পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- রোম-সাম্রাজ্য । কার্থের নগরে উহাজের রাজপাট প্রতিষ্ঠিত হইল। প্লিটােরীর গার্ড সেনালের মায়ক ভিটালিয়ানাঙ্গনগরক্ষার জন্ত নিযুক্ত হইলেন। তিনি স্বীয় অত্যাচারিতার সম্রাটের প্রিয়পাত্র হইয়া, সেনেট ও নগরবাসীর উপর কর্তৃত্ব স্থাপন করেন। প্রজাবিপ্লবে তাহাকে জীবন হারাইতে হইল, তখন গর্ডিয়ায় অর্থলোভে সেনাদলকে বশীভূত করিয়া আত্মপক্ষ স্বচ্ছ করিয়া রাখিলেন ; কিন্তু ইহাতে বিশেষ কোন ফলোদয় হইল না। ২৩৭ খৃষ্টাব্দের ৩রা জুলাই মেরিটানিয়ার শাসনকর্তী কাপিলিয়ানাস অরক্ষিত কার্থেজ প্রৱেশ আক্রমণ করিলেন। কনিষ্ঠ গর্ডিয়ান রণক্ষেত্রে নিহত হইয়াছেন শুঞ্জি বৃদ্ধ গর্ডিয়ান আত্মহত্যা করিলেন। তিনি ৩৬ দিন মাত্র রাজত্ব করেন । এদিকে গর্ডিরানায়ের মৃত্যুতে আমদাশ্রপাত করিয়া রোমীয় সেনেটরগণ মাক্সিমাস ও বালবিনাস্কে একত্র সম্রাটুপদে ৰরণ করিলেন। মাক্সিমাস রাজশক্রর বিরুদ্ধে যুদ্ধকার্য্যে লিপ্ত রছিলেন এবং সুবাগ্মী ও কবি বালবিলাস রাজবিধির প্রভাববিস্তারে বত্ববান হইলেন। মাক্সিমাস্ সৌরমতীয় ও জৰ্ম্মণ জাতিকে পরাজিত করিয়া সেনানায়কত্বের যথেষ্ট পরিচয় দিয়াছিলেন। কিন্তু যখন এই সম্রাটুস্থর বিজয়োৎসবে মত্ত হইয়া দেবমন্দিরসমূহে পুজাদানে ব্যস্ত ছিলেন, তখন অকস্মাৎ একটা জনসত্ত্য সেই সুখশান্তি ভঙ্গ করিয়া চীৎকার করিয়া বলিল যে, “গডিয়ান বংশধরকে লইয়া তিনজন সম্রাট নিৰ্ব্বাচন করা হউক।” সম্রাট দ্বয় স্বল্পসেনা লইয়া তাহাদের গতিরোধের বৃথা চেষ্টা পাইলেন, তাহারা বৃদ্ধ গর্ডিয়নের পৌত্র এবং কনিষ্ঠ গডিয়ানের ভ্রাতুপুত্র গডিয়াকে সিজার নাম দিয়া সৰ্ব্বসমক্ষে সমুপস্থিত করিল। এই বিরোধ উপশমিত হইলে রোম আত্মরক্ষার জন্য প্রস্তুত হইয়াছিলেন। রণজয়ী উদ্ধতস্বভাব মাক্সিমাসের সহিত বিশাল রোমসাম্রাজ্যে মুশাসন বিস্তারকারে বালবিনাশের মনোমালিঙ্গ উপস্থিত হইল। সমগ্র নগর কপিটোলাইন্‌ক্রীড়ায় উন্মত্ত হইয়াছিল। সম্রাট দ্বয় রাজ অন্তঃপুরের নিভৃতকক্ষে বিশ্ৰামমুখ অনুভব করিতেছিলেন, এমন সময়ে একদল প্রিটোরিয় গার্ডস রাজপ্রাসাদে প্রবেশ করিয়া সেনেটের নির্বাচিত সম্রাটুম্বয়ের অঙ্গ রাজাভরণপূষ্ঠ ও খণ্ডবিখণ্ড করিয়া ফেলিলেন (৩২৮ খৃ: ১৫ই জুলাই ) । এইরূপে একে একে ছয়জন দুর্ভাগ্য সম্রাট কএকমাসের মধ্যে বিদ্রোহী প্রজামণ্ডলীর হস্তে জীবনপ্রদীপ নিৰ্ব্বাপিত কৰিল, গণ্ডিয়া প্রজাপুঞ্জের অনুগ্রহে রাজতত্তে উপবেশন করিলেন বটে, কিন্তু তাহার মাতার অনুগ্রহীত খোজা তাহার বাল্যবয়সে afৰস্তর আধিপত্য করিতে লাগিলেন। তাহার