পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য [ १० J রোমসাম্রাজ্য অপূৰ্ব্ব অত্যাচারে প্রপীড়িত গলজাতি বিদ্রোহী হইয়া উঠিল। পন্টাল উপকূলে ফ্রান্ধওঁপনিবেশিকগণ লক্ষ্যবৃত্তি অবলম্বন করিল। আফ্রিকা, গ্রীস্ ও এসিয়ার উপকূলে অহরহ লুণ্ঠন চলিতেছিল। এরূপ বিশৃঙ্খল অবস্থায় বৃলে। নগরে অবস্থিত মেনাপীয় সেনাধ্যক্ষ কারোঁসিয়াস ইংলিস্প্রণালী উত্তরণপুৰ্ব্বক বৃটেন অধিকার করিল ( ২৮৯ খৃঃ অঃ)। ডাইওক্লিসিয়ান ও মাক্সিমিয়ান হতাশ হইলেন, কিন্তু পুনরায় সিজারদ্বয়ের সহযোগিতা লাভ করিয়া তাহারা নববলে বৃটেন আক্রমণ করিলেন। কনস্তান্সিয়াস এই অভিমানে নায়ক হইয়াছিলেন । ২৯২ খৃষ্টাম্বের বৃলো নগরের যুদ্ধে কারেীসিয়াস্ পরাজিত হইল এবং তাহার কতক সৈন্ত আত্মসমর্পণ করিল। অতঃপর কনস্তান্সিয়াস নৌযুদ্ধের আয়োজন করিতে লাগিলেন। ইত্যবসরে মন্ত্রী আলেষ্টাস রাজাকে নিহত করিয়া ২৯৪ খৃষ্টাঙ্গে বৃটেনাধিকার লাভ করিলেন। রোমক প্রিফেক্ট আসক্লিপিওডাস যুণতর লইয়া জালেষ্টাকে আক্রমণপূৰ্ব্বক নিহত করলেন। কনস্তান্সিয়াস বৃটেনবাসীকে রাজভক্তই দেখিলেন । ডাইওক্লিসিয়ান প্রোবাসের স্থায় রোমসাম্রাজ্যভিত্তি দৃঢ় করিতে সংকল্প করিয়া সীমান্তস্থিত তুর্গাদি সুরক্ষিত করিলেন। ইজিপ্ত হইতে পারস্ত পৰ্য্যন্ত শিবির সন্নিবেশিত হইল। অন্তিওক, এমেসা ও দামাস্কাসে অস্ত্রাগারে স্থাপিত হইয়াছিল। এইরূপে সাম্রাজ্য সুদৃঢ় হইলে গথ, ভাণ্ডাল, গেপিডি, আলেমন্নি প্রভৃতি বৰ্ব্বরজাতিগণের বলদৰ্প হত হইল এবং তাহারা ঘৃণক্ষেত্রে প্রাণ বিসর্জন করিল। আলেমন্নিগণ লাঙ্গে ও বিন্দেনিসার যুদ্ধে কনস্তান্সিয়াসের হন্তে পরাজিত হইল। গলবাসী আলেমন্নি জাতির উপদ্রব হইতে রক্ষা পাইল । রাইন ও দানিয়ুব সীমান্ত স্বশাসিত হইল ; কাপি, বাস্তাণি ও সৌরমতীয়গণ ভিন্ন ভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করিয়া শান্তিময় জীবন অতিবাহন করিতে আদিষ্ট হইলেন। দক্ষিণ বিভাগে a মুরজাতি বিদ্রোহ ঘটাইল। জুলিয়ান, কার্থেজে এব: জাকিলিয়াস আলেকসাজিয়ার রাজছত্র ধারণ করিলেন। ফ্রোইসগণ পুনরায় মিশর লুণ্ঠন করিয়া বিধ্বস্ত করিতে লাগিল । ভাইওনিদান আলেকসাজিয়া আক্রমণপূর্বক অভিযানের স্বত্রপাত করিলেন। বুশিরিস ও কোপ্টো বিধ্বস্ত হইল। এই অভিযানে ডাইওক্লিসিয়ান পিথাগোরস, সলোমন ও হার্মিস প্রভৃতি পণ্ডিতগণের গ্রন্থ ভস্মীভূত করিয়া কিমিরাবিস্কার ইতিহাসের অনেকটা লোপ করিয়া গিয়াছেন। মিশর-বিজয়ান্তে তিনি পারগুবিজয়ে যাত্রা করিলেন। রোমসাম্রাজ্যের চতুৰ্বিভাগের সমবেত বাহিনী তাহার সাহায্যাৰ্থ _ T প্রেরিত হইবার ব্যবস্থা হইল। গালেরিয়াস