পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ] আদিপুস্তক | *: S বৎসর বয়সের সময়ে পৃথিবীতে জল প্লাবন হইল , ৬৭ ৭ পরে জলপ্লাবনের ভয়ে নোহ ও তাহার স্ত্রী ও পুত্ৰগণ এবং পুত্রবধূগণ সকলে জাহাজে আরোহণ ৮ করিল। এবং নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে শুচি ৯ ও অশুচি পশু ও পক্ষী ও ভূচর উরোগামি জন্তুগণ ১৭ যোড়া২ জাহাজে আরোহণ করিল । পরে সপ্তাহ গত ১১ হইলে পৃথিবীতে জলপ্লাবনের আরম্ভ হইল। তাহতে নোহের বয়সের ছয় শত বুৎসর দ্বিতীয় মাসের • সুপ্ত দশ দিনে মহাসমুদ্রের সমস্ত উনুই ভাঙ্গিয়া গেল, • ১২ এবং আকাশস্থ মেঘ দ্বার সকল মুক্ত হইল। তাহাতে পৃথিবীতে চল্লিশ দিব রাত্রি মুষল ধারে বৃষ্টি হইতে ১৩ লাগিল । সে দিনে নোহ ও তাহার স্ত্রী, ও শম্ ও হামু ও যেফৎ নামক তিন পুত্র ও পুত্রবধূগণ জাহাজে ১৪ অরোহণ করিল। এবং প্রত্যেক জাতীয় গ্রাম্য ও বন্য পশু ও প্রত্যেক জাতীয় উরোগামি জন্তু এবং প্রত্যেক ১৫ জাতীয় ভূচর ও খেচর পক্ষী তাবৎ সজীব প্রাণী ঃ ১ড় স্ত্রীপুরুষ যুগ্রহ হইয় নোহের নিকটে জাহাজে আরো হণ করিল। এবং ঈশ্বরের আজ্ঞানুসারে তাবৎ প্রাণির স্ত্রীপুরুষ ষোড়াই আরোহণ করিলে পর পরমেশ্বর •দ্বার রুদ্ধ করিলেম । ৩৮ * * ১৭ এই ৰূপে পৃথিবীতে চল্লিশদিন পৰ্য্যস্ত পুবিন হইল, এবং জল বৃদ্ধি পাইলে জাহাজ মৃত্তিক ছাড়িয়,ভাষিकुन्जो शास्ताङ जिल्लाबीन बैंच्नार्म। T