পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ਡ਼ লিচ্ছবিরাজবংশ গ্রন্থে ‘বজি রাজ্য ৭৭০৭ট ক্ষুদ্র রাজ্যে বিভক্ত এবং অধিপতিগণ স্বাধীন বলিয়া বর্ণিত হইয়াছে। বহিঃশত্রু উপস্থিত হইলে সকলে সম্মিলিত হইয়া এরূপ সিংহনাদ করিতেন যে, তাহাতে সমস্ত উত্তরভারত স্তম্ভিত হইত ! এ কারণে মগধের মহাবল পরাক্রান্ত সম্রাটগণও তাঙ্গদের সহিত বিবাদ করিতে সাহসী হইতেন না । সম্মিলিত লিচ্চবিরাজ্যের শাসনবিধিব্যবস্থাপনের জন্ত বৈশালী নগরে একটা মহাসভা ছিল । সেই মহাসভা যাহা ব্যবস্থা করিতেন, তদনুবী হইয়াই সহস্ৰ সহস্ৰ ক্ষুদ্র লিচ্ছবিরাজ্য স্বশাসিত ইষ্টত । লিচ্ছবি-সমাজের ইতিহাস আলোচনা করিলে মনে হইবে তাহাদের ক্ষেত জৈন, কেহ বৌদ্ধ, আবার কেহ কেহ পুৰ্ব্বপুরুষাচরিত ব্ৰহ্মবাদী ছিলেন । মগধপতি বিম্বিসার বৈশালীর লিচ্ছবিরাজকুলে বিবাহ করিয়াছিলেন । বুদ্ধদেব মগধপতিকে সেচনক’ নামে এক প্রকাও হস্তী এবং অষ্টাদশরত্নখচিত একছড়া হার প্রদান করেন। বিৰিসার সেই হস্তী ও হার প্রিয়তম কনিষ্ঠ পুত্র বেঙ্কল্পকে দিয়াছিলেন । তাহাতে তাহার জ্যেষ্ঠ পুত্র অজাতশত্র পিতা ও কনিষ্ঠ ভ্রাতার প্রতি বড়ই অসন্তুষ্ট হইয়াছিলেন। তাহারই ফলে বুদ্ধনিৰ্ব্বাণের ৮ বর্ষ পূৰ্ব্বে পিতাকে বিনাশ করিয়া অজাতশত্র মগধ সিংহাসন কলঙ্কিত করেন । আত্মরক্ষা করিবার জন্ত বেহল্ল বৈশালীতে গিয়া মাতামহকুলে আশ্রয় লইলেন । তখন জাতীয় একতা স্বত্রে সম্মিলিত মাতামহুকুলকে কি রূপে শাসন করিবেন, অজাত- | শত্র সেই ভাবনায় কাতর হইলেন। বৌদ্ধদিগের মহাপরিনিৰ্ব্বাণস্বরে লিখিত আছে—নিৰ্ব্বাণের অল্পকাল পূৰ্ব্বে বুদ্ধদেব যখন রাজগৃহের নিকটবৰ্ত্তী গৃধ্ৰুকুট পৰ্ব্বতে অবস্থান করিতেছিলেন, সেই সময় মগধরাজ অজাতশত্রু তাহার প্রধান ব্রাহ্মণময়ী বিশ্বাকরকে ডাকিয়া জানাইলেন, ‘মন্ত্রিন । আপনি ভগবানের নিকট গমন করুন, তাহকে জানাইবেন যে, মগধরাজ প্রবল পরাক্রমশালী লিচ্ছবিদিগকে সমূলে উৎপাটন করিবেন। ভগবান শুনিয়া কি বলেন, তাহা বিশেষ করিয়া মনে রাপিয়া জানাইবেন । তাহার কথা অন্যথা হইবার লছে । মবির যুদ্ধ সমীপে আসিয়া অভিবাদনপূর্বক সমস্ত নিবেদন করিলেন। তাহাকে উত্তর দিবার পূৰ্ব্বেই ভগবান আনন্দকে বললেন, “তুমি জান, বঙ্কি (লিচ্ছবিগণ) সৰ্ব্বদা সাধারণ সভায় । সমবেত হইয়া একতার সহিত সকল বিষয় সীমাংসা করেন। ৫হার বয়োবৃদ্ধের প্রতি উপযুক্ত সম্মান লেখাইরা থাকেন। ৫হল প্রাচীন প্রথাগুলি নষ্ট করিতে বিমুখ ও প্রাচীন প্রথা । সন্মানের সহিত গ্রহণ করেন। নারীজাতির প্রতি র্তাহারা কখন অত্যাচার করেন নাই । তাহারা চৈত্যের সন্ধান ও পুজা ।

