পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিপি


লিপলা { لاسطة ] ৰিশ্বাস, উহা কোন পরাক্রান্ত লিচ্ছৰিয়াজের প্রবর্তিত জঙ্গ। উপ- তন্ত্রে লিখিত আছে যে, লিপি পাঁচ প্রকায়, বখ মুয়ালিপি, যুক্ত অনুসন্ধান ও আলোচনা হইলে সেই রাজার নাম ও বিবরণ | শিৱলিপি, লেখনীসম্ভব লিপি, গুণ্ডিকালিপি ও বুলিপি। পরে বাহির হইত্তে পারে। লিট, ব্যাকরণের পরোক্ষার্থবোধক বিভক্তিসংজ্ঞাঙ্গে। লিট, অল্প চিন্তা করা। লিটাতি। লিদর, {লদর ), পঞ্জাব-প্রদেশের কাশ্মীর রাজ্যের অন্তর্গত একটী নদী। তিস্তার শাখারূপে প্রবাহিত। কাশ্মীর উপত্যকার উত্তরপূৰ্ব্বে সমুদ্রপৃষ্ঠ হইতে ১৪ হাজার ফিট উচ্চ হইতে নির্গত। অক্ষা ৩৪°৮ উঃ এবং দ্রাঘি ৭৫-৪৮ পূঃ । অতপাদবিক্ষেপে পৰ্ব্বতের ঢালু প্রদেশ অতিক্রম করিয়া কাশ্মীর উপত্যকায় ইহা ধীরগতি প্রাপ্ত হইয়াছে এবং অক্ষা” ৩৩°৪৫' উঃ এবং দ্রাঘি ৭৫°১৫ পূৰ্ব্বে ইসলামবাদের ৫ মাইল দক্ষিণে ঝিলাম নদীতে আসিয়া মিশিয়াছে। লিথু, ব্যাকরণোক্ত নামধাতুর সংজ্ঞাভো। লিঙ্গ ও ধাতু বুঝাইতে সংক্ষেপে "লিধু এইরূপ প্রয়োগ হইয়া থাকে। লিন্দু (পূ) পিচ্ছিল। (ছালোগ্য উপ ৪১৪) লিনসোটেন, (Jan Hugo Van Linschoten) én gr পাশ্চাত্য ভ্রমণকারী। ইনি ১৫৮ওঁ৯৫৮৯ খৃষ্টাবী পর্য্যস্ত ভারতে থাকিয় একখানি ভারতবর্ষবিবরণী সঙ্কলন করেন। ঐ গ্রন্থqff "Voyages into the East and West Indies” নামে খ্যাত। উহাতে তৎকালীন পর্তুগীজ ও ওলন্দাজ বণিকগণের পরস্পর বিরোধবৃত্তান্ত এবং ভারতজাত বৃক্ষ ও খনিজ ধাতু প্রভৃতির পরিচয় সুচারুরূপে বিবৃত আছে। লিপ, উপদেহ। ২ বুদ্ধি। ৩ লেপন । তুমি উভয় ਸ਼ੇ অনিট । লট, লিম্পতি-তে। লিট, লিলেপ, লিলিপতুঃ, লিলিপে । লুট লেগু । স্ট, লেপগুতি-তে। লুঙ, অলিপৎ, অলিপত, অলিপ্ত। অলিপাতাং, অলিপ সাতাং আলিপন্ত, অলিপ সত, সৰু লিলিপ্যাতি-তে। বঙ, লেলিপ্যতে। বঙ, লুক্‌ লেলেপ্তি কি লেপতি । লুঙ, আলীলিপৎ। অব+লিপ= অবলেপ, গৰ্ব্ব। আ+লিপ=আলেপন। উপলেপ, লেপন। লিপ (পুং) লিম্পতীতি লিপ-ক। লেপনকর্তা। লিপি (স্ত্রী) লিপ (ইগুপধাৎ কিৎ। উ, ৪১১১) ইতি हैम् স চ কিৎ। লিখিত বর্ণ ; পর্য্যায়—লিখিত, অক্ষরুসংস্থান, লিবি, লিখন, লেখন, অক্ষরবিস্তাস, লিপী, লিবী, অক্ষররচনা, লিপিকা । ( শব্দরত্বা” ) “অন্থং দরিদ্রে ভবিতেতি বৈধসীং ং লিপিং ললাটেইখিজনন্ত