পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস। দ্বিতীয় ཨཱཙཱ་ —ঐতিহাসিক। প্রথম পরিচ্ছেদ—উপবঙ্গে দ্বীপমালা । যশোহর খুলনা বঙ্গদেশের দক্ষিণভাগে অবস্থিত এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত। বঙ্গের যে ত্রিকোণ ভূভাগ একদিকে ভাগীরথী, একদিকে পদ্মা ও দক্ষিণে বঙ্গোপসাগর,—এই ত্রিসীমাবেষ্টিত তাহাকে গাঙ্গোপদ্বীপ (Gangetic delta ) বা ব’দ্বীপ বলে। এই বদ্বীপের একাংশ এক্ষণে প্রেসিডেন্সী বিভাগ। যশোহর ও খুলনা জেলা প্রেসিডেন্সী বিভাগের অন্তর্গত। বেঙ্গল বা বঙ্গদেশকে তিন ভাগে বিভক্ত করিলে, প্রেসিডেন্সী বিভাগ পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যবৰ্ত্তী অর্থাৎ মধ্যবঙ্গভুক্তহয়। যশোহর ও খুলনা প্রকৃতপক্ষে একই স্থান ; শাসন ব্যবস্থায় ইহারা পৃথক্ হইলেও এখনও সমাজে, ধৰ্ম্মে, লৌকিক আচারে, ও স্বভাব চরিত্রে একই আছে। এখন যেখানে খুলনা জেলা, ইংরাজ আমলের প্রারম্ভে তাহার অধিকাংশ যশোহরের অন্তর্গত ছিল। তাহারও পূর্বে এখন যেখানে খুলনা জেলা, তাঁহাই ছিল যশোররাজ্য—এবং এখনকার যশোহর জেলা সে রাজ্যের বহির্ভূত ছিল। বাহা হউক, বর্তমানে যশোহর ও খুলনা এই দুই জেলার সীমানুসারে যে বিস্তৃত প্রদেশ হয়, তাহারই বিষয় আমাদের আলোচ্য এবং উহাই আমরা যুক্ত জেলা নামে অভিহিত করিব। এ প্রদেশ প্রাচীন স্থান; বঙ্গের প্রাচীনত্বের সঙ্গে ইহার প্রাচীন গৌরব বিজড়িত রহিয়াছে। বঙ্গের পুরাতত্বের কথঞ্চিৎ আলোচনা না করিলে, এ প্রদেশের প্রাচীন অবস্থা বুৰা বাইবে না।