পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য


-----

লাঞ্চিত অভিজাতগণ র্তাহার সমক্ষে আসিয়া উপনীত হইল । বিশ্বাসঘাতক ক্রটাস সিজারের কঠোর বক্ষে ছুরিকা বসাইয়া র্তাহাকে ইহজন্মের মৃত এই ভবধাম হইতে অস্তম্বত করিল। ( ১৫ই মার্চ, ৪৪ খৃঃ পূঃ)। এইদিন হইতে অক্টেভিয়ান্‌ কর্তৃক এক্টিয়াস্ রণক্ষেত্রে আন্টনির পরাভৰ তারিখ (২রা সেপ্টেস্বর ৩১ খৃঃ পূঃ) পর্যন্ত রোমসাম্রাজ্যে ঘোরতর অরাজকতা ৰিয়াজ করিয়াছিল। অসংখ্য নরমুণ্ডপাতে রোমরাজ্য জনহীন মরুপ্রাস্তুর সদৃশ লক্ষিত হইয়াছিল। শৃগালাদি শবভুক্ত জস্তগণের বিকট চীৎকারে এবং শবরাশির পূতিগন্ধে রোম শ্মশানসদৃশ বীভৎসবৃপ্তে পরিপূর্ণ হইয়া জনসাধারণের হৃদয় স্তম্ভিত করিয়া দিয়াছিল। সেই শাসনবৃঙ্খলাপরিশুম্ভ চতুর্দশ বর্ষ কাল কি ভয়ানক, তাহা রোমের ইতিহাসপটে সম্পূর্ণরূপে চিত্রিত রহিয়াছে। সিজারের প্রতিনিধি আন্টনি আত্মশ্লাঘাপুর্ণ রাজনীতি অবলম্বনে রোমের প্রাচীন শাসনপদ্ধতির প্রলয়লাধনে অগ্রসর হইলেও, সিসিরো তাহার প্রতিদ্বম্বিতাচরণে পরায়ুখ হন নাই। তিনি অদম্য উৎসাহে স্বীয় ওজস্বিনী বস্তৃতাদ্বারা সেনেট পুনর্গঠন করিতে প্রয়াস পাইতে লাগিলেন। সাধারণ প্রজাবৰ্গ ও প্রাদেশিক শাসনকর্তৃগণ প্রাচীন নীতির পক্ষপাতী হইয়া আণ্টনির অবলম্বিত শাসনপ্রথার ঘোরতর প্রতিবাদ করিতে লাগিলেন । সেনেট-মন্দিরে অথবা ফোরামে সিসিরোর বকৃত ও সাধারণের প্রতিবাদ সেই পরিবর্তিত ঘটনাস্রোতকে ভিন্ন গতিতে ফিরাইতে পারিল না। এইরূপে বিরুদ্ধ পক্ষরের প্রতিপক্ষতায় প্রায় বর্ষকাল অতীত হইয়া আসিলে, ৪৩ খৃঃ পুৰ্ব্বান্ধের প্রারম্ভে পুনরায় অন্তৰ্ব্বিপ্লবের স্বচনা হইল। উক্ত বর্ষের শরৎকালে জণ্টিনি ১৭ট লিজন সৈন্যদলের অধিনায়ক হইয়া ইতালী আক্রমণের উদযোগ করিতে লাগিলেন। সকলেই এই অভিনব অভিযান ব্যাপারে ত্রস্ত হইয়া উঠিল। তাহার উপর ঐ বৎসরের অক্টোবরের শেষভাগে আণ্টনি সেনেটের প্রতিবন্ধকতা অগ্রাহ করিয়া সহযোগী লেপিডাসের সাহায্যে বিংশতিবর্ষীয় কনিষ্ঠ অক্টেভিয়ানকে কন্সল মনোনীত করিয়া দ্বিতীয় ত্রয়ীর-সমিতি সংগঠন করিলেন । ইহাতে সাধারণের ভয়ের মাত্রা অধিকতর পরিবর্ধিত হইল। এই সমিতির শাসনকাৰ্য্যও তদনুরূপে আচরিত হইয়াছিল। সিজারের স্থায় সদয় ব্যবহারে প্রজাপুঞ্জকে প্রতিপূর্ণ হৃদয়ে ৰাস করিতে না शिग्न झद्रषैौग्नश्रृंण जांझांग्न छांग्न रुळांग्न *ांनमeयंथांब्र पञरुलचन করিলেন। জনস্তর প্রেসকিপ্রশন জাহির করিয়া তাহারা সিসিরোপ্রমুখ অভিজাতবর্গের বন্ধসাধন করিয়া আত্মপক্ষ স্বগৃঢ় করিলেন। পরবৎসর আণ্টনি ও অষ্টেড়িানের মিলিত সৈন্যের সহিত XVII দ্বিতীয় টু রাজিয়েট se-ຈຯ ສູ:າ: [ ११ ] >够 রোম-সাম্রাজ্য ফিলিপিতে ক্রটাস ও কেলাসের যুদ্ধ সংঘটিত হইল। এই যুদ্ধে ক্রটাস-পরিচালিত সাধারণতন্ত্রপক্ষীয় সেনাদলের পরাভব ঘটিলে সাধারণতন্ত্রের পূৰ্ব্বতন পদ্ধতি-প্রতিষ্ঠার শেষ আশা বিলুপ্ত হইয়া গেল। 