । এই সময়ে রোমরাজ্যসীমা সুদূর পূৰ্ব্বে বিস্তৃত হইয়াছিল । বহিঃপ্রদেশে রোমের বিজয়বৈজয়ন্তী উডউীন হইলেও রোমে বিশেষ কোন উন্নতি সাধিত হর নাই। গেবিনিয়ান ও মানিলিয়ান আইনের দ্বারা সেনেটের ক্ষমতা খৰ্ব্ব হইয়াছিল । সাধারণপক্ষ আপনাদের অবনতি উপলব্ধি করিয়া ক্রাসাসের মুখাপেক্ষী হইলেন । এই সময়ে সাধারণ পক্ষের মধ্যে রোমে জুলিয়াস সিজারের প্রতিভা পরিব্যাপ্ত হর। তিনি রোমে প্রাধান্ত লাভপুৰ্ব্বক গৌরবের সোপানে অবিরোহণ করিতে ছিলেন। তিনি ১•• খুঃ পুঃ জন্ম গ্রহণ করেন এবং পম্পি অপেক্ষ ছয়বৎসর বয়ঃকনিষ্ঠ ছিলেন। তাহার পিতৃৎসা জুলিয়ার সহিত বিখ্যাত মেরায়াসের পরিণয় হইয়াছিল। সিজার নিজে সিন্নার কল্প কণিলিয়ার