পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য [ ఆలి ) রোমসাম্রাজ্য কোমোডাস নিজ বুদ্ধিদোষে ও অত্যাচারিতায় ক্রমশঃ রাজ্যে বিশৃঙ্খলা ঘটাইলেন। প্রথমে তিনি পিতার সমৃদ্ধ সেনাদল লইয়া কিংকৰ্ত্তব্যবিমুঢ় হইয় পড়েন। এই সময়ে তিনৰৎসরকাল তিনি স্বীয় পিতার বিশ্বস্ত পূৰ্ব্বতন রাজকৰ্ম্মচারীদিগের স্বায় রাজকাৰ্য্য পরিচালনা করিয়া লইতেন । কিন্তু অচিরে তিনি পারিষদবর্গের প্ররোচনায় উৎসরের পথে প্রেরিত হইলেন । মন্তপান ও বেশ্বাসক্তি দোষে তাহার জীবন কলঙ্কময় হইয়া উঠিল মস্তিষ্কবিকৃতির সঙ্গে তিনি ঘোর অত্যাচারী হইয়া পড়িলেন। চারিদিকে তাহার শত্রদল* জীবননাশের চেষ্টায় ফিরিতে লাগিল । তাহারাই ভগিনী লুসিয়াস ভেরুসের বিধবা পত্নী ও ক্লডিয়াস পম্পিয়েনাসের দ্বিতীয়-পরিণীত রমণী লুসিল্লা ভ্রাতার প্রাণনাশের ষড়যন্ত্র করিতে লাগিলেন । আম্ফিথিয়েটার হইতে প্রাসাদে প্রত্যাবৰ্ত্তনকালে সম্রাট কোমোডাস গুপ্তঘাতকের হস্তে নিহত হইলেন। ১৯৯থঃ অঃ ৩১ ডিসেম্বর বুলিল্লা নিৰ্ব্বাসিত হইলেন । কোমোডাসের মৃত্যুতে সাধারণে শোকপ্রকাশ না করিয়া সাধারণের রাজধানীর প্রিফেক্ট পার্টিনাক্সকে তৎপদে অভিষিক্ত করিতে যুক্তিযুক্ত বিবেচনা করিল। তখন অন্যতম কন্সল সোসি য়াস ফালকে তাহার প্রতিযোগী হইয়া সিংহাসনাধিকারে প্রয়াস পান। পাটনাক্সের অভু্যদয়ে তিনি সদলে বিধ্বস্ত হইয়াছিলেন। কোমেডাসের মৃত্যুর ৮৬ দিন পরে (১৯৩ খৃঃ অঃ ২৮এ মার্চ) ৩শত “প্রিটোরীয় গার্ডস” নামক রক্ষিসৈন্ত অলক্ষিতভাবে প্রাসাদ আক্রমণ করিয়া পাটনাক্সকে নিহত করে । তদনন্তর তাহারা নগরপ্রাচীরস্থ উচ্চভূমে দাড়াইয়া উচ্চমূল্যে রোমসাম্রাজ্য বিক্রয় করিতে থাকে। অবশেষে ও সম্রাটের শ্বশুর সার্ভিয়াস সালপিসিয়ানাস ও প্রসিদ্ধ ধনী সিনেটর ডিডিয়াস জুলিয়ানাসক্রেতারূপে অগ্রসর হন। সেই দিনে সেইক্ষণে ডিডিয়াস প্রত্যেক সৈন্তকে দুইশত পাউণ্ড মুদ্র দিবার अत्रीक्फ्नै ब्राङभन्न গ্রহণ করেন। তৎকালে এই রক্ষি-সেনাদল অর্থলাভের আশায় জুলিরানাসকে চারিদিকে বেষ্টিত করিয়া নগর মধ্যে লইয়া চলিল ; কিন্তু সাম্রাজ্যের কেন্দ্রস্থানে সন্নিবেশিত প্লিটোরীয়-গার্ডস দলের এইরূপ অল্পায় অত্যাচার সাধারণের অস্তরে অসন্তোষাগ্নি জালাইয়া দিল এবং ক্রমে ক্রমে তাহ রোমের সুদূরপ্রান্তে বাইয়া উপনীত হইল। তখন বৃটেন সিরিয়া ও ইলিরিকামস্থিত রোমীয় সেনাবৃন্দ প্রিটােরীর সেনাদলের পাটনাক্স হননক্সপ ঘৃণিত ব্যবহারের জন্য শোকপ্রকাশ করিলেন এবং এই অসহপায়লব্ধ অর্থ যুক্তিযুক্ত বলির স্বীকার করিলেন না। তখন তাহারা স্ব স্ব সশক্ত অধিনায়কের অধীনে পরিচালিত হইয়া উপরোক্ত হত্যকারাদিগকে দগুবিধান করিতে অগ্রসর হইল। বৃটেনস্থিত