8• धुः शूर्विष्ण ॐख विअप्रैौ cननांमाग्नरुचाब्रग्न भएषा भरनांবাদ উপস্থিত হয়, কিন্তু ব্রাঙুসিয়ামের সন্ধিসর্তে উভয়ে একমত হওয়ার সেই ভয়াবহ বিদ্বেষবহ্নি প্রধূমিত হইয়াই নির্বাপিত ছইয়া যায় এবং রোমরাজ্য অসংখ্য নররক্তপাতরূপ কলঙ্ক কালিমা হইতে পরিত্রাণ পায়। এই সন্মিলন হইতেই উভয়ের মিত্রতাস্বত্র ক্রমশঃই স্বাঢ় হইতে থাকে। আন্টনি অক্টেভিয়ানের ভগিনী অক্টেভিয়ার পাণিগ্রহণ করিয়া আত্মীয়তা দৃঢ় করিয়া লইলেন। তখন সেই ত্রয়ীরসভা নিম্নোক্তরূপে রোমসাম্রাজ্য বিভাগ করিয়া আপনাপন স্বার্থপন্থা উন্মুক্ত করিয়া লইলেন। আণ্টনি রোমসাম্রাজ্যের সমগ্ৰ পুৰ্ব্বাংশ স্বীয় আয়ত্তাধীন করিলেন, অষ্টেভিয়ান ইতালী ও সমগ্র পশ্চিমাঞ্চলের শাসনকর্তৃত্ব প্রাপ্ত হইলেন। এবং লেপিডাস আফ্রিকার বিজিত প্রদেশসমূহ গ্রহণ করিয়া সন্তুষ্ট থাকিতে বাধ্য রছিলেন। ইহার পরবর্তী দ্বাদশ বৎসরে যখন আন্টনি আলোকসামান্ত সুন্দরী ক্লিওপেটাকে অন্ধে স্থাপন করিয়া আপনাতে আপনি মুগ্ধ হইয়াছিলেন এবং সেই মুখস্বপ্নের ঘোরে প্রাচ্যজগতের সমৃদ্ধিরাশি ও বিলাসবৈভবপুর্ণ একটা সুবিস্তৃত সাম্রাজ্য স্থাপন করিয়া রোমক-হৃদয় ঈর্ষাতরঙ্গে আলোড়িত করিতে মত্ত ছিলেন ; তখন প্রতীচ্য প্রদেশে তাহারই প্রতিযোগী অক্টেভিয়ান ধীরে ধীরে স্বীয় শক্তিবৃদ্ধিমানসে সেনাদল সংগঠন করিতে বন্ধপরিকর হইলেন। তাহার প্রতিযোগী টায়াপ্তিরদ্বয়ের মধ্যে তিনি ৩৬ খৃঃ পূঃ লেপিডাস্কে আফ্রিকা হইতে কির্সিআই (Circeii) প্রদেশে নিৰ্ব্বায়িত করেন। মুগুরণক্ষেত্রে পরাজিত সেক্টাস পম্পিয়াস দ্বারা প্রভূত ধনরত্ব সঞ্চয় করিয়া স্থানীয় লোকের ভীতির কারণ হইয়াছিলেন। অক্টেতিরান লেপিডাস-বিজয়ের অব্যবহিত পরেই তাহাকে সমূলে ধ্বংস করিলেন। ৩৫ খৃঃ পূঃ পম্পিয়াসের মৃত্যু হয়, তদবধি অক্টেভিয়ান পশ্চিম সাম্রাজ্য ভাগের একমাত্র অধীশ্বর হইলেন। তাহার রাজশক্তির কণ্টক স্বরূপ আর অন্ত প্রতিদ্বন্দ্বী রহিল না । অচিরে তাহার ও আন্টনির শক্তিপরীক্ষার সুযোগ উপস্থিত হইল। মুখলালসালুদ্ধ জান্টনির স্বেচ্ছাচারিত কশ্মীর অক্টেভিয়ানের মনোমত হইল না। ৩২ খৃঃ পূৰ্ব্বাৰে আন্টনি অমায়বিক অত্যাচারে ও ব্যভিচারিতার রোমকমাত্রেরই ঘরে আর এক দারুণ শেলাঘাত করিলেন। তিনি মিশর