জাগ্রতীম্। যুবা ন চক্রেহরিতকল্পপাদপঃ প্রণীর দারিদ্রদরিদ্রতাং নৃপ ॥” (নৈষধ ১৯e ) g XVII -মুদ্রালিপিঃ পিয়লিপিপিপিলেখনিসম্ভব। গুণ্ডিকা ঘুর্ণসন্থত লিপয়ঃ পঞ্চখা স্বতা: ( বারাহীতন্ত্র) এই সকল বিভিন্ন প্রকার লিপির উৎপত্তি-বিষয়ণ দেবনাগর শৰে আলোচিত হইয়াছে। তারতবর্ষের মান স্থানে এবং স্নার পশ্চিমে বাবিলোনীয়, আসিরীয়, কালীয়, মিসর ও পুৰ্ব্বে চীন প্রভৃতি রাজ্যে বহু প্রাচীনকাল হইতে বিভিন্ন প্রকার লিপি প্রচলিত দেখা যায়। তন্মধ্যে ভারতীয় লাটলিপি, বাবিলোনীয় ফলকলিপি, আসিরীয় কোণাকার লিপি ও মিশরীয় ছাইরোমিফিক্‌ বর্ণ-লিপিই সৰ্ব্বপ্রাচীন । [ দেবনাগর ও বর্ণমালা দেখ। ] লিপিকর (পুং ) লিপিং করোতীতি লিপি-ক (দিবানিশেতি। পা ৩২।২১ ) ইতি ট। ১ লেখক । ( অমরটক ) যিনি লিপি প্রস্তুত করেন। ২ খোদাইকর। ৩ লেপক্ষ । লিপিক ( স্ত্রী ) লিপিরেব স্বার্থে কন্‌টাপ । লিপি। (শৰায়য়া, লিপিকার (পুং ) লিপিং করোতীতি কু-অণ, লেখক, লিপি কারক । ( অমর ) লিপিজ্ঞ (ত্রি ) স্থলেখক। লিপিন্যাস (পুং ) লেখনী দ্বারা মসীযোগে পত্রাদিতে বর্ণবিদ্যাস । লিপিফলক (পুং ) যে পত্রে লেখা যায়। প্রস্তর তাম্ৰপত্র বা বৃক্ষপত্রাদি যাহাতে লিপি স্বাস করা হইয়া থাকে। লিপিশাল (স্ত্রী) লিপীনা শালা। লিপিগৃহ, যেখানে লেখা বা অক্ষরবিষ্ঠাস শিক্ষা দেওয়া হয় । ( ললিতৰিণ ) লিপিসজ্জা (স্ত্রী) লিপিকরণোপযোগী যন্ত্র বা দ্রব্যাদি। লিপ (স্ত্রী) লিপি কৃদিকারাদিতি তীয,। লিপি । ( শারয়া- ) লিপ্ত (ত্রি ) লিপ-ক্ত। ১ ভক্ষিত । ২ কৃতলেপন, পৰ্য্যায়— দিগ্গ, বিলিম্পিত, চর্চিত । ( জটাধর ) “তল্লিপ্তাশ্চেলথগুশ্চি চারে বিহিতাস্তথা ।”(কথাসরিৎসা"৪৪৮) ৩ মিলিত, সংযুক্ত, বন্ধ। ৪ বিদিশ্ব। ( মেদিনী) লিপ্তক (পুং ) লিপ্ত এৰ স্বার্থে কন্‌। বিষাক্ত বাণ। (আমর) লিপ্তহস্ত (ত্রি) রক্তাক্ত বা স্ৰক্ষিত হস্ত। লিপ্ত (স্ত্রী) জ্যোতিযোক্ত ও• ডিগ্রীর একাংশ, এক মিনিট। লিপ্তাঙ্গ (ত্রি) বাহার শরীর স্বগন্ধ দ্রব্যাদির দ্বারা লেপা হইয়াছে লিপ্তিক (স্ত্রী) লিগুৈব স্বার্থে কন। দণ্ড। “বৈশ্বস্ত চতুর্থোংশঃ শ্রবণার্মেী লিপ্তিকাচতুষ্কং অভিজিৎ” (সৎকৃত্যমুক্তা” ) লিপ (স্ত্রী) লঙ্ক মিছা লভসন, অ-টাপ, ইচ্ছ, অভিলাষ, লাভ করিবার ইচ্ছ। “লিঙ্গাং চক্রে প্রসেনা মণিরয়ে স্তমস্তকে "(হরিবংশ ৩৮২৬)

  • }