পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] আদিপুস্তক { ." סא ১৫ উৎপন্ন হউক ; এবং পৃথিবীতে অালো দিবার জুন্যে ১৬ আকাশ মণ্ডলে স্থিত হউক তাহাতে সেই ৰূপ হইল। এই প্রকারেঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি, ও রাত্রির উপরে কতৃত্ব করিতে তদপেক্ষ এক ক্ষুদ্র জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতির ১৭ এবং নক্ষত্র গণের সৃষ্টি করিলেন। পরে পৃথিবীতে ' দীপ্তি দানের জন্যে, এবং দিবা রাত্রির উপরে কর্তৃত্ব করনার্থে, এবং দীপ্তিকে ও অন্ধকারকে পৃথক করণার্থে ১৮ ঈশ্বর ঐ জ্যোতিগণকে আকাশ “ মণ্ডলে স্থাপন করিলেন ; এবং ঈশ্বর সে সকলকে উত্তম দেখিলেন । ১৯ এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে চতুর্থ দিবস হইল ৬ - $ ve ২• পরে জলের মধ্যে নানা জাতীয় উরোগামি প্রাণি বর্গ, এবং পৃথিবীর উৰ্বে আকাশ মণ্ডলে উড়িতে, ২১ পারে এমত পক্ষিগণ বাহুল্য ৰূপে উৎপন্ন হউক,এই আজ্ঞা করিয়া ঈশ্বর বৃহৎ মৎস্যাদি ও নানা জাতীয় . উরোগামি জলচর প্রাণিবর্গ ও নানা জাতীয় পক্ষি ২২ গণের সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর এই সকলকে উত্তম . দেখিয়া এই আশীৰ্ব্বাদ করিলেন, তোমারা প্রজা বস্ত ও বহু বংশ হইয়া সমুদ্রের জল পরিপূর্ণ কর, এবং : ২৩ পৃথিবীর উপরে পক্ষিগণ অনেক হউক। এবং সন্ধ্যা


  • (ইত্ৰ) আকাশমণ্ডলের মুখের উপরে।