পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やめ আদিপুস্তক। [২ অধ্যায় । ৭ - অপর পরমেশ্বর মৃত্তিকাদ্বারা মনুষ্য নিৰ্ম্মাণ করিয়া তাহার নাসারন্থে প্রাণবায়ু প্রবেশ করাইলে সে সজীব ৮ প্রাণী হইল। পরে প্রভু পরমেশ্বর পূর্বদিকস্থিত এদন নামক দেশে এক উদ্যান প্রস্তুত করিয়া সেই স্থানে ৯ আপন সৃষ্ট ঐ মনুষ্যকে রাখিলেন । এবং প্রভু পর মেশ্বর সেই উীনের মধ্যস্থানে অমৃত বৃক্ষও সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও ভূমিতে প্রত্যেক জাতীয় সুদৃশ্য ও ১• সুখাদ্য বৃক্ষ উৎপন্ন করিলেন। এবং উদ্যানে জল সেচন করণর্থে এদন হইতে এক নদী নির্গত হইয়া ১১ ভিন্নং চতুর্মুখ হইয়াগমন করিল । তাহার পশোন নামক প্রথম নদী স্বর্ণোৎপাদক হবীলা দেশসমূহকে ১২ বেষ্টন করিয়া গেল । ঐ দেশের স্বর্ণ অতি উৰ্ত্তম, এবং ১৩ সেই স্থানে রত্ব ও বৈদুৰ্য মণি জন্মে। এবং তাহার গীহোন নামক দ্বিতীয় নদী সমস্ত কুশ দেশে বেষ্টন ১৪ করিয়া গেল । এবং তাহার হির্দেকল্‌ নামক তৃতীয় নদী অশুরিয়া দেশের পূর্বদিক দিয়া গমন করিল। এবং তাহার চতুর্থ নদীর নাম ফরাৎ। ১৩ - ১৫ পরে প্রভু পরমেশ্বর আদমকে লইয়া ঐউদ্যানের কৰ্ম্ম ১৬ ও তাহার রক্ষা করিতে নিযুক্ত করিলেন। এবংপ্ৰভু পর মেশ্বর তাছাকে এই অজ্ঞা দিলেন,তুমি এই উদ্যানের انٹس~~ (বা) গুল গুল