সিজনের মারক ক্লেডিয়াস্ জালবিনাস, সিরিয়ার সেনাপতি ও পিলাসরিয়াল নাইগার এবং পানোনিয়া সেনাদলের অধ্যক্ষ সেপ্টিমিয়াস সেভেরাস পাটনাক্সের মৃত্যুর প্রতিশোধ লইতে আসিয়া পরম্পরে পরম্পরের প্রতিযোগী হইয়া সিংহাসন পাইবার আশায় যুদ্ধের আয়োজন করিলেন। লুগুভুনাম রণক্ষেত্রে হেলেস্পন্ট ও সাইলিসিয়ার যুদ্ধে এবং বৈজয়ন্তী নগর অবরোধকালে ভীষণ যুদ্ধে আলবিনাস ও নাইগার-পরিচালিত প্রতিপক্ষ রোমকসৈন্য নায়কসহ নিহত হইল। ধরা নররক্তে রঞ্জিত হইয়া উঠিল । বীরাগ্রণী সেপ্টিমিয়াস্ সেভেরাস এইরূপে শত্রুপক্ষ নাশ করিয়া সিংহাসন অধিকার করিয়াছিলেন। বিখ্যাত নীতিবৎ পাপিনিয়ান তাহার অধিকারকালে প্লে'টনাসের পর “প্রিটােরিয়ান প্রিফেক্ট” হইয়াছিলেন। উক্ত পাপিনিয়ান ব্যতীত, তৰংশীয়গণের অধিকাল্পকালে পলাস ও উলপিয়ান্‌ নামক অপর দুইজন ব্যবহারবিৎ সমুদ্ভূত হন। তাহাদের লেখনী হইতে জানা যায় যে, তৎকালে রোমের রাজনীতি পূর্ণতা প্রাপ্ত হইয়াছিল। প্রথম পত্নীর বিয়োগে সেভেরাস এমেসাবাসী জুলিয়া ডোন্ম নামী এক রমণীর পাণিগ্রহণ করেন। ঐ রমণী রোমসাম্রাজ্ঞী হইয়াও এবং নানা সদগুণে ভূষিত হইলেও চরিত্রহীনতার যথেষ্ট পরিচয় দিয়া গিয়াছেন। এই রাজমহিষীর গর্ডে কারাকাল্লা ও গেট নামে দুইটা চরিত্রহীন ও পাশবপ্রকৃতি প্রতিমূৰ্ত্তির আবির্ভাব হয়। ২০৮ খৃষ্টাব্দে যষ্টিপরবৃন্ধ সেভেরাস্ পুত্রস্বয়কে সঙ্গে লইয়া বৃটেনবিজয়ে গমন করেন। কিন্তু রণজয় করিয়াও তিনি পুত্রদ্বয়ের অসদ্ব্যবহারে ভগ্নমনোরথ হন। কারাকান্না তাহার শেষ দিনে তাহাকে গোপনহত্যার ষড়যন্ত্র করেন। বিশ্বন্ত লিজনের সতর্কতায় তিনি রক্ষা পান। সেভেরাস কঠোর শাসনপ্রথার বশবর্তী হইয়া পুত্রকে নানারূপ পীড়ন করেন ও ভয় দেখান। তাহাতেও পুত্রের চরিত্র সংশোধিত হইল না দেথিয়া তিনি অবশেষে ৬৫ বর্ষ বয়সে ১৮ বৎসর রাজত্ব করিয়া ইয়র্ক নগরে চিরশান্তি ধামে গমন করেন। মৃত্যুকালে তিনি স্বীয় পুত্রদ্বয়কে সৈন্যদলে সমক্ষে বলিয়াছিলেম যে, তোমরা এই সেনাসত্যেরই পুত্র ; কিন্তু তুৰ্ভাগ্য পুত্রস্বয় পরস্পরে মিল রাথিতে পারে নাই। সম্রাটের মৃত্যুর পর, সৈন্যদল ভ্রাতৃত্ৰয়কে রোমের সম্রাটু বলিয়া ঘোষণা করিলেন । তখন তাহারা অৰ্দ্ধনির্জিত কালিডোনীয়দিগকে শাস্তিক্ষপে পরিত্যাগ করিয়৷ পিতৃকৃত্য সমাপনাস্তে রাজতত্তে উপবেশনার্থ রাজধানী অভিমুখে প্রত্যাবৃত্ত হইলেন। গল ও ইতালী অতিক্রম করিতে না করিতেই উভয় ভ্রাতার মনোবিবাদ ঘটিল। এমন কি সেনেট ও সাধারণ প্রজাবৰ্গ র্তাহাঙ্গের বগুত স্বীকার করিলেও তাহারা পরম্পরে মুখ দেখাদেখি করিতেন না, সুতরাং পিতার আদেশ মত তাহার রাজ্যবিভাগ করিয়া লইলেন। জ্যেষ্ঠ কারকার যুরোপ ও পশ্চিম