  • XVII •

[ २११ ] লিচ্ছবিরাজবংশ করিয়া থাকেন। বিশেষতঃ অর্থৎদিগকে থেষ্ট সন্মান ও রক্ষণ করিয়া থাকেন " আনন্দ উত্তর করিলেন, “ছ তগৰান্‌! আমি এ সমস্তই জানি।” বুদ্ধ তখন পুনরায় কছিলেন, “তাই কেহই তাহাদিগকে বিনাশ করিতে পারিখে না।” পরে তিনি প্লাজমীকে লক্ষ্য করিয়া উত্তর করিলেন, “হে ব্ৰাহ্মণ ! আমি বৈশালীমগরীস্থিত সারদাঙ্গ চৈত্যে থাকিবার সময় লিচ্ছবিদিগকে ধে সাতট উপদেশ দিয়াছিলাম, যতদিন তাহার সেই সকল উপদেশ যত্নের সহিত পালন করিবে, তত দিন কেহই তাহাদিগকে ধ্বংস করিতে পরিবে না, তত দিম তাহাঙ্গের উত্তরোত্তর শ্ৰীবুদ্ধি হইবে।” রাজমন্ত্রী ফিরিয়া আসিয়া মগধপতিকে বুদ্ধবাক্য জানাইল । মগধপতি আপাতঃ বিবাদে ক্ষাস্ত হইলেন। উক্ত ঘটনার কিছু দিন পরে বুদ্ধদেব ৰৈশালী ধাত্রা করেন। তিনি গঙ্গাতীরস্থ পাটলী গ্রামে আসিয়া দেখিলেন যে, লিচ্ছবিদিগকে উৎপীড়ন করিবার অভিপ্রায়ে বিশ্বাকর ও সিন্ধু নামক মগধরাজের প্রধান মঞ্জিৰয় এক দুর্গ নিৰ্ম্মাণ করাইতেছেন। বুদ্ধদেব বৈশালীতে আসিয়া আত্মপালীর উষ্ঠানে কিছুকাল অবস্থান করিলেন । লিচ্ছবিগণ দলে দলে আসিয় তাহাকে দর্শন করিয়া কৃতাৰ্থ হইল। তাহাদিগের সমক্ষেই যুদ্ধদেব প্রকাশ করেন যে, আর তিন মাস অস্তে তিনি কুশীনগরে মহানিৰ্ব্বাণ লাভ করিবেন। তৎপরে বুদ্ধ বৈশালী পরিত্যাগ করিয়া কুশানগল্লাভিমুখে অগ্রসর হক্টলেন । লিচুৰি ক্ষত্ৰিয়গণ তাহীদের প্রাণ অপেক্ষ প্রিয়তম বুদ্ধকে চিরদিনের জন্ত কেমন করিয়া বিদায় দিবেন ? তাহারা উচ্চৈঃস্বরে কঁাদিতে কঁাদিতে সকলেই বুদ্ধের অনুগমন করিতে লাগিলেন । বুদ্ধদেব তাহাদিগকে ফিরিয়া যাইতে বলিলেন, কিন্তু তথ্যগতের এ নিদারুণ আদেশ ঠান্ডারা রক্ষা করিতে পারিলেন না । এ দেহ ক্ষণস্থায়ী, সকলকেই মরিতে হুইবে এইরূপ বুঝাইয়ী বুদ্ধ আবার ফিরিতে কহিলেন । কিন্তু ভক্ত লিচ্ছবিগণ কিছুতে নিবৃত্ত হইলেন না । সম্মুখে এক গভীর নদী আসিয়া পড়িল । তখন নদী অতিক্রম করিতে অসমর্থ হইয়া লিচ্ছবিগণ জাৰ্ত্তনাদ করিয়া উঠিলেন । বুদ্ধদেব মধুর বাক্যে র্তাহাদিগকে সাশ্বন করিয়া তাহার জীবনের একমাত্র সম্বল ভিক্ষাপাত্ৰ দিয়া চলিলেন । সেই ভিক্ষাপাত্ৰ লইয়া লিচ্ছবিগণ বৈশালীতে ফিরিয়া মাসিলেন এবং এক প্রকাগু মন্দির নিৰ্ম্মাণ ক্ষরিয়া তন্মধ্যে সেই পবিত্র ভিক্ষাপাত্র রক্ষা করিলেন । বুদ্ধদেবের পরিনিৰ্মাণের পর তাহার দেহাবশেষ লইয়াতুমুলযুদ্ধ বাধিবার স্বত্রপাত হষ্টয়াছিল। এ সময় কুশীনগর পাবার মল্লক্ষত্রিয়রাজগণের অধিকারভুক্ত । তাহার ঘোষণা করিলেন SSBBBB BBBB BB BBBB BBB BB DDDS