পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. আদিপুস্তক । [১ অধ্যায় । অন্ধকারের নাম রাত্রি রাখিলেন । এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। ২ ও পরে জলের মধ্যে শূন্য জন্মিয় জলকে দুইভাগে পৃথক ৭ করুক, এই আজ্ঞাদ্বারা ঈশ্বর শুনোর সৃষ্টি করিয়া জুলকে অধঃস্থিত ও উর্দুস্থিতৃদুইভাগে পৃথককরিলেন। ৮ তাহাতে সেইৰূপ হইল। এবং ঈশ্বর ঐ শূন্যের নাম আকাশ রাথিলেন । এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল । ৩ ৯ পরে ঈশ্বর এই আজ্ঞা করিলেন, আকাশের নীচন্থ তাবৎ জল এক স্থানে একত্র হউক,ও স্থল সপ্রকাশ হউক, , ১০ তাহাতে তদ্রুপ হইল । তখন ঈশ্বর স্থলের নাম পৃথিবী, ও জল রাশির নাম সমুদ্র রাখিলেন, এবং তাহা উত্তম দেখিলেন । ৪ ১১ অপর ঈশ্বর আজ্ঞা করিলেন, এই পৃথিবীতে তৃণ ও সবীজ ওষধি ও নানা জাতীয় সবীজ ফলদায়ক বৃক্ষ ১২ উৎপন্ন হউক তাহাতে সেই ৰূপ হইল; অর্থাৎ পৃথিবীতে তৃণ ও সবীজ নানা জাতীয় ওষধি ও সবীজ নানা জাতীয় বৃক্ষ উৎপন্ন হইল ; তখন ঈশ্বর সেই ১৩ সকলকে উত্তম দেখিলেন । এবং সন্ধ্যা ও প্রাতঃ কাল হইলে তৃতীয় দিবস হইল। ৫ : ১৪. অপর ঈশ্বর আজ্ঞা করিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণের নিমিত্তে, এবং দিবস ও বৎসর ও ঋতু ও চিহ্নের নিমিত্তে আকাশ মণ্ডলে জ্যোতিগর্ণ