পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় } তাদি পুস্তক । S 5 কাবিল গরমেশ্বরকে কহিল, এমত দণ্ড অশ্মীর ১৪ অসহ্য অদ্য য়দি তুমি আমাকে এই স্থান হইতে দূর করিয়া দেও, তবে আমি তোমার সাক্ষাৎ হইতে বহিস্কৃত হইয়া পৃথিবীতে পর্যটনকারী ও ভ্রমণ কারী হইলে কোন লোক অামাকে পাইলেই বধকরবে। ১৫ তাহাতে পরমেশ্বর কহিলেন, যে কেহু কাবিলকে বধ করিবে, তাহার সাত গুণ দণ্ড হইবে ; অতএব কেহ তাহাকে দেখিয়া যেন বধ না করে, এই জন্যে পরমে * স্থর কাবিলেতে এক চিহ্ন রাখলেন "২২ ১৬ কাবিল পুভুর সাক্ষাৎ হইতে পুস্তান করিয়া এদনের ১৭ পূৰ্ব্বদিগে নেদি নামক দেশে বাস করিল। পরে কটুল আপন স্ত্রীতে উপগত হইলেসে গৰ্ত্তবর্তী হইয়া হর্নোক নামে এক পুত্র প্রসব করিল, এবং এক গর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার ১৮ নাম হনোক্ রাখিল। ঐ হলোকের পুত্র ঈরদ, ও ঈরদের পুত্ৰ মিহুয়ায়েল ও মিছ য়ায়েলের পুত্ৰ ১৯ মিথুশায়েল, ও মিথুশায়েলের পুল্ল লেমক। ঐ লেমকের দুই স্ত্রী, এক স্ত্রীর নাম আদি ও অন্যের নাম ২• সিল্লা ছিল। ঐ অাদার গৰ্বে উৎপন্ন যে যাবল, সে ২১তা গৃহবাসি পশুপালকুদের আদিপুরুষ ছিল। এবযুবলু নামে তাহার এক ভুত বীণাবাদকদের ও বংশী ২২. বাদকদের আদি পুরুষ ছিল, আর সিল্লার গরু জাত (ক) জমির পণপত্রমই বড়, যে ক্ষম হইতে পারেন।