পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

loye চিরবাধিত রহিব। খুলনার পূৰ্ব্বতন ম্যাজিষ্ট্রেট বিখ্যাত লেখক ত্রযুক্ত ব্রাডলী-বার্ট মহোদয় আমাকে কোন কোন ভাবে উৎসাহ দিয়া সুন্দরবনের বিবরণী সংগ্রহের সহায়ক হইয়াছিলেন, আমি তাহার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। কলিকাতা যাদুঘরের প্রত্নতত্ত্ববিভাগীয় ভারপ্রাপ্ত সুপারিন্টেণ্ডেণ্ট মহাশয় আমাকে খালিফাতাবাদের মুদ্র ও একটি বুদ্ধ মূৰ্ত্তির ফটাে লইতে অনুমতি দিয়া বিশেষভাবে ধন্যবাদাহ হইয়াছেন। শিবানন্দকাটি নিবাসী বন্ধুবর ত্রযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৎকৃত ৬যশোরেশ্বরীর বর্ণচিত্রের ছবি লইতে দিয়া আমাকে অমুগৃহীত করিয়াছেন। বিখ্যাত শিল্পী শ্ৰীযুক্ত কে, ভি, সেন মহোদয় আমার সমস্ত ছবি ও কয়েকখানি মানচিত্র প্রস্তুত করিয়া দিয়াছেন ; আমি তাহাকে ধন্যবাদ দিতেছি । মদীয় প্রিয়তম ছাত্র পল্লীচিত্র সম্পাদক শ্ৰীমা শরচ্চন্দ্র মিত্র নানাস্থানে আমার সঙ্গে গিয়া পুরাকীৰ্ত্তির ফটাে তুলিয়া দিয়া আমাকে বিশেষভাবে উপকৃত করিয়াছেন। রাজুলী ত্রযুক্ত যামিনীকান্ত রায় চৌধুরী মহাশয় সৰ্পের ইতিহাসসম্পৰ্কীয় প্রামাণিক বিবরণ সংগ্রহে সাহায্য করিয়া, নানাস্থানে আমার সহচররূপে পুরাকীৰ্ত্তির সংবাদ দিয়া আমাকে যথেষ্ট সাহায্য করিয়াছেন। শ্ৰীমান্‌ সুরেন্দ্রনাথ দে সুন্দরবন ভ্রমণ কালে আমার জীবনরক্ষা করিয়াছেন। আমি পুস্তকের ভিতর তাহার কথা বিশেষভাবে উল্লেখ করিয়াছি। শ্ৰীমা শরচ্চন্দ্র বসু ও শচীন্দ্রভূষণ ঘোষ, আমার সঙ্গে বা পৃথক্ভাবে নানাস্থানে ঘুরিয়া তথ্য সংগ্রহে সাহায্য করিয়াছেন। আমার চিরবন্ধু শ্ৰীযুক্ত অক্ষয়কুমার রায় চৌধুৰী মহাশয় বহুস্থানে দূর-দুর্গম পথে আমার সহচর হইয়া, বহু কায়ক্লেশের অংশীদার হইয়া, নানা ভাবে তথ্য সংগ্ৰহ করিয়া, সূচীপত্রাদি প্রস্তুত করিয়া দিয়া যে ভাবে আমায় সাহায্য করিয়াছেন ভাষায় তাহার পর্য্যাপ্ত আভাস দিতে পারি না। র্তাহার ঋণ অপরিশোধা। ইহা ব্যতীত আমার কত প্রিয়তম ছাত্রের নিকট যে আমি ঋণী আছি, তাহ বলিতে পারি না। স্থানাভাবে তাছাদের নামের জালিকা দিতে না পারিয়া আমি ক্ষুদ্ধ হইতেছি । পরিশেষে বক্তব্য এই দশমাসব্যাপী মুদ্রাঘন্ত্রের নানা যন্ত্রণার পর পুস্তকখানি বাহির হইল। মফস্বলে বসিয়া গ্রুফ দেখিয়া কলিকাতার প্রেস হইতে পুস্তক বাহির করা কি কঠিন ব্যাপার, তাহ ভূক্তভোগী ব্যতীত অন্ত কেহ বুঝিবেন না।