প্রজাবর্গের প্রতি গত্যাচারপরায়ণ হইয়াও নিশ্চিন্তু হইল না । অবশেষে তাহারা XVII o [ ७६ } > * अछ ठिनि ९४२ ५डेप्चा • দিলেন । : রোম-সাম্রাজ্য বালক সম্রাটের দুই চন্ধু জর্জ করিাজিল, তখন ( ২৪৩ খৃঃ অঃ ) সম্রাট প্রাণভরে প্রধান মীর নিকট পলাইয় গ্রাশভিক্ষা চাছিলেন। তাছার বিশ্বন্ত পরামর্শদাতা ও প্রিটােরিয়-প্রিফেক্ট মিলিথিয়াস্যাটের পক্ষ হইবা মিসোপেটেমিয়া-আক্রমণকারী পারগুপতিকে পরাজিত করেন ... সেই ঘটনা স্মরণ রাখিবার র মন্দিরার খুলিয়া পারঙ্গসৈন্যকে বিতাড়িত করিয়া সম্রাট, তাহানের পশ্চাভাবিত হইলেন এবং তাহাদিগকে ইউফ্রেটস্তীর হইতে টাইগ্রীস্ সীমান্ত পৰ্য্যন্ত তাড়াইয়া দিয়া সেলেটকে স্বীয় সচিবের প্রখর বুদ্ধির পরিচয় জ্ঞাপন করিলেন। কিন্তু অকস্মাৎ মিলিথিয়াসের মৃত্যুতে সম্রাট, গণ্ডিয়ানের সমৃদ্ধির অবসান হইল। তিনি আরব-দেশজাত প্রসিদ্ধ দক্ষ্য ফিলিপ কে প্রিফেস্ট পদে নিয়োগ ফরিয়া আপনার মৃত্যু আপনিই ডাকিয়া আনিলেন। ফিলিপ সাম্রাজ্যলাতে প্রয়াসী হইয়া সৈন্তগণকে সম্রাটের বিরুদ্ধে উত্ত্বেজিত করিতে লাগিলেন। উত্তেজিত সৈন্তদল আবোরা নদীতীরে র্তাহার মস্তক দেহঘষ্টি হইতে বিচ্যুত করিয়া অধিনায়ক ফিলিপকেই রোমসাম্রাজ্যের অধীশ্বর করিলেন । ফিলিপ পুৰ্ব্বদেশ হইতে রোমে আসিয়া রাজসিংহাসনে উপবিষ্ট হইলেন। তিনি রোমবাসীর অন্তর হইতে স্বীয় নীচবংশোদ্ভবত লোপ করিবার জন্ত পবিত্র ক্রীড়া-সমূহের প্রচলন করিলেন। অগাষ্টাসের পর ক্লডিয়াস, ডোমিলিয়ান ও সেভেরাস বাতীত জার কেহ এই ক্রীড়ার প্রবর্তন করেন নাই। তাহার রাজত্ব কালের ২৪৯ খৃষ্টাব্দে মিসিনার লিজনদিগের মধ্যে ঘোরবিদ্রোহ উপস্থিত হয় । মারিনাস নামক রাজামুগৃহীত জনৈক সেনাপতি বিদ্রোহিদলের নেতৃত্বগ্রহণ করেন। তখন সম্রাটু ডিসিয়াস, নামক জনৈক সেনেটরকে বিদ্রোহামনে প্রেরণ করিলেন । ডিসিয়াস অনিচ্ছাসত্বেও রাজাদেশে সেনাদলের শাসনভার গ্রহণ করিলেন,কিন্তু মিলিয়ার লিঙ্গনসমূহের অনুরোধে রাজৰিকুদ্ধে অস্ত্ৰধারণ করিতে বাধ্য হইলেন। সেনাদল তাহাকেই রাজমুকুট পরাইয়া সালে অগ্রসর হইলেন এবং ভেরোণার যুদ্ধে ফিলিপ কে পরাভূত করিয়া ডিসিয়াসকে রোমীয় জগতের সম্রাট, বুলিয়া মনোনীত করিলেন। ডিসিয়াস কএকমাস নিৰ্ব্বিয়ে রাজত্ব করিরাই সীমান্ত আক্রমণকারী গথ-জাতিকে দগুবিধানার্থ দানিয়ুব তীরে উপনীত হইলেন। এদিকে এক দল ডাকিয়া-প্রদেশ লুণ্ঠন করিয়া অগ্রসর হইতে লাগিল এবং মিলিয়ার অন্ততম রাজধানী মার্সিরানোপোলিস্ অবরোধপূৰ্ব্বৰূর্বেরগণ ৰহ অৰ্থ অধিকার ক্ষরিয়া লইল। গছসেনাপতি লিঙ্গ ডিলিম্বাসকে সদলে অগ্রসর হইখে দেখিয়া