সঙ্গে সঙ্গে চলিলেন । অস্তিঞ্চকে ছাউনী করিয়া তাহারা মিসোপোটেমিয়ার প্রাস্তরে উপনীত হইলেন। উপযুপিরি তিনটা যুদ্ধে রোমীয় সেন পরাস্ত হইয়াও নিকুসুম হইল না। তাহারা পুনরায় জীমবেগে আক্রমণ করিল। আৰ্ম্মেণিয়ারাজ তিক্রিন্থেতিস্ ইউফ্রেটিস নদী সন্তরণপূর্বক অপর পারে পলায়ন করিলেন। এদিকে গালেরিয়াস নৰবলে আৰ্ম্মেণিয়া আক্রমণ করিলেন। পারস্তপতি জয়গৰ্ব্বে মত্ত ছিলেন, এজষ্ঠ পূৰ্ব্ব হইতেই যুদ্ধের বিশেষ আয়োজন করেন নাই। পারস্তরাজ নারশেষ নানাস্থান হইতে সৈন্য সংগ্ৰহ করিয়াও কোন শৃঙ্খলা স্থাপন করিতে পারিলেন না । যুদ্ধে অসমর্থ হইয়া তিনি মিসিয়ার মরুদেশে পলায়ন করিলেন। গালেরিয়াস্ তাহার পত্নী ও পুত্রকে বিশেষ যত্নের সহিত ও সসন্মানে রণক্ষেত্রে রক্ষা করিয়াছিলেন। অবশেষে সন্ধির প্রস্তাব হইল । পারস্তরাজ রোমের বহুত স্বীকার করিলেন এবং ইভিলিন, জাবলিসিন, আর্জানিন, মোক্সিন ও কার্দুইন প্রদেশ এবং ইবেরিয়ার রাজকর্তৃত্ব রোমসম্রাটের হস্তে প্রদান করিয়া বন্ধুত্ব হুত্রে আবদ্ধ হইলেন। তিরিদেতিস্ও পিতৃসম্পদ লাভ করিলেন । রোমরাজ্যকে নানাবিপদুপাত হইতে রক্ষা করিয়া তিনি ৩০৩ খৃষ্টাব্দের ২০এ নবেম্বর একটী বিজয় মহোৎসবের অনুষ্ঠান করেন। এই সময়ে তিনি দুই মাস মাত্র রোম রাজধানীতে থাকিয়া স্বীয় বিভাগীয় রাজধানী নিকোমিডিয়ায় ৩০৮ খৃষ্টাব্দে উপনীত হন । এই দীর্ঘ যাত্রায় তাহার স্বাস্থ্য ভঙ্গ হয়। তখন তিনি অধীনস্থ সেনাগণকে এবং প্রজা-সাধারণকে নিকোমিডিয়ার প্রশস্ত প্রান্তরে সমবেত করিয়া বলিলেন, “রোমমুকুট স্বেচ্ছায় ত্যাগ করিয়া আমি অবশিষ্ট জীবন নির্জনে বাস করিতে ইচ্ছা করি।” তদনম্ভর তিনি ডালমেসিয়ার অন্তর্গত সলোনা নগরে গমন করিলেন (৩০৫ খৃঃ ১লা মে)। ঐ দিনেই প্তাহার সহযোগী অন্ততম সম্রাটু মাক্সিমিয়ান, তাহার মিলান রাজধানীতে ঐক্কপ ভাবে ঘোষণা দিয়া স্বয়ং লুকানিয়া নামক । গওগ্রামে যাইয়া নিশ্চিন্ত হইলেন। ডাইওক্লিসিয়ান ও মাক্সিসিয়াম্ রাজকাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিবার পর, রোমরাজ্যে পুনরায় বিশৃঙ্খলা ঘটতে লাগিল। কনস্তন্সিয়াস্ ও গালেরিয়াস্ সৰ্ব্বময় কর্তৃত্ব লাভ করিলেন বটে, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করিতে পারিলেন না। গালেরিয়াস ও কনস্তান্সিয়াস পূৰ্ব্বমত অগাষ্টাস উপাধি ধারণ করিলেন এবং গালেরিয়াস্ স্বীয় ভাগিনেয় মাক্সিমিন ও ইতালীর সেনানায়ক সেভেরসকে সিজার করিয়া চারিবিভাগে রাজ্য শাসনের ব্যবস্থা দেখিলেন। কিন্তু তাহার আশ বিশেষ ফলবতী হইল না। পশ্চিম বিভাগে কনস্তান্তাইন এবং আফ্রিকা ও ইতালীতে